শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে যে দেশ শিক্ষায় যত উন্নত সেই দেশ তত সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আসলে সব দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের শিক্ষার উপর। আসলে যে দেশ শিক্ষা ক্ষেত্রে যত এগিয়ে থাকে সেই দেশ ততই উন্নত। আসলে দেশকে শক্তিশালী বলে গণ্য করা হয় যখন সেই দেশ শিক্ষাক্ষেত্রে যতটা এগিয়ে। তাইতো দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। কিন্তু যদি এই শিক্ষাক্ষেত্রে কখনো দুর্নীতি প্রবেশ করে তাহলে দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আসলে অন্যান্য দেশের শিক্ষাক্ষেত্রের অবস্থার থেকে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রের অবস্থা খুবই খারাপ।


এই শিক্ষা অবস্থার খারাপের প্রধান কারণ হলো দেশে দুর্নীতি যখন শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে। আর এর ফলে দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে একটা শিশু তার শৈশব কাল থেকে যে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে কাজে লাগিয়েই সে ভবিষ্যতে দেশের জন্য কাজ করে। কিন্তু সেই শিক্ষায় যদি সঠিক জ্ঞান সেই সন্তানদের ভিতরে প্রবেশ না করাতে পারে তাহলে সেই সন্তান কখনোই ভালো কোন কাজ করতে পারে না। অর্থাৎ আমাদের শিশুরা হলো অনেকটা কাঁচা মাটির মতো। আপনি শৈশব অবস্থায় এই মাটিকে যেকোনো ধরনের আকার আকৃতি দিতে পারেন।


অর্থাৎ শৈশবকাল থেকে যদি শিশুদের সঠিক শিক্ষা দেওয়া না হয় তাহলে তারাই পরবর্তীতে দেশের বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমানে এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ফলে বিভিন্ন মূর্খ ব্যক্তিরা এই শিক্ষা প্রাঙ্গনে প্রবেশ করার ফলে তারা তাদের সেই অল্প শিক্ষা দিয়ে শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছে না। আর এর ফলে এইসব ছোট শিক্ষার্থীরা কখনোই সুষ্ঠু শিক্ষা লাভ করতে পারছে না। আসলে শিক্ষা মানুষের মনের বিকাশ করতে সাহায্য করে। কিন্তু সেই শিক্ষা যদি ভুল হয় তাহলে কখনোই মনের বিকাশ ঘটতে সম্ভব হবে না।

বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে শিক্ষা প্রাঙ্গনে বিভিন্ন দুর্নীতির ফলে যেসব ব্যক্তিরা যেসব শিক্ষকদের নিয়োগ করেছেন তারা মোটেও সুষ্ঠু শিক্ষায় শিক্ষিত হতে পারেন না। অর্থাৎ যেসব ব্যক্তিদের কাছে বেশি টাকা আছে তারাই টাকা দিয়ে এসব শিক্ষা প্রাঙ্গণে শিক্ষক হিসেবে নিয়োগ দান করছে। আর যারা সঠিক শিক্ষা শিক্ষিত তারা কখনোই এই অর্থের অভাবে এই শিক্ষা প্রাঙ্গনে শিক্ষকতার পেশা হিসেবে নিজেদের প্রবেশ ঘটাতে পারছে না। এর ফলে দেশের সুষ্ঠু জ্ঞানী ব্যক্তিরা কর্মক্ষম হয়ে যাচ্ছে। আর এইসব অসাধু ব্যক্তিরা শিক্ষা প্রাঙ্গনে প্রবেশের ফলে শিক্ষাক্ষেত্র কলুষিত হচ্ছে।


আপনি একটা ব্যাপার ভেবে দেখেছেন কি কখনো। এর আগে যেসব শিক্ষক শিক্ষকতা করতেন তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও তারা কিন্তু যতোটুকু শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষা কিন্তু কোনটাই মিথ্যে হয় না। অর্থাৎ তারা কোন অসৎ উপায় অবলম্বন না করে পরীক্ষায় পাশ করেছেন। তাই তারা যতোটুকু শিক্ষা গ্রহণ করেছেন এই সম্পূর্ণ শিক্ষাটাই একটা পূর্ণাঙ্গ শিক্ষা। কিন্তু বর্তমান সময়ে টাকার বিনিময়ে সার্টিফিকেট মেলে। ফলে এই সার্টিফিকেট দেখিয়ে এবং মোটা অংক টাকা দিয়ে তারা এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে যে উঁচু পর্যায়ে যেসব ব্যক্তিরা বসে রয়েছেন তারা বিভিন্ন ধরনের দুর্নীতির ফলে এই শিক্ষা প্রাঙ্গণ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।


