জীবনে অবশ্যই বন্ধুর প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনে অবশ্যই বন্ধুর প্রয়োজন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



এই পৃথিবীতে এমন একজন মানুষ যে মানুষটি আমাদের সাথে থাকলে আমাদের সকল দুঃখ, কষ্ট, ব্যাথা-বেদনা সবকিছু নিমিষেই ভুলে যায়। এছাড়াও আমাদের বিপদের মুহূর্তে আমরা এই মানুষটিকে কাছে পেলে আমাদের জীবন থেকে সেই বিপদে সময়টি কেটে যায়। জীবনে তাদের অনুপস্থিতিতে আমরা সব সময় কষ্ট পাই এবং কখন সেই মানুষটির দেখা পাব সেজন্য ব্যাকুল হয়ে থাকি। আমি আজ যে মানুষটিকে নিয়ে কথা বলতে চাচ্ছি সেই মানুষটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ সেই মানুষটি আর কেউই নয়, সেই মানুষটি হলো আমাদের প্রাণপ্রিয় বন্ধু। আর এই পৃথিবীতে বন্ধুহীন মানুষ জীবনে কখনো আনন্দ উল্লাসে সময় কাটাতে পারে না।


প্রতিটি মানুষের জীবনে এই বন্ধুর অবশ্যই দরকার। আসলে আমরা শৈশব কাল থেকে বিভিন্ন ধরনের বন্ধুর সাথে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি এবং শেষ বয়স অবধি আমাদের এই বন্ধু সারা জীবন আমাদের পাশে থেকে যায়। আসলে ছোটবেলায় যেসব বন্ধু হয় তারা কিন্তু আমাদের জীবনেও অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে বন্ধু যখন কোন বিপদে পড়ে তখন একজন বন্ধু হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য যে সেই বন্ধুটিকে সেই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করা। আসলে শৈশবকালের বন্ধুগুলোকে আমরা না চাইলেও কখনো ভুলে যেতে পারি না। কারণ শৈশবকালের কাটানো তাদের সাথে সময় গুলো অনেক বেশি মধুর হয়ে থাকে।

আসলে এখনকার সময়ে আগেরকার মত অত বন্ধুবান্ধব হয়তোবা তৈরি হয় না। কারন আমরা যখন ছোট ছিলাম তখন ইস্কুলের পাশাপাশি বিকেল বেলাতে বন্ধুবান্ধব মিলে মাঠে গিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। এছাড়াও বর্তমান সময়ে এইসব বাচ্চারা কিন্তু এখন আর মাঠে এসে খেলাধুলা করতে যায় না। এখনকার বাচ্চারা কেমন যেন অনেকটা আত্মনির্ভরশীল হয়ে চলাচল করতে পছন্দ করেন। কিন্তু তারা হয়তোবা সঠিক বন্ধু গুরুত্ব এবং মর্ম কখনোই বুঝতে পারে না। শৈশবকালের বন্ধুর পর যখন আমরা স্কুলে উঠি তখন থেকে আমাদের আরও নতুন নতুন অনেক বন্ধুর সাথে পরিচয় হয় এবং স্কুলের সময়গুলোতে আমরা তাদের সাথে একই সাথে স্কুলে যাই এবং বিভিন্ন ধরনের গল্পে সবসময় মেতে থাকি।

আসলে একটা সময়ে আমাদের নতুন নতুন বন্ধুর সাথে পরিচিত হই। এছাড়াও আমরা যখন স্কুল থেকে আবার কলেজে পদার্পণ করি এবং কলেজ থেকে আবার উচ্চ শিক্ষার জন্য বাইরে যাই তখন এক এক সময় আমাদের জীবনে এক এক ধরনের বন্ধু প্রবেশ ঘটে। আসলে আমার কাছে কিন্তু সব বন্ধুই সমান। আর এইসব বন্ধুরা আমরা যখন কোন কষ্টে থাকি অথবা কোন কাজে হেরে যাই তখন কিন্তু এই বন্ধুরা আমাদের কাছে এসে আমাদের মনোবল বৃদ্ধি করে এবং সেই কাজটি করার জন্য পুনরায় আমাদের আগ্রহী করে তোলে। আসলে পৃথিবীতে এমন কোন কষ্ট নেই যা এই বন্ধুরা নিমিষেই দূর করে দিতে পারে। আমার কাছে তো মনে হয় বন্ধু একটা ম্যাজিশিয়ান এর মত। যে ম্যাজিসিয়ান নিমিষেই আমাদের সকল দুঃখ কষ্টকে দূর করে দেয়।


