প্রতিযোগিতা।

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ প্রতিযোগিতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



প্রতিনিয়ত আমরা কোন না কোন কাজে ব্যস্ত থাকি। আর ব্যস্ত জীবনে আমরা সব সময় ছুটে চলি সামনের দিকে। আসলে এই ব্যস্ত জীবনে কেউ কারো জন্য কখনো অপেক্ষা করে না। আপনি যদি কারো জন্য অপেক্ষা করেন দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে ছেড়ে আরও সামনের দিকে এগিয়ে গেছে। কারণ এই পৃথিবী সবাই একটা প্রতিযোগিতায় সব সময় লিপ্ত থাকে। এই প্রতিযোগিতায় সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে। আর আপনি যদি এই প্রতিযোগিতা অংশগ্রহণ না করেন তাহলে হয়তোবা আপনি সারাজীবন পিছিয়ে থাকবেন। এই প্রতিযোগিতায় সবাইকে অংশগ্রহণ অবশ্যই করতে হবে। কারণ জীবনে বর্তমানে কাজ পাওয়া কিন্তু বড়ই কঠিন। কারণ একটি কাজের জন্য হাজারো লোকের ভিড় সবসময় লেগে থাকে। আপনি যদি সেই কাজে সামনের দিকে না থাকতে পারেন হয়তোবা আপনি সেই কাজ কখনোই পাবেন না।


আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সামনের দিকে এগিয়ে থাকতে হবে। আর আপনি যদি অলসের মতো ঘরে বসে থাকেন তাহলে আপনার দ্বারা হয়তোবা জীবনে কোন কিছুই কখনোই সম্ভব হবে না। আসলে এই পৃথিবীতে বর্তমানে অলস ব্যক্তির কোন মূল্য নেই। কারণ এই পৃথিবীতে বর্তমানে পরিশ্রমী ব্যক্তির সংখ্যা এতই বেশি যে এসব অলস ব্যক্তিরা আজ পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দিন দিন। এছাড়াও মানুষ এখন আর আগের মতো ঘরে বসে থাকে না। আর যে কাজের জন্য মানুষ অনেকগুলো আবেদন করে সেই কাজের জন্য অনেক ধরনের পারদর্শী লোক থাকে। আপনি যদি কোন কাজকে তুচ্ছ বলে দূরে ঠেলে দেন তাহলে হয়তোবা অন্য একজন ব্যক্তি সেই কাজটি গ্রহণ করবে। আসলে পৃথিবীতে কোন কাজই কখনো ছোট হতে পারে না।

আর এই পৃথিবীতে যারা সকল কাজকে ছোট বলে মনে করে তাদের দ্বারা কখনোই কোন কাজ সম্ভব হয় না। আসলে কাজ ছোট হোক বা বড় হোক সকল কাজকে অবশ্যই সম্মান করা উচিত। কারণ যারা কাজ অসম্মান করে তাদের দ্বারা কোন কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না। এছাড়া ভাই বর্তমান সময়ে প্রতিযোগিতা এতটাই বেশি যে বর্তমানে কর্মসংস্থানের জন্য আবেদন করতে গেলে দেখা যায় লাখ লাখ লোকের ভিড়। আর এই ভিড়ের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে হবে। আর আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে না পারেন তাহলে আপনার দ্বারা সেই কাজটি কখনোই সম্ভব হবে না। কারণ সকল ক্ষেত্রে এখন মানুষের বসে থাকে না। আর আপনি আপনার এই প্রতিযোগিতায় কোন মানুষকেই কখনো ছোট বলে মনে করবেন না।


বর্তমানে প্রতিটি কাজে প্রায় সকল ধরনের দক্ষ লোক অংশগ্রহণ করে। আর এই প্রতিযোগিতায় যদি আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে ছোট বলে মনে করেন হয়তোবা সেই প্রতিদ্বন্দ্বী আপনাকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার দ্বারা যেন সবসময় সকল ধরনের কাজ ভালো হয়। আসলে আপনি আপনাকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে না পারলে আপনি এই পৃথিবীতে কখনোই কোন মূল্য পাবেন না। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের গুনগান সবাই করে। আজ শ্রেষ্ঠ লোক ছাড়া কম পারদর্শী লোক কোন ভালো কাজে কখনো অংশগ্রহণ করতে পারে না। এছাড়াও এই পৃথিবীতে এখন মানুষ শিক্ষিত হওয়ার ফলে তারা প্রায় সকল ধরনের কাজে অংশগ্রহণ করে। এছাড়াও ইন্টারনেট যুগের সময় মানুষ প্রায় সকল ধরনের জ্ঞান রাখে। আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা সবসময় নতুন নতুন ধরনের কোন কিছু করার চেষ্টা করে।


