অশান্ত পৃথিবী। কবিতা নং :- ১২০

in আমার বাংলা ব্লগ3 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমাদের বাবা ঠাকুর দাদারা যে পৃথিবীটা দেখে এসেছে এবং বর্তমান সময়ের যে পৃথিবীটা দেখছে তার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে। কেননা তাদের সময়ে পৃথিবীটা অনেক বেশি শান্ত ছিল এবং মানুষ মানুষের সব সময় সাহায্যের জন্য এগিয়ে আসতো। তখনকার সময় মানুষের কোন ধরনের ভেদাভেদ ছিল না। এছাড়াও তখনকার সময় যদি মানুষ কোন ধরনের বড় কোন বিপদে পড়তো তাহলে সব মানুষ এসে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতো। আসলে তখন মানুষে মানুষে এক বন্ধুত্বের সম্পর্ক ছিল। আসলে সেই বন্ধুত্বের সম্পর্ক গুলো কিন্তু এখন আর তারা মোটেও দেখতে পায় না। আসলে আমরা তো আমাদের বাবা ঠাকুর দাদার সময়ের কথা তাদের মুখে শুনেছি কখনো দেখতে পাইনি। আর এজন্য তারাই এই পার্থক্যটা সহজে বুঝতে পারে।


আসলে তারা যেভাবে এই পৃথিবীর পরিবর্তন দেখেছে তাতে করে পৃথিবীটা যে কত বেশি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারছেনা। আসলে এভাবে যদি মানুষ মানুষের ক্ষতি করে এবং মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তাকে সেই বিপদে ফেলে দিয়ে অন্যান্য মানুষেরা আনন্দ উল্লাসের দিন যাপন করে তাহলে মানুষের মধ্যে সেই ভালোবাসার সম্পর্কটা কিন্তু আর কখনোই জন্ম নেবে না। কিন্তু তারা কিন্তু এখনো চায় যে এই পৃথিবীটা আবার সেই আগেরকার মতো সময় ফিরে যায়। আসলে মানুষ যত আধুনিক হচ্ছে ততই মানুষ বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। কেননা আগেকার সময়ে সমাজ এতটা আধুনিক ছিল না তাই মানুষের মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতো এবং কোন ধরনের কোন জটিল সমস্যায় পড়লে তারা সব সময় এগিয়ে আসতো।


আসলে আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছি যেখানে পরিবর্তনের একদম মাঝের দিকে। অর্থাৎ আমরা সেই আগের অবস্থানটাও দেখিনি এবং পরিবর্তন যখন শুরু হয়েছে সে অবস্থান থেকে বর্তমান অবস্থান পর্যন্ত দেখতে পাচ্ছি। আসলে আমরা যদি এখনো মানুষকে ভালো না বেসে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমাজে আর কোন শৃঙ্খলা দেখতে পাবে না। আসলে সমাজে যদি কোন শৃঙ্খলা না থাকে তাহলে সেই সমাজে বসবাস করা বড় কঠিন হয়ে পড়ে। তাইতো আমাদের সবার উচিত যাতে করে সমাজের মানুষগুলো সবাই মিলেমিশে বসবাস করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার সেই একটা ভালো পরিবেশ পায় এজন্য কিন্তু আমাদের নিজেদের অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং মানুষকে ভালবাসতে হবে।


✠ অশান্ত পৃথিবী ✠


পৃথিবীর এত মানুষের ভিড়ে,
আমি একজন মনের মানুষ খুঁজি।
সবাই তো দেখি স্বার্থপরের মত,
মানুষের সাথে সবসময় আচরণ করে।


মানুষ চেনা এখন বড়ই কঠিন,
সেই মানুষ তো আর দেখা যায় না।
সহজ সরল মনের মানুষগুলো কোথায়,
তাদের তো আর খুঁজে পাওয়া যায় না।


কি এক আজব দুনিয়ায় দেখি,
মানুষ মানুষের ক্ষতি করে।
তাদের মনে কোন ব্যথা হয় না,
তারা মানুষের জীবন নিয়ে খেলা করে।


মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে,
তারা দুইবার কখনো চিন্তা করে না।
অন্যের ক্ষতি দেখলে পরে তাদের,
জীবনে আনন্দের সীমা থাকেনা।


এমন মানুষের জন্য পৃথিবীটা,
দিন দিন ধ্বংসের দিকে এগোচ্ছে।
তাদের জন্য ভালো মানুষেরাও,
এই পৃথিবীতে বিভিন্ন কষ্ট পাচ্ছে।


একজনের শাস্তি আরেকজনে পায়,
পৃথিবী যাচ্ছে দিন দিন অধঃপতনে।
সমাজের আইন শৃঙ্খল সব নষ্ট হচ্ছে,
কেউ ভালো কোন কথা না শুনছে।


এমনভাবে দিন যদি চলতে থাকে,
পৃথিবীটা আর কখনো শান্ত হবে না।
কি এক সুন্দর পৃথিবী ছিল,
এখন এর সাথে আর কিছুই মেলে না।


সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই,
আবার সুন্দর এক পৃথিবী গড়ি।
মানুষ মানুষকে ভালোবাসবো সবাই,
নতুন করে চলো আবার শুরু করি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

বর্তমান পৃথিবীতে প্রায় সবাই স্বার্থপর। কাউকে বিশ্বাস করা যাই না।

 3 days ago 

আসলে সত্যি কথা তুলে ধরেছেন ভাইজান। বর্তমান সময়ে মানুষ চেনা বেশ কঠিন। কারণ মানুষ কখন ভালো সাজে আবার কখন মন্দো কাজ করে বসে তার নাই ঠিক। তবে সেই চিন্তা মাথা রেখে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60913.22
ETH 2643.10
USDT 1.00
SBD 2.58