মনটা আমার নয়। কবিতা নং :- ৪৯steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে আমরা সবাই ব্যস্ত জীবন অতিবাহিত করি। অর্থাৎ সকাল থেকে আমাদের কাজ শুরু হয় আর শেষ হয় রাতে। এই সময়টুকুতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আসলে গরিব থেকে ধনী সব ধরনের লোকই কিন্তু বিভিন্ন কাজের সাথে জড়িত। কেউ শারীরিক পরিশ্রম করে আবার কেউ মানসিক পরিশ্রম করে। অর্থাৎ সব শ্রেণীর লোকই কিন্তু পরিশ্রম করতে থাকে সারাদিন। কিন্তু যতই আমরা পরিশ্রম করি না কেন আমাদের মন থাকে ঠিক আমাদের প্রিয়জনের কাছে। কারন আমরা যখন প্রিয়জনকে দেখেছিলাম তখন আমরা আমাদের মনটা প্রিয়জনকে দিয়ে দিয়েছিলাম।


আসলে শত ব্যস্ততার মাঝেও আমরা সবসময় প্রিয়জনকে মনে রাখি। কারণ প্রিয়জনের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট করা। আসলে পৃথিবীতে প্রিয় মানুষটিকে খুশি রাখার জন্য মানুষ যে কোন অসাধ্য কাজকে সাধন করতে পারে। আর মানুষের জীবনে যদি কোন উদ্দেশ্য না থাকে তাহলে সে কখনো সামনের দিকে এগোতে পারে না। তাই আমাদের জীবনের অন্যতম একটা উদ্দেশ্য হলো মা বাবার পাশাপাশি আমাদের প্রিয় মানুষটিকে সবসময় খুশি রাখা। আসলে তাদের মুখ চেয়েই আমরা প্রতিদিন সকালে কাজের জন্য ছুটে বেড়াই।


আমরা চাই আমাদের প্রিয় মানুষটি পৃথিবীর সবথেকে সুখে থাকুক। আর এজন্য আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি তাদের একটুকু সুখে রাখার জন্য। আসলে আমরা বাইরে কাজ করতে গিয়ে যতই ক্লান্ত হোক না কেন আমরা যখন বাড়িতে ফিরে প্রিয় মানুষটির মুখটি দেখি তখন আমাদের সারাদিনের সকল দুঃখ ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আসলে প্রিয়জনের মুখে একটা জাদু রয়েছে। তাকে দেখলে আমাদের মন সবসময় ভালো হয়ে যায়।


কাজ করতে গিয়ে আমরা সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এছাড়াও কোন কাজ করতে গিয়ে যখন সেই কাজে ভুল হয় এর জন্য আমাদের অনেক বেশি কথা শুনতে হয়। আসলে যত বেশি কথাই শুনি না কেন আবারো সেই কাজে আমরা মন দিয়ে করার চেষ্টা করি। কারণ আমরা যদি কাজ না করি তাহলে আমাদের প্রিয় মানুষটিকে হয়তোবা আমরা সুখে রাখতে পারব না। তাই সেই মানুষটির কথা চিন্তা করে আমরা আবারো পুনরায় উদ্যোগ নিয়ে সেই কাজটি করার জন্য চেষ্টা করি। আসলে প্রিয় মানুষদের জন্যই আমাদের কাছে সব কাজ একদম সহজ মনে হয়।


দিনের শেষে রাতে যখন আমরা বাড়ি ফিরি এবং হাত মুখ ধুয়ে খাবার খেয়ে যখন প্রিয় মানুষটির কোলে মাথা রাখি তখন আমাদের সারা দিনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। এছাড়াও আমাদের সারাদিনের সকল কাজের বিবরণ যখন আমাদের প্রিয় মানুষটির কাছে তুলে ধরি তখন একটা মুচকি হাসি দিয়ে সে আমাদের সকল সমস্যা দূর করে দেয় এবং পুনরায় কাজে পাঠানোর জন্য আমাদের উৎসাহিত করে। আমরা কিন্তু আমাদের সকল মনের কথা এবং ব্যাথা, বেদনা এই প্রিয় মানুষের কাছে শেয়ার করে থাকি। কারণ আমরা যদি আমাদের মনের কথা আমাদের প্রিয় মানুষটির কাছে শেয়ার করি তাহলে আমাদের মন অনেকটা হালকা হয়ে যায়।


✠ মনটা আমার নয় ✠


সকাল থেকে সন্ধ্যা অব্দি,
কত কিছুই না আমরা করি।
তবুও তো আমি কাজের মাঝে,
তোমায় সব সময় মনে করি।


কর্মব্যস্ত যদিও থাকে,
তবুও মন থাকে তোমার কাছে।
মনের মালিক শুধুই তুমি,
তোমার কাছে মনটা ভালো থাকে।


কোন কাজে ভুল হলে,
ভুলের মাশুল গুনতে হয় আমাকে।
তোমার কাছে গেলে পরে,
সবকিছু ভুলে যাই নিমেষে।


মন ভালো করার ওষুধ তুমি,
তুমি আমার মনের ডাক্তার।
তোমায় পেয়ে ধন্য আমি,
তোমার ভালোবাসা পাবার।


যতই দুঃখ কষ্ট থাকে মনে,
বলি আমি তোমার সনে।
মনের কথা বললে পরে,
মনটা হালকা হয় অনেক।


মনের কথা বলার মানুষ,
এ পৃথিবীতে সবাই পায়না।
সব কথা শুনে তুমি,
দূর করো আমার বেদনা।


তোমার ভালোবাসার জন্য আমি,
রাখবো হাজারো বাজি।
তবুও তোমায় পেতে চাই,
সারা জীবন আমার কাছেতে।


সাত জনমের তপস্যা করে,
পেয়েছি আমি তোমায়।
কথা দিচ্ছি তোমায় আমি,
বাঁধবো ভালবাসার মায়ায়।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 11 months ago 

পৃথিবীতে প্রতিটা মানুষ কাজের মধ্যে আবদ্ধ থাকে। ধনী গরিব বলে কিছু নেই কাজ সবারই সমান। প্রতিটা মানুষ সমানভাবে পরিশ্রম করে থাকেন। যাই হোক ভাই আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার ভালো লাগে। আপনি খুব চমৎকার কবিতা লিখে থাকেন। আজকের কবিতাটাও সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। ভুল হলে ভুলের মাশুল গুনতে হয় কিন্তু প্রিয়জনের মুখ দেখলে সেটা ভুলে যায় সত্যি প্রিয় জন যদি মনের মত হয় তাহলে এমনটাই হওয়া স্বাভাবিক। খুব ভালো লাগলো প্রত্যেকটা লাইন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57028.16
ETH 2358.36
USDT 1.00
SBD 2.40