তাইতো আমাদের সকলের উচিত এই অলসতা ত্যাগ করে এখনই ভালো কাজে লেগে পড়া। কারণ এই বিশাল জনসংখ্যার মধ্যে আপনাকে অবশ্যই শ্রেষ্ঠ হতে হবে। আর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে সবাই ভালোবাসে এবং তাকে সব সময় সবাই সম্মান করে। এই পৃথিবীতে দেখবেন যে বহু লোক রয়েছে যারা তাদের পরিশ্রমের মাধ্যমে আজ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং সবাই তাদের মনে প্রাণে ভালোবাসে এবং সম্মান করে। তাইতো আমাদের সবাইকে অবশ্যই প্রথমে সুশিক্ষিত হতে হবে। আসলে শিক্ষাই মানুষের মনের মানসিকতাকে উন্নত করে এবং নতুন কিছু করার চিন্তাভাবনা যোগায়। একজন শিক্ষিত ব্যক্তির কাছে যে কাজটা সহজ হবে সেই কাজটা একজন অশিক্ষিত ব্যক্তির কাছে অনেক কঠিন হতে পারে। তাইতো জীবনে উন্নতি লাভ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 months ago 

আসলে ভাইয়া পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলে আমাদের জীবনে উন্নতি করতে হলে প্রতিযোগিতায় নামতে হবে।এটা সত্যি বলেছেন কম পারদর্শী লোক কখনো কিছু পারে না।আর বর্তমান ইন্টারনেট যুগে জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা উন্নতি শিখরে পৌঁছাতে পারি। আর এই উন্নতির মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায় ।কেউ কারো জন্য বসে থাকে না কেউ যদি কারো জন্য বসে থাকে তাহলে সে হয়তো পিছিয়ে যাবে। সবাই এগিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আর যে অলশের মতো বসে থাকবে। তার জন্য কোনদিনই সফলতা আসবে না।

 4 months ago 

দারুণ কিছু কথা শেয়ার করেছেন দাদা ৷ আসলেই , কাজ যেমনই হোক , ছোট কিংবা বড় , প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত ৷ কাজের প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কখনোই ভালো কিছু করা সম্ভব হয় না ৷ আজকাল সব জায়গায় প্রতিযোগিতার মাধ্যমে চলতে হয় ৷ কারণ দক্ষ মানুষের অভাব নেই ৷ যাই খুবই সুন্দর এবং বাস্তবিক কিছু কথা শেয়ার করেছেন ৷ এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আসলে কাজ ছোট হোক কিংবা বড় হোক কখনো কাজের প্রতি অসম্মান দেখানো উচিত নয়৷ ছোট কাজ বলে সেটি কাজ নয়, তা কিছুতেই হতে পারে না। বড় কাজই শুধু বড় তাও কিন্তু নয়৷ ছোট কিংবা বড় কাজ আমাদের সকলকে কাজের প্রতি সম্মান করা উচিত৷ সকল কাজগুলোকেই প্রতিযোগিতার মাধ্যমে সম্পাদনা করা উচিত৷ কারণ এখনকার সময়ে সকল কাজের উপর দক্ষ মানুষ বেড়ে যাচ্ছে৷ একজন থেকে আরেকজনের দক্ষতা বেশি প্রমাণ করার জন্য আমাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে৷ যদি আমরা প্রতিযোগিতা থেকে পিছনে আসি তাহলে আমরা আমাদের প্রতিভা ও দক্ষতা কোনভাবেই ফুটিয়ে তুলতে পারবো না৷ একইসাথে যদি আমরা প্রতিযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে আমরা অনেক পেছনে থেকে যাব৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44