চরিত্রবান মানুষ।

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চরিত্রবান মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে আমাদের এই পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছেন। আসলে আমরা এসব ভালো মানুষদের সাথে যখন কথা বলি তখন তাদের আসল পরিচয় আমরা বুঝতে পারি। আসলে জীবনে আপনি যত বড়ই হন না কেন অথবা যত ধন-সম্পত্তির মালিক হন না কেন আপনার যদি চরিত্র ভালো না থাকে তাহলে আপনি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। কেননা মানুষ আপনাকে ভালোবাসবে আপনার চরিত্র দেখে। আপনার ধন-সম্পত্তি দেখে কখনোই আপনাকে ভালোবাসবে না। আসলে এই পৃথিবীতে একজন গুণবান ব্যক্তির যদি চরিত্র ভালো না থাকে তাহলে তার গুণের কোন মর্ম থাকবে না। আসলে ভালো চরিত্রের লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। এছাড়াও আপনি শুধুমাত্র কথায় বুঝে উঠতে পারবেন না যে কে ভালো এবং কে খারাপ। আসলে ভালো মানুষদের মনের ভিতর তেমন কোন প্যাচ থাকে না। আসলে তারা যেটি ভালো বোঝে সেটি সব সময় করে এবং অন্যকে বলে।

একজন ভালো মানুষ আপনি তখনই বুঝতে পারবেন যে সে যখন আপনার বিপদে সবসময় আপনার সঙ্গ দেবে। আসলে জীবনে আপনি যত সুখেই থাকুন না কেন আপনি কিন্তু কখনো ভালো মনের মানুষ এই সুখের সময় খুঁজে পাবেন না। আর চরিত্রবান লোককে আপনি পাবেন আপনার বিপদের সময়। আসলে এই চরিত্রহীন লোকের আপনার বিপদের সময় তার চরিত্রের পুরো প্রকাশটাই আপনি দেখতে পাবেন। আসলে এই সব কিছু ভেবে যদি আমরা মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিই তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে একশো জন লোকের ভিতর একজন লোক থেকে যাবে এবং বাকি সব লোক জীবন থেকে চলে যাবে। আসলে আমাদের চারিপাশে যেসব লোকজন থাকে তার ভিতরে অধিকাংশ লোক খারাপ থাকে অর্থাৎ চরিত্রহীন থাকে। আসলে আপনি একটা জিনিস সহজে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইসব চরিত্রহীন লোকেদের চাহনি কখনো ভালো হয় না।

আসলে এই পৃথিবীতে একজন চরিত্রবান লোককে সবাই মাথায় তুলে রাখে। আসলে যত বিপদ এবং যত সুখের সময় আসুক না কেন তারা কখনো তাদের চরিত্রকে বিসর্জন দেয় না। আসলে আপনার জীবনে স্বাস্থ্য গেলে আপনি পুনরায় স্বাস্থ্য ফিরে পেতে পারবেন, কোন ধন-সম্পত্তি গেলে সে ধনসম্পত্তি আবার ফিরে পেতে পারবেন, কিন্তু চরিত্র এমন এক জিনিস যা একবার গেলে সেই চরিত্র আর কখনো ফিরে আসবে না। আসলে তাই চরিত্র এক অমূল্য সম্পদ। আসলে তাই আমরা সব সময় আমাদের চরিত্র কখনো নষ্ট হতে দেব না। আসলে লোভে পড়ে মানুষ মানুষের চরিত্র হারিয়ে ফেলে। কেননা লোভ এমন এক জিনিস যে জিনিসে পড়লে মানুষ তার বহু বছরের চরিত্র কখনো ঠিকঠাক রাখতে পারে না। আসলে যে নিজেদের জীবন থেকে লোভকে সরিয়ে দিতে পারে তারা জীবনে কখনো চরিত্রহীন হতে পারে না। আসলে এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন লোকের সাথে মিশে থাকি।