আর এই শিক্ষা প্রাঙ্গণ নষ্ট হয়ে যাবার ফলে এইসব ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার মন মানসিকতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে তারা কখনোই সুস্থ-শিক্ষা গ্রহণ করতে পারছে না। কেননা এসব শিক্ষকদের দ্বারা দেওয়া শিক্ষা এসব ছাত্রছাত্রীরা কিছুই কখনো বুঝতে পারে না। এর ফলে তারাও কিন্তু সুষ্ঠু শিক্ষা গ্রহণ না করে দিন দিন বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে যাচ্ছে। এছাড়াও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরাও কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। যার ফলে এইসব শিক্ষার্থীদের মন মানসিকতাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।


আসলে আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে সব সময় শিক্ষিত লোকদের অগ্রাধিকার সব থেকে আগে দিতে হবে। কারণ যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারাই একমাত্র শিক্ষার কদর বোঝে। আসলে এইসব উচু পর্যায়ে কখনোই কোন মূর্খ ব্যক্তিকে গ্রহণ করা উচিত নয়। কারণ একজন মূর্খ ব্যক্তি কখনোই শিক্ষার মর্ম বোঝেনা। আর যারা কখনোই শিক্ষার মর্ম বোঝেনা, তারাও কখনো শিক্ষাক্ষেত্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আর যদি দেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে না পারে তাহলে দেশের কখনো কোন উন্নতি সাধন হবে না। ফলে দিন দিন দেশে শিক্ষার অভাব ঘটবে এবং বিভিন্ন ধরনের দুর্নীতি মূলক কাজের ফলে দেশ অনেক পিছিয়ে যাবে আধুনিক সমাজ হতে।


তাইতো আমাদের সবাইকে অবশ্যই সচেতন হতে হবে এই শিক্ষাক্ষেত্র সম্পর্কে। কারণ শিক্ষাক্ষেত্রকে যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে আমরা কখনোই উন্নতি লাভ করতে পারব না। আর এজন্য শিক্ষাক্ষেত্রে সকল দুর্নীতিকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারকে অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে। শুধু সহযোগিতা করলে হবে না এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সব সময় রুখে দাঁড়াতে হবে। দেশ থেকে যাতে এই দুর্নীতি উঠে যায় সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সৎ হতে হবে। আর এই মাধ্যমে আমরা দেশকে একটা সুন্দর শিক্ষিত দেশ হিসেবে গড়ে তুলতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আমাদের দেশের শিক্ষাখাতেও একই অবস্থা দাদা। সব মূর্খ অযোগ্য লোকেরা প্রবেশ করছে শিক্ষাখাতে পাশাপাশি তারা প্রশ্নফাঁস বারবার শিক্ষার মান নিম্নগামী করছে। আর বর্তমানের শিক্ষকদের মধ্যে ধৈর্যের বেশ কমতি আছে। যার জন্য শিশুরা তাদের প্রতি খুব একটা আকৃষ্ট হয় না। এভাবে দিন দিন শিক্ষার অবনতি হলে শিক্ষামান আরও কমবে। আমাদের দেশে তো মেডিকেল পরীক্ষার প্রশ্ন পযর্ন্ত ফাঁস হয় তাহলে অবস্থা টা একবার চিন্তা করেন দাদা।।

Posted using SteemPro Mobile

 last year 

বর্তমান আমাদের বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে খুবই দুর্নীতি শুরু হয়ে গেছে। যেখানে ছাত্র শিক্ষক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যক্রমের মধ্যে কোন প্রকার মিল খুঁজে পাওয়া যায় না নেই কোন সামঞ্জস্য। আরবা তোমার শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে হয়তো এর ভয়াবহতা একদিন আমাদের জাতিকেই ভোগ করতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67421.82
ETH 2623.68
USDT 1.00
SBD 2.68