অনু-কবিতা :- ৪৫steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আমাদের এই পৃথিবীটাই হলো একটা বড় কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে সব সময় আমাদের নিয়োজিত রাখতে হবে। আসলে ভালো কাজের মাধ্যমে আমাদের মন সবসময় কিন্তু ভালো থাকে। আপনি সারাদিন খারাপ কাজ করলেন তবুও আপনার মন কখনোই ভালো থাকবে না। কিন্তু সারাদিনই যদি আপনি একটা ভালো কাজ করতে পারেন তাহলে সেই কাজের কথা আপনার আজীবন মনে থাকবে এবং এই ভালো কাজের দ্বারা যারা উপকৃত হবে তাদেরও আপনার কথা সারা জীবন মনে থাকবে। তাই এই পৃথিবীতে মরেও বেঁচে থাকা যায় একমাত্র কাজের মাধ্যমে। কারণ আপনাকে কেউ মনে রাখবে না। আর যদি আপনাকে মনে রাখতে হয় তাহলে আপনার ভালো কাজের মাধ্যমে আপনাকে সবাই মনে রাখবে।



এই পৃথিবীতে বহু মনীষীরা আজও বেঁচে আছেন তাদের ভালো কাজের দ্বারা। এসব মনীষীরা যেসব কর্মকাণ্ড করে গেছে এই পৃথিবীতে তাদের দ্বারা মানুষ আজও কিন্তু উপকৃত হচ্ছে। আবার এমন মানুষ আছে যাদেরও মনে রাখে এই পৃথিবী। তারা হলো খারাপ মানুষ। অর্থাৎ কোন খারাপ মানুষ তার খারাপ কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু সেই বাঁচা মহৎ নয়। সেই বাঁচা হল ঘৃণায় বেঁচে থাকা। আর পৃথিবীর সব লোক তাদের সব সময় ঘৃণা করে তাদের এই খারাপ কর্মের জন্য। আসলে খারাপ কর্মের মাধ্যমে বেঁচে থাকা কিন্তু খুবই সহজ। কিন্তু ভালো কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন।



একটা জিনিস ভালো কাজ কখনোই কিন্তু সহজ হয় না। আর ভালো কাজের মাধ্যমে কোন কিছু অর্জন করা খুবই কঠিন হয়। আর এই ভালো কাজের জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। আসলে খারাপ কর্মের মাধ্যমে বেঁচে থাকা খুবই সহজ। এই খারাপ কর্মের মাধ্যমে আপনি সহজেই ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু সেই বেঁচে থাকা কখনোই কিন্তু ভালো নয়। আপনি ধরুন না, একটা কাজকে দুই রকম ভাবে সমাধান করা যায়। একটি হলো ভালো পথ অবলম্বন করে সেই কাজটি সমাধান করা এবং আরেকটি হলো খারাপ পথ অবলম্বন করে সেই কাজটি সমাধান করা। যদিও ভাল কাজ করে কোন কিছুকে সমাধান করতে হলে সেটি অনেক বেশি কঠিন হয়। কিন্তু খারাপ কাজের মাধ্যমে কোন কিছুকে সমাধান করতে খুবই সহজ হয়।


আসলে পৃথিবীতে সব কিছুই কিন্তু অনেক সহজ। আবার সবকিছুই কিন্তু অনেক কঠিন। কিন্তু এই সহজ কঠিন এর মাঝখানে আপনাদেরকে ভালো কর্ম সব সময় করে যেতে হবে। আসলে মানুষ কখনোই মানুষকে মনে রাখেনা। এই পৃথিবীতে অনেক লোক আছেন আবার অনেক লোক মারা গেছেন। কিন্তু সবাই কিন্তু এই পৃথিবীতে স্মরণীয় হয়ে উঠতে পারেনা। শুধুমাত্র স্মরণীয় হয়ে ওঠার একটি মাত্র পথ হল অন্যের উপকারে ভালো কাজ সবসময় করে যাওয়া। আসলে সবার দ্বারা সব সময় ভালো কাজ কখনোই সম্ভব হয় না। যেসব মানুষেরা সব সময় ভালো কাজ করতে চেষ্টা করে কিন্তু কখনো কখনো তাদের সামান্য ভুলের কারণে কোন ভাল কাজ করতে গিয়ে সেই কাজটি খারাপ হয়ে যায়। কিন্তু অনেক ভালো কাজ করতে গিয়ে যদি একটা খারাপ কাজ হয়ে যায় তাহলে সেই কাজে জন্য আমাদের মাশুল গুনতে হয়। আসলে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের অবশ্যই সব সময় ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে।


✠ ০১ ✠


কাজ কর ভাই কাজ কর,
ফলের আশা কখনো করোনা।
ফলের আশা করলে পরে,
সেই কাজ কখনো হবে না।


সৎভাবে ভাই কাজ করলে,
সেই কাজ অনেক কঠিন হয়।
অসৎভাবে কাজ করলে পরে,
কাজটা অনেক সহজ হয়।


দ্রুত কাজের আশায়রে ভাই,
অসৎ পথ অবলম্বন করো না।
অসৎ পথের কাজ মিঠা হয় না,
এর ফলও ভালো হয় না।


✠ ০২ ✠


সৎ পথে কাজ কঠিন হলেও,
এর ফল অনেক ভালো হয়।
মানুষের মাঝেও বেঁচে থাকবে,
ভালোবাসবে সবাই তোমায়।


কাজ কখনোই ছোট হয় না,
সকল কাজই কিন্তু সমান।
কাজের কাছে সকল মানুষ,
হয় না তো কখনোই অসমান।


এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে,
ভালো কাজ করতে হবে সব সময়।
মরে গেলেও তোমার নাম,
থাকবে সব সময় আজীবন কাল।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 10 months ago 

দাদা আপনার লেখা দুটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে দুই নাম্বার অণু কবিতাটি সত্যি দারুন হয়েছে। আসলে সৎ পথে কাজের ফল সবসময়ের জন্য প্রশংসনীয় এবং স্থায়ী হয়।

 10 months ago 

দাদা আপনি বেশ দারুণ একটি কথা বলেছেন আমাদের সবাইকে কাজ করে যাতে যেতে হবে কিন্তু ফলের আশা করা যাবে না। আমাদের সবাইকে নিষ্কাম কর্ম করতে হবে। আপনার প্রতিটি অনু কবিতায় পড়ে অনেক বেশি ভালো লাগলো দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে একটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজকে আমাদের মাঝে কবিতাটি দুইটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। ঠিক বলেছেন দাদা আপনি সৎ পথে কাজ কঠিন হলেও এর ফল অনেক ভালো হয়। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

কঠিন ঠিক বলেছেন পৃথিবীর সকল কর্মই সহজ আবার সকল কর্মই কঠিন। আর আমাদের কোন কিছু পেতে হলে বা সাফল্য লাভ করতে হলে উত্তম সাহস ও লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে। সবগুলো কবিতা বেশ ভালো লেগেছে ভাইয়া

 10 months ago 

যেকোনো ভালো জিনিস পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর খারাপ জিনিস অতি নিমিষেই হাতের মুঠোয় চলে আসে। তবে খারাপ পথ অবলম্বন করে উপার্জন সেটি প্রকৃত উপার্জন নয়। সৎভাবে কিছু করাই জীবনের প্রকৃত সার্থকতা। আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগে। এজন্য আপনার কবিতাগুলো আমি চেষ্টা করি পড়ার। তবে আপনি বেশ ভালো লিখেন দাদা। ধন্যবাদ দাদা সুন্দর কিছু অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59085.79
ETH 2543.81
USDT 1.00
SBD 2.36