অনু-কবিতা :- ৪০steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে এই পৃথিবীতে গরিব মানুষকে কেউ কখনোই সাহায্য করতে এগিয়ে আসে না। তাদের সব সময় ঘৃণার চোখে দেখা হয়। তারা এই সমাজের মাঝে বেঁচে থাকে ঘৃণার চোখে। দুবেলা দুইমুঠো খাবার জোগাড় করার জন্য তাদের রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে হয়। তবুও তারা এই ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাদের পরিবারকে সঠিকভাবে চালনা করতে পারে না। তাই তাদের সন্তানেরা অকালে মারা যায়। এই গরিব লোকের সাহায্যের জন্য কখনো কেউ সাহায্যের হাত বাড়াতে চায় না।


আসলে আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে বিভিন্ন গরিব লোককে আমাদের চারিপাশে ঘুরে বেড়াতে আমরা দেখি। তাদের জরাজীর্ণ চেহারা দেখলে আমাদের মন কখনো গলে যায় না। আসলে তারা আমাদের কাছে তেমন কিছু কখনোই আশা করেনা বা চায় না। তারা শুধু চায় তাদের সাহায্যে সবাই যেন এগিয়ে আসুক। আসলে তাদের এই চাওয়া পাওয়া সবকিছুই মিথ্যে হয়ে যায়। তবুও তাদের মনের আশা কেউ তাদের হঠাৎ করে এসে সাহায্যের হাত বাড়বে। আসলে তাদের আশা আশাই থেকে যায়।


আসলে এসব পরিবারের সন্তানদের কোন রোগ হলে তারা তাদের চিকিৎসা করানোর মতো অর্থ কোথাও জোগাড় করতে পারে না। যদিও এই গরিব মানুষদের জন্য সরকারি হসপিটাল রয়েছে। তবুও সেখানে তারা ভাল কোন চিকিৎসা পায় না। আসলে এই সমাজে ভালো চিকিৎসা পাওয়া যায় বেশি অর্থ যাদের আছে তাদের কাছেই। কারণ এই সমাজে বেশি অর্থের বিনিময়ে ভালো চিকিৎসা মেলে। কিন্তু এসব গরিব লোকের পক্ষে তো এত অর্থ উপার্জন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না।


আসলে এসব গরিব মানুষ যতই পরিশ্রম করুক না কেন একদল খারাপ শ্রেণীর লোক তাদের কখনো তাদের ন্যায্য অর্থ তাদের কখনোই দেয় না। বরং কোন কাজ করতে গিয়ে যদি তাদের ভুল হয় তাহলে তাদের সেই ভুলের মাশুল গুনতে হয়। আসলে এমনও হয় যে তাদের এই ভুলের মাশুল গুনতে গিয়ে তাদের পুরো মাসের বেতনটাই চলে যায়। এছাড়াও সরকারি খাত থেকে কোন অনুদান যদি এই গরিবদের উদ্দেশ্যে আসে তাহলে মধ্যভোগী কয়েকজন অসাধু লোক সেই গরিবের সাহায্য লুঠে নেয়। তাদের সব সময় বঞ্চিত করা হয় তাদের সেই সাহায্য থেকে।


যদিও আমাদের দেশের সরকার এই গরীবদের সাহায্যের জন্য বিভিন্ন কর্মসংস্থানের যোগান করে চলেছে। কিন্তু এইসব গরীব লোকেদের কর্মের যোগান বিক্রি হচ্ছে অনেক বেশি টাকার বিনিময়ে। কিন্তু একটা জিনিস কি কখনো ভেবে দেখছেন। গরিবের এইসব সাহায্য অথবা কর্মসংস্থান যদি গরিবরা কখনোই না পায় তাহলে আমাদের দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যে দেশে গরিব লোকের সংখ্যা যত বেশি সেই দেশ কখনোই উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। কারণ প্রতিটা দেশের মূল সম্পত্তি হলো তার জনবল। আসলে দেশের জনবল যদি দুর্বল হয় তাহলে আমরা কখনোই এই উন্নতির মুখ দেখতে পাবো না।


✠ ০১ ✠


এই পৃথিবীতে গরিবের সাহায্যে,
কেউতো বাড়ায় না হাত।
তাদের দেখলে ঘৃণা করে,
অবহেলায় কাটায় রাত।


একটু ভালোবাসা চায় তারা,
আর দুবেলা দুমুঠো ভাত।
ক্ষুধার জ্বালায় দিন কাটায়,
নিদ্রাহীন থাকে সারা রাত।


রাতের বেলায় থাকে তারা,
রাস্তার দু'পাশে পড়ে।
ঝড়, বর্ষায় ভেজে তারা,
না খেতে পেয়ে মরে।


✠ ০২ ✠


মানুষ জাতি বড়ই নির্মম,
ভালবাসেনা গরিব মানুষকে।
গরিব নাকি দেশের বোঝা,
ঘৃণা কর সবাই তাদেরকে।


একটু যদি সাহায্য করো,
দেশের এই গরিব মানুষদেরকে।
দুবেলা দুমুঠো খেতে পেলে,
আশীর্বাদ করবে সবাই তোমাকে।


হাতে হাত রেখে এস সবাই,
গরিবদের সাহায্য করি।
গরিব যদি না থাকে দেশে,
তাহলে দেশেরই হবে উন্নতি।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 10 months ago 

দাদা আপনি এই দুটি অনু কবিতার মাঝে বর্তমানের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সত্যি বলেছেন আজকাল ধনীরা গরীবদেরকে দেশের বোঝা ভাবে। দাদা আজকে আপনার স্বরচিত দুটো অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জনসচেতন মূলক অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই উদ্যোগ গ্রহণের লাইনগুলো যেখানে আপনি হাতে হাতে রেখে সবাইকে এগিয়ে আসতে বলেছেন দরিদ্র দূর করতে মানুষের দুঃখ কষ্ট দূর করে অসহায় গরিবদের সহায়তা প্রদান করার আশ্বাস নিয়ে এগিয়ে আসার অনুভূতি ব্যক্ত করেছেন দেখে।

 10 months ago 

ভাইয়া একদম ঠিক বলেছেন দেশের জনবল যদি দুর্বল হয় তাহলে আমরা কখনোই এই উন্নতির মুখ দেখতে পাবো না। যাই হোক আপনার অনু কবিতা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আপনি আজকেও খুব সুন্দর দুটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

দাদা আপনি চমৎকার কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন।সত্যি এই দুটো কবিতা বাস্তবতার সাথে মিলে গেছে। বর্তমান যুগ এমনেই চলতেছে।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আশা করি দাদা ভালো আছেন? আজ বেশ সুন্দর অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অণু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। দাদা আপনি কবিতার ছন্দে সমাজের কিছু নিরীহ গরিব মানুষের প্রকৃত চিত্র তুলে ধরেছেন‌। আসলে আমাদের সমাজে কেউ গরিব মানুষকে ভালোবাসে না । তাদেরকে সহযোগিতা করে না। গরিব মানুষকে দেশের বোঝা মনে করে। তাদেরকে সহযোগিতা করে সমৃদ্ধি করতে চায় না। এত সুন্দর অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59928.39
ETH 2649.32
USDT 1.00
SBD 2.42