চিকিৎসা। কবিতা নং :- ৪০

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে গরীব লোকের সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি। এই বিশাল সংখ্যক গরীব জনগোষ্ঠীর জন্য আমাদের দেশ আজও পিছিয়ে রয়েছে। আর এসব গরিব লোকেদের জন্য সবথেকে একটি বড় সমস্যা হলো চিকিৎসার অভাব। আর বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে চিকিৎসা ক্ষেত্র অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে। আর বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে অনেকটা ব্যবসার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।


সাধারণত বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন হয় চিকিৎসা করানোর জন্য। এই বিশাল ব্যয়বহুল টাকার জন্য অনেক গরিব লোকেরা তাদের চিকিৎসা করাতে পারে না। ফলে আমাদের এই পৃথিবীতে দিন দিন রোগ আক্রান্ত লোকের সংখ্যা বেড়েই চলেছে। আর এর ফলে দিন দিন পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।


বর্তমান সময়ের সরকারি হসপিটাল গুলো অবস্থা খুবই খারাপ। সেখানে সুষ্ঠ চিকিৎসা যেমন হয় না তেমনি সরকারি হসপিটালগুলোতে বিভিন্ন নোংরা আবর্জনা সবসময় লেগেই থাকে। আর সরকারি হসপিটালগুলোতে যেসব চিকিৎসক রয়েছেন তারা হসপিটালের বাইরে বিভিন্ন চেম্বার খুলে বসে থাকেন। আসলে হসপিটালে গেলে এসব চিকিৎসকদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার।


এছাড়াও এইসব চিকিৎসকদের বিভিন্ন বড় বড় বেসরকারি কোম্পানিগুলো তাদের বেসরকারি হাসপাতাল চালানোর জন্য তাদের মোটা অংকে কিনে নেয়। আর এই লোভে পড়ে বিভিন্ন ডাক্তাররা এসব বেসরকারি হসপিটাল গুলোতে যোগদান করেন। আর একটা জিনিস। বর্তমান সময়ে ক্লিনিক কিন্তু ঘরে ঘরে। আমাদের বাজারগুলোতে যেমন মুদিখানার দোকান অনেক দেখতে পাই তেমনি ক্লিনিকের সংখ্যাও মুদিখানা দোকানের মত বেড়েই চলেছে।


এ যেনো চিকিৎসার ব্যবসা শুরু হয়েছে। আর আমরা রোগীরা সেইসব ক্লিনিকের কাস্টমার। দেশে রোগীর সংখ্যা যত বেশি হবে এইসব ছোট ছোট ক্লিনিক গুলোতে টাকার যোগান বেশি হবে। এছাড়াও বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে কোন একটা রোগের জন্য ডাক্তার দেখাতে গেলে প্রথমে আমাদের একগাদা টেস্ট করাতে হয়। আসলে ডাক্তারের ভিজিট যদি ৫০০ থেকে ১০০০ টাকা হয় তাহলে এইসব টেস্টের খরচ পড়ে পাঁচ থেকে দশ হাজার টাকা।


আসলে চিকিৎসা ক্ষেত্রে সব থেকে বড় খরচ হয় কিন্তু এই বিভিন্ন টেস্ট করানোর জন্য। অনেকেই আছেন এই পৃথিবীতে যারা সামান্য ডাক্তার দেখানোর মতো টাকা তাদের কাছে নেই। তাহলে তারা কিভাবে এইসব ডাক্তারের কাছে নিজেদের রোগের কথা বলবেন এবং টেস্ট করাবেন। আর আমার কাছে মনে হয় যেন সরকারি হসপিটাল কতগুলো গাধা পুষে রেখেছে। এই গাধা বলার কারণ হলো বিভিন্ন টেকনিক্যাল কাজে যেসব ব্যক্তি নিয়োজিত রয়েছে তারা এইসব টেকনিক্যাল কাজকর্ম সম্পর্কে কিছুই জানেন না।


