অনু-কবিতা :- ৪৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে এই পৃথিবীতে অনেক কম মানুষ লুকিয়ে আছে যারা ভালো কর্ম করে এই পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে। আসলে ভালো কর্ম সব সময় অনেক কঠিন হয়। এই ভালো কর্ম করতে হলে তাকে যেমন ধৈর্য সহকারে কাজ করতে হবে তেমনি অন্যদিকে খেয়াল রাখতে হবে যে তার কাজের ফলে কারো ক্ষতি না হয়। কিন্তু এই ভালো কর্ম যতই কঠিন হোক না কেন এই ভালো কর্মের ফল কিন্তু সব সময় মিষ্টি হয়। আসলে ভালো কর্ম করার মত মন মানসিকতা কিন্তু সবার ভেতরে থাকে না। কারণ এই পৃথিবীতে সবাই সুখ বিলাসী। তারা যত পারে কম কর্ম করে এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে চেষ্টা করে।


আপনি সাধারণত ভাবুন না, আপনাকে একটি কাজ দেয়া হলো। এই কাজের সমাধানের দুটি পথ আছে। একটি সঠিক উপায় অবলম্বন করে কাজটি করতে হবে কিন্তু সেই কাজ করা অনেক কঠিন। আর আরেকটি পথ হল সঠিক উপায় অবলম্বন না করে এই কাজটি খুব সহজেই করা যাবে। আপনি এ ধরনের কাজের অফার যদি কোন ব্যক্তিদের দিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিদের ভিতরে বেশিরভাগ লোকই এই খারাপ উপায় অবলম্বন করে কাজটিকে সহজে করার চেষ্টা করবে। কারণ তাদের উদ্দেশ্য হলো কাজটি সম্পন্ন করা। যদিও খুব কম সখ্যক লোক আছে যে এই কাজটি সঠিক উপায় অবলম্বন করে পরিশ্রম করে সেই কাজটি সম্পন্ন করবে।


আরেকটা জিনিস আপনারা হয়তোবা কখনো লক্ষ্য করেছেন যে, ভালো কর্ম করলে মন মানসিকতা সবসময় ভালো থাকে। আপনি যদি কোন খারাপ কর্ম করে থাকেন তাহলে আপনার মনের ভিতর সব সময় একটা বাজে ধারণার সৃষ্টি হবে। আসলে এই বাজে ধারণা আপনাকে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে দেবেনা। অর্থাৎ এই কাজের মাধ্যমে আপনি আপনার জীবনে এক ধ্বংসের দিক ডেকে আনবেন। আসলে মানুষ ভালো কর্ম করে দুবেলা দুমুঠো খাওয়া কিন্তু অনেক ভালো। আসলে খারাপ কর্ম করে তিন বেলা মন্ডা মিঠাই খেয়ে দিন যাপন করার ভিতরে কিন্তু প্রকৃত শান্তি নেই। কারণ আপনি যতই মন্ডা মিঠাই খান না কেন আপনার মনের ভিতরে কখনো শান্তি থাকবে না।



আসলে কর্মই কিন্তু ধর্ম। তাই ধর্মের বাণীতে বলা হয়েছে যে সব সময় সঠিক কর্ম করতে হবে। কর্ম ছোট বা বড় হোক কোন কর্মকেই কিন্তু অবহেলা করলে চলবে না। আসলে কর্মের কাছে সকল ধর্মই সমান। যে জুতা সেলাই করে তার কাছেও যেমন কর্ম ধর্ম। তেমনি অনেকে বড় বড় কোম্পানি চালায় তার কাছে কিন্তু তার কর্মই ধর্ম। আসলে কর্মের কোন জাত পাত কখনোই হয় না। জীবনে বড় হওয়ার জন্য যারা সকল কর্মকে সম্মান চোখে দেখে সেসব কর্ম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই জীবনে উন্নতি লাভ করতে পারে। আর যদি কেউ এই কাজকে বাছাই করে সামনের দিকে এগোতে থাকে তাহলে তার দ্বারা কোন কাজে কখনোই সম্পন্ন হবে না।


✠ ০১ ✠


জীবনের এই কর্ম যুদ্ধ,
হয় না তো আর শেষ।
যতই করি ততই ভাবি,
আর একটু করলেই হবে শেষ।


মরুভূমিতে জলের সন্ধানে,
ছুটতে থাকি বহুদূর।
একটু সামনে এগোলেই ভাবি,
পেয়ে গেছি সমুদ্র।


জন্মের পরে জীবনের চাকা,
চলছে অভিরাম গতিতে।
এই চাকা থামলে পরে,
হবে শেষ পরিণতি মৃত্যুতে।


✠ ০২ ✠


সবাই মিলে আজ আমরা,
একসাথে শপথ করে বলি।
ভালো কর্ম করবো সবাই,
এই বলে দিন শুরু করি।


খারাপ কর্ম করে আমরা,
জীবনের বড় হতে পারব।
সেই বড় হওয়া ক্ষণস্থায়ী,
অকালেতে ঝরে পড়বো।


ভালো কাজে কষ্ট আছে,
কিন্তু কষ্টের ফল মিষ্টি।
ভালো কাজ করলে পরে,
সবাই দেবে তোমায় সুদৃষ্টি।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 11 months ago 

এই ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন অনু কবিতা গুলো ছোট হলেও দারুন অর্থবহ। আসলে কোন কর্মই ছোট না সব কর্মকেই বড় করে দেখা উচিত। সৎভাবে যেকোনো কিছু করলে জীবনে সফলতা আসবেই। ধন্যবাদ ভাই সুন্দর কিছু অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

কর্মই ধর্ম কথাটা একেবারে ঠিক ভাই। আমাদের কর্মই কিন্তু আমাদের নিয়তি আমাদের গন্তব্য নির্ধারণ করে দেয়। তবে সেটা অবশ্যই ভালো কর্ম। আমাদের সবসময়ই ভালো কর্ম করার এবং ভালো কর্মের সঙ্গে থাকার চেষ্টা করা উচিত। সবমিলিয়ে দারুণ ছিল আপনার লেখাটা। এবং তার সঙ্গে কবিতা টাও চমৎকার লিখেছেন দাদা। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60140.96
ETH 2378.49
USDT 1.00
SBD 2.59