গরিব মানুষের কোন মূল্য নেই।

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ গরিব মানুষের কোন মূল্য নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে এই পৃথিবীতে আমরা সবাই একই রকম হিসেবে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি হয়। আসলে এই পৃথিবীতে ধনী লোক অপেক্ষা গরিব লোকের সংখ্যা অনেক বেশি থাকার জন্য দেশটা সব সময় পিছনের দিকে পড়ে রয়েছে। আসলে এইসব গরিব লোকের গরিব হওয়ার প্রধান কারণ হলো তারা দেশের সকল সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিত থাকে। এছাড়াও তারা যদি একটু মাথা উঁচু করে সমাজের মাঝে বেঁচে থাকতে চায় তাহলে একদল অসৎ ধনীর শ্রেণীর লোক রয়েছে যারা সবসময় সেইসব গরিবদেরকে সবসময় নিচের দিকে চেপে রাখে। আসলে গরিবরা যদি এভাবে দিন দিন ধনী লোকের দ্বারা নির্যাতিত হয় তাহলে গরিব লোকেরা কখনো তাদের অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে না এবং দেশ ও সমাজের জন্য কখনো কাজ করতে পারবে না।


আসলে এইসব জিনিসগুলো আমরা যখন দেখতে পাই তখন সত্যিই আমাদের খুব কষ্ট হয়। কেননা কোন মানুষ যদি গরিব পরিবারে জন্মগ্রহণ করে তাহলে তার সকল সুযোগ সুবিধা তারা সমাজ থেকে পেতে পারে। কিন্তু বর্তমানে সময় দেখি ধনী লোকের সমাজ আলাদা এবং গরিব লোকের সমাজ আলাদা। অর্থাৎ গরিব লোকেরা কখনো ধনী লোকের সমাজে মেলামেশা করতে পারবে না এবং কোন ধরনের সুযোগ সুবিধা পাবে না। আসলে এভাবে যদি গরিব লোক দিনের পর দিন নির্যাতিত হতে থাকে তাহলে মানুষ গরিব ঘরে জন্মগ্রহণ করতে ভয় পাবে। আসলে আমাদের দৃষ্টি ভাবনা সম্পূর্ণ বদলে দিয়ে আমাদের উল্টো কাজটা সবসময় করতে হবে। কেননা এই পৃথিবীতে আমরাও মানুষ তারাও মানুষ। আসলে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষের ক্ষতি করি এবং তার উপর নির্যাতন করে তাহলে আমরা পশুর সমান হব।


আসলে আমরা যদি সামান্য একটু সাহায্য করে গরিব লোকেদের উপকার করতে পারি তাহলে এই গরিব লোকেরা তাদের নিজেদেরকে আর কখনো সমাজের বোঝা বলে মনে করবে না। আসলে তারা এখন তাদের নিজেদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলছে এইসব ধনী লোকের অত্যাচারের জন্য। আসলে গরিব লোকের কাজ করার ক্ষমতা থাকে এবং তারাও চাইলে কিন্তু দেশের একটা উঁচু পর্যায়ে যেতে পারে। আসলে আমাদের পৃথিবীতে ধনী লোক অপেক্ষা গরিব শ্রেণীর লোকেরা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে। আসলে পরিশ্রমী হলেও তারা কখনো তাদের কাজের সঠিক মূল্য এই সমাজ থেকে পায় না। আসলে তাদের কাজের সঠিক পারিশ্রমিক এইসব ব্যক্তিরা কখনো দিতে চেষ্টা করে না। আসলে সব লোকেরা যদি একসাথে প্রতিবাদ জানাই তাহলে কিন্তু সমাজে এসব অসৎ লোকেরা তাদের অত্যাচার আর চালাতে পারবে না।


