জীবনের উদ্দেশ্য। কবিতা নং :- ১০৮
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমাদের জীবনের উদ্দেশ্য একটি মাত্র নয়। এই পৃথিবীতে আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করি। আসলে পৃথিবীতে যদি কেউ একটি মাত্র কাজ করে যায় তাহলে সে হয়তোবা সেই কাজে সফলতা পাবে কিন্তু অন্যান্য কাজ থেকে সে অনেক বেশি পিছিয়ে পড়বে। কারণ এই পৃথিবীতে আমাদের যেমন নিজেদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় চেষ্টা করতে হবে। তেমনি অন্য দিক থেকে আমরা আমাদের জীবনের উন্নতির সাথে সাথে আমাদের আশেপাশে যেসব মানুষরা রয়েছে সেই সব মানুষদের ভালো-মন্দের দায়িত্ব কিন্তু আমাদের। কেননা আমরা বহু কাল থেকে এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করতে শিখেছি। এছাড়াও একে অন্যের সাহায্যে আমরা সব সময় এগিয়ে এসেছি। আসলে মানুষের ভিতরে যদি ভালোবাসা এবং সৌহার্দ্যবোধ না থাকে তাহলে মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক কখনো গড়ে উঠতে পারে না। এই পৃথিবীতে তাইতো আমরা সব সময় সঠিক কাজ করার জন্য চেষ্টা করব।
আসলে এই পৃথিবীতে এসে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাই। এই সময়ের যতটুকু আমরা সদ্ব্যবহার করি ততটুকু কিন্তু আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি। আসলে আমরা যদি এই সময়ের সৎ ব্যবহার মোটেও না করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবোনা। এই পৃথিবীতে আমরা বহু লোককে দেখেছি যারা কখনো সময়ের মূল্য সঠিকভাবে না দিয়ে জীবনে একদম উচু স্তর থেকে নিচু স্তরে নেমে গেছে। আসলে জীবনে সবাইকেই সময়ের মূল্য সঠিক ভাবে দিতে হবে। কারণ সময় এমন এক অমূল্য জিনিস যা একবার চলে গেলে আপনি কখনোই সেই সময়টা আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। আসলে এজন্য আমরা পৃথিবীতে যাই করি না কেন সকল কাজ সময় মত করার চেষ্টা করব। আসলে আমরা দেখতে পারি যে বিভিন্ন মনীষীরা যারা জীবনের সময়ের মূল্য সঠিক ভাবে দিয়ে আজ পৃথিবীতে তাদের বিভিন্ন ভালো কাজ কর্মের জন্য তারা আজ বেঁচে আছে।
আসলে আমরা সবাই মিলেমিশে এই পৃথিবীতে বসবাস করবো এবং একে অন্যের সাহায্যে সব সময় এগিয়ে আসবো। এছাড়াও কেউ যদি কোন বিপদে পড়ে তাহলে আমরা সবাই মিলে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। আসলে আমাদের জীবনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জন করা নয়। নিজেকে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আর এজন্য আমরা সব সময় বিভিন্ন খারাপ লোকেরদের থেকে দূরে থাকব। কারণ এই পৃথিবীতে যারা খারাপ লোক রয়েছে তারা কিন্তু কখনো অন্য কারো ভালো চায়না। যদি এই খারাপ লোকেরা সুযোগ পায় তখন তারা কিন্তু অন্যের ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করে। আসলে এভাবে আমরা সবাই মিলে সমাজে বসবাস করতে চেষ্টা করব এবং খারাপ লোকরা যাতে আমাদের ক্ষতি না করতে পারে এজন্য খারাপ লোকেদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো।
✠ জীবনের উদ্দেশ্য ✠
আনন্দ উল্লাসে জীবনটা যদি,
আমরা আবেগে নষ্ট করে ফেলি।
এই জীবনটা আর ফিরে আসবেনা,
শুধু শুধু নষ্ট হবে দিনগুলি।
জীবন থেকে সময় একবার গেলে,
সে সময় ফিরবে না আর কখনো।
সময়ের জন্য যতই কান্নাকাটি কর,
তখন বুঝবে সময়ের কত মূল্য।
অনেক কিছু করতে হবে জীবনে,
জীবনটা আমাদের খুবই ছোট।
তাইতো সময়ের সঠিক ব্যবহার করে,
তারপর বিভিন্ন আনন্দ উল্লাসে মাতো।
ভালো কাজ না করলে পৃথিবীতে,
কেহ তোমাকে কখনো চিনবে না।
শুধুই তোমার জন্য করে গেলে,
স্বার্থপর ছাড়া তোমায় কিছু বলবে না।
নিজের পরিবারের পাশাপাশি অন্যদের,
উপকারের জন্য চেষ্টা করতে হবে।
মানুষের উপকার করলে পরে,
তখন তুমি আনন্দ পাবে জীবনে।
সবাইকে নিয়ে সামনে এগোতে হবে,
কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না।
সবাই মিলে কাজ করলে পরে,
সেই কাজ আর কঠিন হবে না।
খারাপ লোকেদেরকে কেউ ভালবাসে না,
তাদের সবাই মন থেকে ঘৃণা করে।
তাইতো খারাপ মন মানসিকতার ছেড়ে,
সবাইকে এই পৃথিবীতে ভালো হতে হবে।
জীবনে বেঁচে থাকার জন্য সংগ্রাম লড়াই,
এই সব কিছু নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
যদি আমরা জীবনে থমকে যাই একবার,
তাহলে আমরা সর্বদাই পিছনে পড়ে রবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
দারুন ছিল দাদা। কবিতার মাঝেও আপনি কিন্তু বেশ দারুন কিছু মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আজকের কবিতার প্রতিটি কথাই কিন্তু বেশ মূল্যবান। ধন্যবাদ সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আমি প্রায় খেয়াল করে থাকি আপনি আমাদের মাঝে বেশ সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। আর আপনারা লেখা কবিতা গুলো বেশ জনসচেতনামূলক হয়ে থাকে। ঠিক তেমনি আজকে একটা অসাধারণ কবিতা লিখে শেয়ার করেছেন যে কবিতাটা আবৃত্তি করতে আমার অনেক অনেক ভালো লাগলো।
মানুষের জীবনে ভালো কাজ করার কোন বিকল্প নেই। আমি ভালো কিছু করলে যেমন সবাই আমাকে মাথায় করে রাখবে একইভাবে আমি কিছু না করতে পারলে আমাকে কেউ চিনবেও না। সুতরাং এক্ষেত্রে নিজের পরিচয় নিজেকেই তৈরি করে নিতে হবে। আর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের কর্তব্য। অথচ এটা এখন আমরা সবাই ভুলতে বসেছি। দারুণ লিখেছেন কবিতা টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।