বাংলাদেশ ভ্রমণ। পর্ব : ৫৭

in আমার বাংলা ব্লগ6 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার বাংলাদেশ অন্যতম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। আশাকরি আপনাদের সবার খুব ভালো লাগবে।


IMG_20240203_170732.jpg


আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আছে তা হয়তোবা আমরা কখনোই উপলব্ধি করতে পারি না। কারণ আমরা সুন্দরের পূজারী সবাই। কারণ আমরা ঘরের পাশের সৌন্দর্যকে রেখে বাইরের দিকের সৌন্দর্য টাকে বেশি দেখার চেষ্টা করি। কিন্তু আমরা যদি পরিষ্কার দৃষ্টিতে আমাদের চারিপাশে ঘুরে দেখি তাহলে পৃথিবীর কোন রূপ আমাদের আর খুঁজতে যাওয়া লাগবে না। কারণ সকল দেশের থেকে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর। এছাড়া বিভিন্ন কবি এবং লেখকেরা তাদের লেখনিতে এই বাংলার সৌন্দর্যটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।


IMG_20240203_170956.jpg



এছাড়াও গ্রাম বাংলার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। আসলে আমরা ইট পাথরের দেয়ালের ভিতর থাকতে থাকতে একদম সেখানে ঘর কুনো হয়ে গেছি। আর এই ঘর থেকে বের না হবার কারণে আমরা বাইরের আর কোন কিছু আমাদের তেমন ভালো লাগেনা। কিন্তু বাংলাদেশের ভ্রমণ করতে এসে আমার কাছে সত্যিই অবাক করার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। আসলে বাংলাদেশের এই গ্রাম অঞ্চলগুলো এখনো সেই আগের মত তার রূপে গুণে এখনো ফুটিয়ে তোলে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ।


IMG_20240203_171053.jpg


আমার তো মনে হয় যে সেই গ্রামের মেয়েটি কলসি কাঁখে নিয়ে জল আনিতে পুকুর পাড়ে যাচ্ছিল। অবশ্য এই দৃশ্যটি আমি বাংলাদেশের এই গ্রামে এসে দেখতে পেয়েছিলাম। আসলে এসব গ্রামে এসে বোঝা যায় যে এখানে আধুনিকতার ছোঁয়া মোটেও স্পর্শ করেনি। চারিদিকে মানুষের মাঝে সেই মাটির মন মানসিকতায় এখনো ফুটে ওঠে। তাদেরকে দেখে বোঝাই যায় না যে তারা কতটা সহজ সরল হতে পারে। এছাড়াও তাদের মনের ভিতরে কোন জটিলতা কখনোই থাকে না।


IMG_20240203_171204.jpg


গ্রাম বাংলার চারিদিক ঘুরে যতই আমি বেড়াতে শুরু করলাম ততই আমার মনের ভিতর এই গ্রাম বাংলার প্রতি আলাদা রকম অনুভূতি এবং ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। আসলে সত্যিই আমি আবার প্রেমে পড়ে গেছি এই গ্রাম বাংলার। আসলে এই গ্রাম বাংলার প্রেমে আমি বারবার পড়তে চাই। বিশেষ করে বাংলাদেশের এইসব গ্রাম অঞ্চলের প্রেমে। আর এখানকার মানুষের কোন তুলনাই হয় না। কারণ তাদের সহজ সরল মন মানসিকতা এবং তাদের ওই মায়াবী চোখের চাহনি সত্যিই মন কেড়ে নেয়।


IMG_20240203_171326.jpg


আসলে গ্রাম বাংলার যেখানেই যাই না কেন সেখানে দৃশ্য দেখে মনে হয় সেই ছবিগুলো আমি আবার আমার ফোনে বন্দি করি। আসলে এত ছবি তো আর ফোনের মেমোরিতে সঞ্চয় করা যাবে না। আর যখন কিছু কিছু ছবি আমি পোস্ট করতে যাই তখন সত্যিই আমি আবার ফিরে যাই সেই বাংলাদেশের গ্রাম অঞ্চলে। আসলে ছবিগুলো আমার সেই পুরনো স্মৃতিকে আবার নতুন করে জাগ্রত করে ফেলে।


IMG_20240203_171635.jpg


গ্রামের শেষে যখন সূর্য ডোবে সেই দৃশ্য সত্যিই অপূর্ব। আসলে এই সময় আমার গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে নেশার মতো মনে হয়। মনে হয় যেন এখানে আরও একটু সময় যদি কাটাতে পারতাম। আসলে সত্যিই আমার কেন জানি এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষগুলোকে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যখন এসব গ্রাম ছেড়ে আবার পুনরায় আমার নিজের বাড়িতে চলে এলাম তখন সত্যিই এইসব গ্রামের লোকদের জন্য আমার খুব মায়া হচ্ছিল। কারণ এই ক'দিনের ভিতরে আমি তাদের সাথে এমন বাঁধনে আটকা পড়ে গেছি সেটা মোটেও ছিড়ে যাবার নয়।


IMG_20240203_171643.jpg


আসলে এই পোস্টগুলোর মাধ্যমে আমি বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি যখনই সময় পাব অথবা ছুটি পাব তখনই আমি আবার ফিরে আসবো এই বাংলাদেশের গ্রাম অঞ্চলে। কারণ শহর আমাকে সেই মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারেনি যতটা বাংলার এই গ্রাম অঞ্চল আমাকে মায়ার বাঁধনে বেঁধে রেখে।


ক্যামেরা পরিচিতি : HUAWEI
ক্যামেরা মডেল : BKK-AL 10
ক্যামেরা লেংথ : 3 mm


তো এই ছিল আজ আমার পোস্ট। আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 6 months ago 

একদম যেন বাংলাদেশ ভ্রমণ করে ফসলের মাঠ থেকে শুরু করে টাউন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সবকিছু ক্যামেরাবন্দি করেছেন। তবে তার মধ্য থেকে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফসলের মাঠের সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর শাকসবজি উত্তোলনের মুহূর্ত। আমি গ্রামে থাকি তার পরেও রুমের মধ্যে কাজ করতে অনেক সময় রুম থেকে বের হওয়া হয় না এই জন্যই যেন কেমন লাগে। আর আপনারা তো শহরে তারপরে হয়তো গ্রাম ঘুরে অনেক শান্তি পেয়েছেন বুঝতে পারছি।

 6 months ago 

প্রতিনিয়ত আপনার কাছ থেকে বাংলাদেশ ভ্রমণের এরকম সুন্দর সুন্দর অনেকগুলো পর্ব দেখে খুব ভালো লাগলো। আজকে এর পরবর্তী একটি পর্ব দেখে খুব খুশি হলাম৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এখানে আপনি খুব সুন্দর সুন্দর বর্ণনাও দিয়েছেন৷ যা পড়তে পেরেও খুব ভালো লাগলো৷ বাংলাদেশ ভ্রমণের খুব সুন্দর সুন্দর মুহূর্ত আপনার কাছ থেকে আরো দেখবো বলে আশা করছি৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65