আসলে তাই আমরা যে কোন কিছু আমাদের জীবন থেকে চলে যাক না কেন আমরা কখনো আমাদের চরিত্রকে খারাপ হতে দেবো না। আসলে অনেকে বলে যে মানুষ যদি একবার জীবনে বড় হতে পারে তখন সে অনেকটা পরিবর্তন হয়ে যায়। আসলে এটা ভুল কথা। যার চরিত্র ভালো থাকে সে কখনো পরিবর্তন হয় না। এছাড়াও মানুষ প্রতিনিয়ত আমাদের সাথে বিভিন্ন কারণের জন্য মেলামেশা করে। আসলে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া খুব কম লোক আছে যারা একে অন্যের সাথে মেলামেশা করে না। আসলে এই চরিত্রবান লোকেরা কখনো স্বার্থ দেখে না। তারা সব সময় নিঃস্বার্থভাবে অন্যের সাথে মেলামেশা করে এবং সেইসব লোকের কাছ থেকে কোন কিছুই কখনো দাবি করে না। আসলে এই পৃথিবীতে নিজেদের চরিত্রকে ভালো রাখা খুবই কঠিন একটা ব্যাপার। কারণ আপনি যদি একদল চরিত্রহীন লোকের সাথে মেলামেশা করেন তাহলে আপনার চরিত্র কত দিন ভালো থাকবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না।

তাইতো আমরা সব সময় ভালো মানুষদের সাথে মেলামেশা করব। কারণ দশজন চরিত্রবান লোকের মধ্যে যদি একজন চরিত্রহীন লোক থাকে তাহলে সেই চরিত্রহীন লোক সে ১০ জন চরিত্রবান লোককে নষ্ট করে দিতে পারে। তাইতো আমরা আমাদের বন্ধুত্বের খাতায় কখনো কোন খারাপ লোককে জায়গা দেব না। আসলে আমরা সবাই মিলে যদি এইসব চরিত্রহীন লোককে ভালো চরিত্রের গুনাগুন সম্পর্কের বোঝাতে পারি তাহলে তারা কিন্তু হয়তোবা নিজেদেরকে পরিবর্তন করতে পারে এবং জীবনে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারে। এছাড়াও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই ভালো চরিত্রের ফলাফল সম্পর্কে জানাতে পারবো। আর এর ফলে তারা কখনোই খারাপ চরিত্রের গুন পাবে না। আসলে এর মাধ্যমে আমরা এক সুন্দর পৃথিবী গড়তে পারি যেখানে সবাই খুব ভালো থাকবে এবং একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last month 

চরিত্র অমূল্য সম্পদ। এটা আমরা সবাই জানি কিন্তু সবাই কি আর নিজের চরিত্রকে সঠিক রাখতে পারে। একজন চরিত্রহীন লোক যতই সম্পদশালী হোক সে কখনো লোকেদের কাছে কদর পায় না। আবার আপনি যখন সবার সামনে সঠিক কথাটি বলবেন তখন দেখবেন আপনার থেকে অনেক লোক দূরত্ব বাড়িয়ে নিবে কেননা সত্য কথা তেতো হয়। আমাদের সকলের উচিত এই চরিত্রহীন লোকদের সংস্রব ত্যাগ করা। এবং চরিত্রহীন লোকদের ভালো দৃষ্টিভঙ্গির বিষয়গুলো বোঝানো যাতে তারা সঠিক পথে ফিরে আসতে পারে। বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তব কিছু কথা তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

সৎ চরিত্রবান মানুষের গুরুত্ব সম্মান মর্যাদা সব জায়গাই আছে। একজন মানুষ তার চরিএ হারিয়ে ফেললে তার আর কিছু অবশিষ্ট থাকে না। সে মানুষ যতই ধনসম্পদের মালিক হোক। চরিত্রের চেয়ে মূল‍্যবান সম্পদ সম্ভবত আর কিছু নেই। বেশ ভালো লিখেছেন দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41