এছাড়াও জীবনে কিন্তু ভালো বন্ধুর অবশ্যই দরকার কিন্তু আমরা যদি কখনো খারাপ বন্ধুর প্রলোভনে অর্থাৎ জীবনে খারাপ বন্ধু তৈরি করি তাহলে হয়তোবা আমাদের জীবনে কখনো উন্নতি আসবেনা। কারণ এই খারাপ বন্ধুরা জীবনেও অন্য কোন বন্ধু যে ভালো কোন কিছু করুক তা কখনোই চায়না। তারা সব সময় চেষ্টা করে যে কি করে বন্ধুদের ক্ষতি করা যায়। তাইতো খারাপ বন্ধু থাকার চেয়ে বন্ধু না থাকাই জীবনে অনেক ভালো। কিন্তু আমাদের জীবনে অবশ্যই একজন ভালো বন্ধুর দরকার। এছাড়াও এই বন্ধুরা কিন্তু অন্য কোন বন্ধুর জন্য তাদের জীবন পর্যন্ত দিতে পারে। কারণ বন্ধু নামের মাধুর্য এবং গভীরতা এতটাই বেশি যে এই বন্ধুত্বের সম্পর্কটা যদি মধুর হয় তাহলে জীবনে কখনো আমরা কখনো কোন কারণে কষ্ট পাবো না।


আর এজন্য আমাদের সঠিক বন্ধু নির্বাচন করা অবশ্যই দরকার। এছাড়াও একটা বন্ধুর যাতে কোন ক্ষতি না হয় সেদিকে আমাদের বিশেষ ভাবে নজর রাখতে হবে। আর আমরা যদি বুঝতে পারি যে বন্ধুর কোন কারনে কোন ক্ষতি হতে চলছে তার আগে থেকেই আমরা সেই সকল খারাপ দিকগুলো তাদের সংস্পর্শে আসতে দেব না। যদিও বন্ধু কিন্তু আমাদের মায়ের পেটের ভাই নয়। তবুও এই বন্ধুরা মায়ের পেটের ভাইয়ের থেকেও অনেক বেশি উপকার আমাদের করে থাকে এবং সাহায্যও করে থাকে। তাইতো জীবনের যতই উন্নতির দিকে আমরা এগিয়ে যাই না কেন অথবা যতই উঁচু স্তরে পৌঁছে যাই না কেন আমরা কিন্তু আমাদের সেই পুরনো বন্ধুকে কখনো ভুলে যেতে পারব না। আর যদি কোন সুযোগ হয় তখন আমরা সেসব বন্ধুদের উপকার করবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 months ago 

এই পৃথিবীতে বন্ধুহীন মানুষ জীবনে কখনো আনন্দ উল্লাসে সময় কাটাতে পারে না।

একদমই ঠিক বলেছেন ভাই। বন্ধু আমাদের ভাই না হলেও কোন অংশে কম না।‌ আপনার পোস্ট পরে ভীষণ ভালো লাগলো। চমৎকার ভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করেছেন। তবে বর্তমানে সময়ে এমন বন্ধু পাওয়া যায় না। টাকা থাকলেই বন্ধু পাওয়া যায়। আর না থাকলে পাওয়া যায় না। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রতিটি মানুষের জীবনে একজন হলেও বিশ্বস্ত বন্ধু দরকার। একজন বন্ধু মানুষ আরেকজন বন্ধুর সব সময় পাশে থাকলে জীবন অনেক বেশি সুন্দর হবে। জীবনে ভালো বন্ধু থাকলে জীবন অনেক বেশি সুখের হয়। একজন বন্ধুই‌ পারে অপর এক বন্ধুর জীবন সুন্দর করতে।