তাইতো সমাজের প্রতিটা লোকের অধিকার যেমন সমান তেমনি সমাজ থেকে যেসব সুযোগ সুবিধা পাবে তার সবাই সমান পাবে। আসলে আমরা যদি স্বার্থপরের মত চলাফেরা করি তাহলে আমরা নিজেরা কখনো একার সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ এই পৃথিবীতে সামনের দিকে এগিয়ে যেতে হলে সবার সাহায্যের একান্ত প্রয়োজন হয়। আর এজন্য আমরা আমাদের মধ্যকার হিংসা বিবাদ ভুলে গিয়ে আমরা সবাই সবাইকে ভালোবাসবো এবং সবার উপকারে আসার জন্য সব সময় চেষ্টা করব। আসলে আমরা যদি এই গরিব মানুষদের সাহায্য করে তাদের মুখে হাঁসি ফোটাতে পারি এবং তাদেরকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটাও সামনের দিকে এগিয়ে যাবে খুব দ্রুত।



আসলে আমাদের দেশটা যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন আমাদের মধ্যে এই ধনী গরিব পার্থক্যটা কখনোই থাকবে না। আসলে মানুষ সকল ধরনের পার্থক্য সৃষ্টি করে এবং তারা চাইলে সকল ধরনের পার্থক্য এই পৃথিবী থেকে দূর করে দিতে পারে। আসলে সব মানুষ কিন্তু কখনো খারাপ পার্থক্যগুলো সৃষ্টি করে না। কিছু কিছু খারাপ লোকেরা এইসব ভালো মানুষদের অনুপ্রাণিত করে তাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আসলে আমরা যদি এখন নিজেদেরকে শুধরে নিয়ে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে এই ধনী গরিব পার্থক্যটা আর থাকবে না এবং আমরা সবাই মিলে একটা নতুন সমাজ এই পৃথিবীর মধ্যে গড়ে তুলতে পারবো। যেখানে সবসময় শান্তি বিরাজ করবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ শুধু ধনী গরিবের ব্যবধান নিয়েই থাকে। সমাজের উঁচু জাতের মানুষগুলো এই গরীব মানুষদেরকে মানুষই মনে করে না। এই গরিব মানুষদের অনেকেই ক্ষতি করে। অনেকেই এই মানুষগুলোর উপর নির্যাতন করে থাকে প্রতিনিয়ত। আমি এটাই বুঝি না গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই কি তাদের দোষ নাকি। ধনী গরিবের পার্থক্য না খুঁজে সবাই একসাথে থাকাই ভালো। এই গরিব মানুষগুলোর কারণে কিন্তু বড়লোকরা ভালোভাবে খেতে পারতেছে। আমি মনে করি গরিব মানুষদের অবদান অনেক বেশি হয়ে থাকে। যাই হোক ভালো লাগলে আপনার লেখাগুলো।

 last month 

আমাদের সমাজে আসলেই গরিব মানুষের কোনো মূল্য নেই। গরিব শ্রেণীর মানুষদেরকে তারা কি মনে করে এটাই বুঝি না। এই বড়লোক সম্প্রদায়ের মানুষগুলো গরিব শ্রেণীর মানুষগুলোকে সম্মান মর্যাদা কোনো কিছুই দেয় না। সবাই সব সময় ধনী-গরীবের মধ্যে পার্থক্য টাই খুঁজে আসতেছে। কিন্তু সবাই যে মানুষ এটা কেউ ভাবে না। এই ধরনের পার্থক্য কখনো দূর হবে কিনা এটাই সন্দেহ। আজ আপনি গরীব মানুষদেরকে নিয়ে পুরো লেখাটা লিখেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন এটার মধ্যে।

 last month 

পূর্ব দিকের পৃথিবীতে আসলে ধনী গরীবের পার্থক্যটা স্বাভাবিকভাবেই একটু বেশি, তবে যখন সামাজিক ও রাষ্ট্রীয় কাজে বৈষম্য বেড়ে যায় তখন সমাজ অধপতনের দিকে চলে যায়।
যদিও সমাজে গরীব লোকের সংখ্যাই বেশি, তার পরেও সংখ্যাগুরু হয়েও অবহেলার মাত্রা বেশি। গুটিকতক শ্রেণি ও মানুষের দ্বারা শোষণ অব্যাহত রয়েছে, তবে সামাজিক জাগরণ ও সংষ্কারের মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়ে উঠবে।
সময়োপযোগী বিষয় সামনে আনার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58431.17
ETH 2653.99
USDT 1.00
SBD 2.44