সময়ের পার্থক্যে মানুষের পরিবর্তন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সময়ের পার্থক্যে মানুষের পরিবর্তন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে পৃথিবীতে মানুষের সৃষ্টিলগ্ন থেকে আমরা জানতে পারি যে মানুষ সৃষ্টির সেরা জীব। আসলে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষের বুদ্ধিমত্তা অনেক বেশি। এছাড়াও মানুষ একে অপরের সাহায্যে সবসময় এগিয়ে আসে এবং মানুষ একসাথে দলবদ্ধ ভাবে বসবাস করে। এছাড়াও শুধুমাত্র বুদ্ধিমত্তা নয়, মানুষের মনের ভিতর দয়া, মায়া ইত্যাদি মনোভাব রয়েছে বিধায় মানুষ এখনো একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসে। এছাড়াও মানুষ মানুষকে ভালবাসতে পারে যেটা অন্যান্য প্রাণীও কিন্তু ততটা মানুষের মত পারে না। পূর্বে এই মানুষ তাদের জীবন রক্ষার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করতো। কিন্তু কখনো তারা একে অন্যের ক্ষতি করত না।
কিন্তু বর্তমান সময়ে মানুষ আর আগের মত মানুষ নেই। মানুষ তার আজ সেই সৃষ্টির সেরা জীব নামটি এই পৃথিবী থেকে মুছে ফেলছে দিন দিন। আসলে এ মুছে যাওয়ার পেছনে অনেক কারণও কিন্তু রয়েছে। সবচেয়ে এর ভিতরে প্রধান কারণ হলো মানুষে মানুষে হিংসা। পূর্বে যেমন মানুষ তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একসাথে দলবদ্ধ ভাবে বসবাস করত। কিন্তু বর্তমান সময়ে মানুষ অন্য মানুষেরকে কিভাবে ক্ষতি করে নিজের উন্নতি সাধন করবে এই চেষ্টায় সব সময় লেগে থাকে। আসলে সমাজে কেউ যদি ভালো কাজ করে উপরের দিকে উঠতে চায় তখন খারাপ মানুষগুলো তাদের সবসময় পিছনে টেনে রাখে।
আপনি একটা জিনিস কি কখনো খেয়াল করে দেখেছেন। পূর্বে কখনো কোন মানুষ বিপদে পড়লে অন্যান্য সব মানুষ দলবদ্ধভাবে এসে সেই মানুষকে বিপদ থেকে রক্ষা করতো। এছাড়াও তাদের কোন সুবিধা অসুবিধা হলে সব সময় একে অন্যের সাহায্য করত। তখনকার মানুষের ভিতরে চাহিদা বোধ অতটা ছিল না। এছাড়াও তারা এখনকার মত এত সুন্দর জীবন যাপন করার জন্য তেমন কোনো মানসিকতা ছিল না। শুধুমাত্র তাদের উদ্দেশ্যে ছিল কিভাবে তারা সঠিকভাবে দিন যাপন করতে পারে এবং একে অন্যের সাহায্যে কিভাবে তারা সবসময় এগিয়ে আসতে পারে। কিন্তু এখন দিন পাল্টে গেছে। সময়ের সাথে সাথে মানুষের মনও পরিবর্তন হয়েছে অনেকটা।
আসলে সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকেও অবশ্যই পরিবর্তন করতে হয়। কিন্তু সেই পরিবর্তনের ফলে যে আমাদের দ্বারা অন্যের ক্ষতি হবে এমন কোন পরিবর্তন আনা মোটেও উচিত নয়। আসলে নিজেদের এমন ভাবে পরিবর্তন করতে হবে যে যাতে সমাজ এবং দেশের উন্নতি সাধন হয়। কিন্তু বর্তমানে মানুষের পরিবর্তন হচ্ছে এমন ভাবে যাতে দেশ এবং সমাজের দুটোরই ক্ষতিসাধন হয়। আসলে এসব ব্যক্তিরা কখনোই চায় না যে তাদের দ্বারা সমাজের সামান্য টুকু উপকার হোক। এছাড়া কখনো তারা একে অন্যের সাহায্যে এগিয়ে আসে না। বরং একে অন্যকে কিভাবে বিপদে ফেলতে পারে সেই চেষ্টা করে সব সময়। আসলে এর ফলে আমরা সবসময় সেই পশুর মত আচরণের পরিচয় আমরা মানুষরা দিয়ে থাকছি এখনকার সময়।