 4 months ago 

জীবনে আনন্দ হাসি খুশির জন্য অবশ্যই বন্ধু প্রয়োজন রয়েছে। যার জীবনে বন্ধু নেই সে কখনোই জীবনের আনন্দ হাসি উল্লাসের মুহূর্তগুলো উপভোগ করতে পারবেনা। আসলে জীবনে অনেক আনন্দময় মুহূর্ত আমরা এই বন্ধুদের সাথে পার করে থাকি বন্ধু সারা জীবন যেন আনন্দ খুঁজে পাওয়া যায় না। তাই জীবনে প্রতিটা ক্ষেত্রে বন্ধুর প্রয়োজন রয়েছে। আর বন্ধুরা এমন ভাবে জীবনের সাথে জড়িয়ে থাকে যেন বন্ধু সারা জীবন চলে না।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদের সবার জীবনে বন্ধু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুহীন মানুষ কখনো আনন্দে‌ সময় কাটাতে পারেনা। তবে আমাদের জীবনে একজন ভালো বন্ধুর প্রয়োজন। খারাপ অনেক বন্ধু থাকার চেয়ে একজন ভালো বন্ধু থাকা অনেক বেশি প্রয়োজন। খারাপ বন্ধুর কারণে আমাদের জীবনে কোন উন্নতি হয় না। অপরদিকে ভালো বন্ধু আমাদের জীবনের সবকিছুতেই কমবেশি অবদান রাখে। তবে বর্তমানে এই স্বার্থের পৃথিবীতে একজন ভালো বন্ধু পাওয়া সহজ কথা নয়। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 4 months ago 

অনেক সময় বন্ধু মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি কিছু করে। প্রকৃত বন্ধুর ব‍্যাপার টাই আলাদা হয় অন‍্যরকম হয়। কিন্তু বর্তমানে বন্ধুত্বের অস্তিত্ব পাওয়া যায় শুধু ফেসবুক স্ট‍্যাটাসে আর বার্থডে উইস এর সময়। বিপদে পড়লে কতজন এগিয়ে আসবে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপনার লেখাগুলো সুন্দর ছিল দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। বন্ধু জীবনের অবিচ্ছেদ‍্য একটা অংশ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাদের প্রত্যেকের জীবনেই বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেকটা মানুষের জীবনে প্রকৃত বন্ধু থাকা সব থেকে বেশি প্রয়োজনীয়। একজন মানুষের জীবনে যদি বন্ধু না থাকে তাহলে জীবনটাই তো অসম্পূর্ণ। আমরা যেখানেই যাই সেখানেই হয়তো এরকম অনেক বন্ধু হয় আমাদের। কিন্তু যারা আমাদের প্রয়োজনে আমাদের পাশে থাকে এমনকি সবসময় আমাদের পাশেই থাকে ঐরকম বন্ধু থাকাই বেশি প্রয়োজনীয়। আপনি অনেক সুন্দর করে এই লেখাটা লিখেছেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 4 months ago 

আপনি ঠিক বলছেন ভাই জীবনে বন্ধু না থাকলে অনেক সমস্যা। তবে ছোট বেলার বন্ধু গুলো আমাদের জন্য বেস্ট। আপনি এটা ঠিক বলছেন বন্ধু যদি বন্ধুর বিপদে না আসে তাহলে সে বন্ধুর খাতায় আসতে পারে না। কিছু বন্ধু রয়েছে যারা তার কোন সফলতা দেখতে পাই না। আসলে এমন বন্ধু থাকার চেয়ে না থাকায় ভালো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আগেকার মতন এখন বন্ধু তৈরি হয় না। এখন বন্ধুত্ব হয় স্বার্থ দেখে।স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। আগেকার সময় বন্ধুত্ব ছিল। বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে দেবে।জীবনে সুখ দুঃখের সময় একটা বন্ধু প্রয়োজন। যাকে নিজের মনের কথাগুলো নিমিষে বলা যায়। দিনশেষে মানুষ হাজারো কষ্টের মধ্যে থাকে, তার কষ্টটা হালকা হয় তার বন্ধু পাশে থাকলে।পুরনো বন্ধুকে কখনোই ভুলা যায় না।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম ঠিক বলেছেন দাদা জীবনে অবশ্যই বন্ধুর প্রয়োজন।সত্যি বলতে যার বন্ধু নেই তার মত হতভাগা আর নেই। কারণ জীবনে একটা বন্ধু থাকলে সুখ দুঃখ হলেও অন্তত শেয়ার করা যায়। যাইহোক দারুন একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71