এছাড়াও আমরা কখনো সরকারি হসপিটালে গেলে লক্ষ্য করি যে বিভিন্ন অদক্ষ কর্মীরা এইসব হসপিটালে বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। তাদের এই অদক্ষতার কারণে হসপিটালগুলোতে অনেক বড় বড় লাইনের সৃষ্টি হয়। এছাড়াও এই লাইনে বসেই অনেক রোগী আরো বেশি রোগাক্রান্ত হয়ে পড়ে। আর এদের মুখের ভাষাও কখনো সঠিক থাকে না। আসলে এরকম অবস্থা থাকলে পৃথিবীতে রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলবে।


কিন্তু আরেকটা জিনিস যে এমনও অনেক ডাক্তার রয়েছেন যারা বাইরে কোথাও কোন চেম্বার খুলে বসেন না। তারা হসপিটাল গুলোতে গিয়ে তারা বিনা পয়সায় তাদের চিকিৎসা প্রদান করেন। আসলে এত ভিড়ের মাঝে এসব ভালো ডাক্তার পাওয়া খুবই মুশকিল। আসলে এসব ডাক্তারদের মন-মানসিকতা খুব ভালো থাকে এবং তারা তাদের সঠিক কর্ম করেই চলেছে। আর এর ফলে বিভিন্ন গরিব লোকেরা এখনো সুষ্ঠুভাবে সমাজের বসবাস করতে পারছে।


বর্তমান সময়ে আমরা আরও লক্ষ্য করতে পারি যে সরকারি বিভিন্ন প্রচেষ্টার ফলে সরকারি হাসপাতালগুলো এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বিভিন্ন ডাক্তার এখন চাপে পড়ে সরকারি হসপিটাল গুলোতে তাদের রোগী দেখতে হচ্ছে। এছাড়াও বাইরে ক্লিনিকে বসে রোগী দেখাটাকে আইনত অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। আর এর ফলে দেশে অনেক রোগের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

✠ চিকিৎসা ✠


এই পৃথিবীতে টাকা ছাড়া,
ভালো কোনো চিকিৎসা নাই।
যার যত টাকা আছে,
সে ততো ভালো সেবা পায়।


সেবা যদি হয় টাকা নিয়ে,
তাহলে গরিবের আর কি উপায়।
বিনা চিকিসায় মারা যায়,
বহু মানুষ এই দুনিয়ায়।


চিকিৎসা ক্ষেত্রে এক্ষণ রয়েছে,
বিভিন্ন ধরণের অফার।
অফার যদি পেতে চাও,
তাহলে বাড়াতে হবে ব্যায়।


শীততাপ নিয়ন্ত্রিত রুম পাবে,
আরো কত রকমের সুবিধা।
চিকিৎসার এই সুযোগ পাবার জন্য,
মানুষ চোখে দেখছে ধাঁধা।


সরকারি হসপিটালে অবস্থা,
মানুষের ভিড় লেগে আছে সর্বদা।
সামান্য এটুকু চিকিৎসার জন্য,
সবাই করছে হাহাকার।


মানুষ তো আর মানুষ নয়,
খদ্দের এক্ষণ সবাই।
খদ্দের আসলে পড়ে,
ডাক্তারের হবে কামাই।


সেই দিন আর এক্ষণ নাই,
হয়না ভালো কোনো চিকিৎসা।
মানুষেরা দিশেহারা হচ্ছে,
দিতে দিতে টাকা-পয়সা।


এক্ষণ অনেক ডাক্তার আছে,
যারা বিনা অর্থে করে সেবা।
সেবাই তাদের প্রধান ধর্ম,
ভালোবাসে সবাই তাকে সর্বদা।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

চিকিৎসা নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও গরিব মানুষের জন্য চিকিৎসা গ্রহণ করাটা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। কারণ চিকিৎসা এখন অনেক ব্যয়বহুল। আর গরিব মানুষের জন্য সরকার যে সরকারি হাসপাতালগুলো তৈরি করেছে সেগুলোতেও এখন অনিয়মের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সুতরাং গরিব মানুষ সব ক্ষেত্রেই অসহায়। আপনি চিকিৎসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ভাই বর্তমান সময়ে হাসপাতালে কথা আর কি বলবো বলেন। একজন গরীব মানুষ তার চিকিৎসার জন্য সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে তাকে হাজার হাজার টাকা নিয়ে নিঃশেষ করে দিচ্ছে। আপনি আজকে চিকিৎসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কথা আপনি তুলে ধরেছেন। আপনার লেখা কথাগুলো পড়ে খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45