একটা জিনিস আগেরকার মানুষের ভিতরে যেমন সহানুভূতি ছিল। কিন্তু এখনকার মানুষের ভিতরে আর সহানুভূতি মোটেও নেই। কোন এক ব্যক্তি যদি রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে অন্য ব্যক্তিরা সেই ব্যক্তিকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু তাদের সাহায্যে কারো একটু এগিয়ে আসার মত সময় হয় না। আসলে এখন বর্তমান সময়ে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা এতটাই বেশি যে মানুষ এই ভালো মানুষকে খুঁজতে আর কখনোই চেষ্টা করে না। কারন পৃথিবীতে ১০০ ভাগ লোকের ভিতরে প্রায় ৯৯ ভাগ লোকই কিন্তু খারাপ। আর এই জন্যই তাদের মনে সব সময় সন্দেহ থাকে যে লোকটাকে সে সাহায্য করবে সেই লোকটা যদি খারাপ হয় তাহলে উল্টে তার ক্ষতি হবে।
আসলে এভাবে চলতে থাকলে এক সময় দেশ সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এছাড়া এখনকার সময়ের বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ সবসময় লেগেই রয়েছে। মানুষ আর কখনোই চায়না যে তারা সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করবে। আর একটা জিনিস আমার সব সময় আশ্চর্য লাগে যে এই পৃথিবীতে সব মানুষই কিন্তু সমান। কিন্তু মানুষ কেন তাদের বসবাসের জন্য তাদের এই পৃথিবীতে জমি ভাগ করে নিতে হয়। আসলে আমার মতে পৃথিবীতে দেশ কিন্তু একটাই হওয়া উচিত। এই যে আমরা বিভিন্ন দেশে বসবাস করি আসলে এর ফলে কিন্তু আমরা এক দেশ অন্য দেশকে দখলের জন্য বিভিন্ন যুদ্ধ করে থাকি সবসময়। আসলে এর ফলে কখনোই শান্তি সৃষ্টি হয় না। বরং এর ফলে সব সময় দেশে অরাজগত সৃষ্টি হয়।
তাইতো আমাদের সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে একসাথে বসবাস করতে হবে এবং সবাইকে মন দিয়ে ভালবাসতে হবে। আসলে এভাবে চলতে থাকলে কিন্তু এই পৃথিবী থেকে আমাদের এই মানুষ নামটি একবারে উঠে যাবে। এছাড়াও এই দেশে দেশে লড়াই এটা কিন্তু মোটেও ভালো নয়। তাই আমরা এই পৃথিবীতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য একে অপরের সাহায্যে সবসময় এগিয়ে আসব। এছাড়া একে অপরের সাহায্যে সব সময় আমাদের সতর্ক থাকতে হবে এবং সাহায্য করতে হবে। এছাড়াও আমরা যদি মানুষকে ভালো না বাসি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে এসব হিংসা বিদ্বেষ শিখতে চেষ্টা করবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
দাদা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার কথার সাথে আমি একদম একমত সময়ের পার্থক্য মানুষের পরিবর্তন করে। আসলে আমাদের চিন্তাভাবনা সময়ের সাথে সাথে একেক সময়ে একেক রকম হয়। ঠিক বলেছেন দাদা আপনি আমাদের সব হিসাব-নিকাশ ভুলে গিয়ে সবাইকে একসাথে বসবাস করতে হবে এটাই সব থেকে বড় হিসাব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
যতই দিন যাচ্ছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে মানুষ জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে একসময়। একটা সময়ে মানুষ মানুষের প্রতি অনেক সহানুভূতিশীল ছিল। কিন্তু ক্রমেই মানুষ একে অপর কে হিংসা করা শুরু করেছে। যেটা একেবারেই অনাকাঙ্খিত। চমৎকার লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।