জীবনের অন্তিম সময়ে।

in আমার বাংলা ব্লগ6 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনের অন্তিম সময় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে মানুষ জন্মগ্রহণ যখনই করে তখন থেকে তার সময় কমতে থাকে। আসলে মানুষের আয়ু কখনোই বাড়ে না। এই পৃথিবীতে সে যতটা সময় নিয়ে এসেছে তাকে ঠিক ততটা সময়েই পৃথিবীতে থাকতে হবে। তার একটুও বেশি সময় সেই পৃথিবীতে পাবেনা। আর এই অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। এছাড়া বিভিন্ন মানুষের সাথে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ি। আমাদের যতই বয়স বাড়তে থাকে ততই যেন মনে হয় যে এই কদিন আগেই নাকি আমরা ছোট ছিলাম। আসলে সময়টা মনে হয় এত দ্রুত চলে যায় আমাদের জীবন থেকে তা আমরা কখনোই বুঝতে পারিনা। আসলে কাজকর্মের ফাঁকে আমরা সময়কে কখনোই উপলব্ধি করতে পারি না। আসলে আমরা সবাই জানি যে আমাদের যখন জন্ম হয়েছে তখন আমাদের মৃত্যু অবধারিত। এই চিরন্তন সত্যকে সামনে রেখে আমরা সব সময় জীবন যুদ্ধে লিপ্ত হই।

আসলে এখানে আমি জীবন যুদ্ধ বলতে মানুষের কর্ম মুখোর জীবনের কথা উল্লেখ করেছি। পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন শুধুমাত্র মা বাবাই আমাদের সব থেকে কাছের মানুষ হয়ে থাকে। মা বাবা এই আমাদের জীবনের সবথেকে বেশি ভালোবাসা দিয়ে থাকে। একদিক থেকে যেমন আমরা বড় হই তেমনি অন্য দিক থেকে মা-বাবারও কিন্তু বয়স বাড়ে। এই মা বাবা কিন্তু আমাদের ছোট থেকে আদর যত্ন দিয়ে বড় করেন। কিন্তু যখন আমরা বুঝতে শিখি যে একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তখন থেকেই আমরা নিজেদেরকে প্রস্তুত করি। কারণ আমাদের প্রাণপ্রিয় মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমরা সব থেকে বেশি কষ্ট পাই। আসলে নিজের মৃত্যু জেনেও নিজের প্রতি এতটা কষ্ট হয় না। কিন্তু আপনজনরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় এক এক করে তখন সেই কষ্ট সত্যিই সহ্য করার মত নয়।


তবুও পৃথিবীর এই লীলা ক্ষেত্রে আমরা সবাই একে অন্যকে ভালবাসি। যদিও কোন মানুষ যখন মারা যায় তার স্মৃতি আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে। কিন্তু পৃথিবীর এই সময়ের স্রোতধারায় একদিন তারাও আমাদের জীবন থেকে মুছে যায়। আসলে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। যে ব্যক্তিটা তোমার সামনে সব সময় থাকবে সে যদি পৃথিবী থেকে চলে যায় তার স্মৃতি তোমার জীবনে অনেকটা বেশি মনে থাকবে। আসলে মা বাবারাই পৃথিবীতে সব থেকে বেশি আমাদের ভালোবাসা এবং আমাদের সাথে তারাই সবথেকে বেশি সময় কাটিয়েছে। এছাড়াও প্রতিটি সুখ দুঃখের সঙ্গী ছিল তারা। তাইতো তাদের স্মৃতি আমাদের সারা জীবন মনে থাকে।


আসলে পৃথিবীতে যখন আমরা বড় হয়ে উঠি তখন বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন লোকেদের সাথে আমাদের পরিচয় হয়। আসলে পরিচয় যতটা বাড়ে তাদের প্রতি ভালবাসার টানও ততটা বাড়ে। তাই একটা সময় দেখতে দেখতে এইসব পরিচিত মুখগুলো পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। একসময় পৃথিবীতে নিজেকে পুরোটা একা মনে হয়। আসলে একা মনে হওয়ার প্রধান কারণ হলো আমাদেরও কিন্তু তখন চলে যাওয়ার সময় এসে যায়। আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তার আগের মুহূর্ত অব্দি আমাদের পুরো স্মৃতির পাতা একদম শূন্য হয়ে যায়। কারণ এই সময় আমাদের বহু পরিচিত মুখ এবং বহু প্রিয়জন এই পৃথিবী থেকে আমাদের আগে বিদায় নিয়ে নিয়েছে।


এ সময় মনে হয় আমরা পৃথিবীতে যেমন শূন্য হাতে এসেছিলাম তেমনি আমরাও শূন্য হাতে এই পৃথিবী ছেড়ে চলে যাব। আসলে মনে হয় যে আমরা এই অল্প সময়ে পৃথিবীতে বিভিন্ন মানুষের সাথে অভিনয় করি। প্রতিটা অভিনয়ের যেমন শেষ হয় তেমনি আমাদের জীবনেরও এই অভিনয়ের শেষ রয়েছে। এক সময় আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাই আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কিছুদিন আমাদের হয়তোবা মনে রাখবে। এছাড়াও একই রকম আমাদের সন্তানেরা আমাদের কিছুটা সময় মনে রাখবে। এরপর কালাক্রমে একদিন আমাদের সন্তানরাও আমাদের ভুলে যাবে। তেমনি কথায় আছে না, তুমি পৃথিবীতে কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে। আসলে সত্যিই আমরা পৃথিবীতে কিছুই নিয়ে আসি না এবং যাবার সময় কিছুই নিয়ে যেতে পারি না। আর এই অল্প সময়ে যদি আমরা কোন ভালো কাজ করি তাহলে হয়তোবা আমাদের স্মৃতিটুকু পৃথিবীতে থেকে যায়।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44