চিকিৎসা । কবিতা নং :- ২৬

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স



আমাদের দেশে অন্যতম একটি বড় সমস্যা হল দারিদ্রতা। এই দারিদ্রতার হার আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। আরেকটি প্রধান সমস্যা হলো আমাদের দেশের যারা ধনী মাপের লোক তারা শুধু ধনী হতে থাকে। আর যারা গরীব তারা চিরকাল গরিব হয়ে থাকে। এছাড়াও দিন দিন জনসংখ্যার হার এতই বাড়ছে যে এত বড় জনসংখ্যার জন্য এত জায়গার যোগান আমাদের দেশ দিতে পারছি না।



বর্তমান সময়ে আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে অনেক বিপ্লব ঘটলেও চিকিৎসা ক্ষেত্র অনেক ব্যয়বহুল হয়ে গেছে। আর এই ব্যয় ভুল চিকিৎসা সাধারণ গরিব লোকের পক্ষে মোটেও সম্ভব হয় না। তাই আমাদের দেশের বেশিরভাগ কোন শ্রেণীর লোক বিনা চিকিৎসায় মারা যায়। কিন্তু এসব বড়লোক শ্রেণীর লোকেদের কাছে বেশি টাকা দিয়ে চিকিৎসা করানো কোন ব্যাপারই নয়।


ধনী লোকদের কাছে টাকার কোন অভাব থাকে না। তা চাইলে একের অধিক ডাক্তার দেখাতে পারে এবং নিজেদের ভালো চিকিৎসার জন্য তারা চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। কিন্তু এই গরীব শ্রেণীর লোকেদের কাছে এত টাকা দিয়ে ডাক্তার দেখানো কখনোই সম্ভব হয় না। কারণ এত টাকা দিয়ে চিকিৎসা করানোর পর তাদের সংসারে আর কিছুই থাকে না।


আমাদের দেশের সরকারি হসপিটাল গুলো অনেকটা ব্যবসার ক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারি হসপিটালে ডাক্তার এখনো ভিজিট নেন না। কিন্তু পরিশ্রমির লোকেরা এই ডাক্তারদের কাছে গিয়ে ডাক্তার দেখাতে চাইলে তখন তারা তাদের নিজেদের পার্সোনাল চেম্বার বা ক্লিনিকে যেতে বলেন। কারণ নিজেদের পার্সোনাল চেম্বার এবং ক্লিনিকে তারা সব থেকে ভালো সেবা দিয়ে থাকে। কিন্তু এমনটা হওয়ার তো কথা নয়। তারা সরকারি এসব প্রতিষ্ঠানে তারা বিনামূল্যে ভালো চিকিৎসা দেওয়ার দায়িত্ব এসব ডাক্তারদের।



হাই সব সুষ্ঠু চিকিৎসার অভাবে আমাদের দেশের বহু গরিব লোক মারা যায় প্রতিবছর। কিন্তু বর্তমান সময়ে সরকারের কঠোর পদক্ষেপে সরকারি হসপিটাল গুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সরকারি হসপিটাল গুলোতে ভালো চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এবং কিছু কিছু সৎ ডাক্তার ও বিনা চিকিৎসায় এসব গরিব লোকেদের চিকিৎসা করে থাকেন। আসলে এসব ভালো ডাক্তারদের জন্য এখনো গরিব শ্রেণীর লোকেরা বেঁচে আছে।


চিকিৎসা


যার যত টাকা আছে,
তার ততো রোগ আছে।
গরিবদের কোনো টাকা নাই,
তাই তাদের রোগ থাকতেও রোগ নাই।


ডাক্তারের ভিজিট এত বেশি যে,
গরীবের রোগ যায় পালিয়ে।
বড়লোকের অনেক টাকা আছে,
ডাক্তাররা যায় হাপিয়ে।


এক ডাক্তারের যদি কাজ না হয়,
ডাক্তার পরিবর্তন করে বারবার।
টাকার তো কোনো অভাব নেই,
ভালো চিকৎসা তাদের দরকার।


গরিব মানুষের অল্প আয়,
তাই করে তারা বুঝে শুনে ব্যয়।
ডাক্তারের এত টাকার ভিজিট শুনে,
আগেই তাদের রোগ পালায়।


সরকারি হসপিটালে গিয়ে তারা,
পায়না ডাক্তারের দেখা।
যদিও ডাক্তার পায় সেখানে,
ডাক্তার বলে চেম্বারে করো দেখা।


কি যে আজব দুনিয়া রে ভাই,
গরিব মানুষের কোথাও ঠাঁই নাই।
চিকিৎসার অভাবে বহু মানুষ,
এভাবেই দিন দিন মারা যায়।


এখনো অনেক ডাক্তার আছে,
বিনা টাকায় করে গরিবের চিকিৎসা।
ভগবানের এক রূপ তারা,
সবাই তাদের করে শ্রদ্ধা।



আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আপনাদের দেশ এবং আমাদের দেশ দুই দেশের সমস্যা একই। সবাই দারিদ্রতার নিচে বসবাস করে যারা দারিদ্র তারা আরো দারিদ্র হয়ে গেছে আর যারা ধনী তারা আরো ধনী হয়ে যাচ্ছে। আপনি চিকিৎসা নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

যার যত টাকা আছে,
তার ততো রোগ আছে।
গরিবদের কোনো টাকা নাই,
তাই তাদের রোগ থাকতেও রোগ নাই।

আপনি একদম ঠিক বলেছেন। যার যত টাকা আছে তার তত রোগ আছে কিন্তু গরিবের রোগ থাকলেও চিকিৎসা করা মত টাকা নেই। তাই আপনি বুঝেছেন গরিবের কোন রোগ নেই একদম ঠিক কথাটা। আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে সত্যি আমি মুগ্ধ হয়েছি। কবিতাটি পড়ে আমার বেশ ভাল লেগেছে।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার অভাবে আমাদের দেশে এক শ্রেণীর লোক মারা যায়। যারা অর্থবান ব্যক্তি তাদের কাছে চিকিৎসা করা কোন ব্যাপারই না কিন্তু গরিবদের ক্ষেত্রে এটি অনেক বড় ব্যাপার। আর বেশ ভালো বলেছেন বর্তমান সরকারি হাসপাতালে মনে হয় ডাক্তাররা ব্যবসা খুলে বসেছেন। ডাক্তারদের পার্সোনাল চেম্বারে যেতে বলে। যাদের সামর্য্য নেই তারাই তো সরকারি হাসপাতালে কম ব্যয়ের জন্য যায়। কিন্তু সেখানেও তারা প্রতারণার শিকার হয়।

যাইহোক অসাধারণ একটি কবিতা রচনা করেছেন আপনি ভাইয়া। গরিব মানুষের কোথাও ঠাঁই না। 🥺

 last year 

অনেক গরিব মানুষ রয়েছে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আসলে যারা বড় প্রজাতির তারা চিকিৎসা করাতে পারবে এটা তাদের কাছে কোন ব্যাপারই না। কিন্তু যারা গরীব মানুষ দিনে এনে দিনে খায়, তারা চিকিৎসায় একেবারে করতে পারেনা অর্থের জন্য। এটা তাদের জন্য অনেক বড় এবং কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সবাইতো ব্যবসা শুরু করেছে এখন চিকিৎসার নাম দিয়ে। সরকারি হাসপাতালগুলো যেমন তেমনি বেসরকারি হাসপাতালগুলো ও তেমন। সমাজে যেন গরিবদের ঠাঁই একেবারে নেই। সুন্দর টপিক নিয়ে কবিতা লিখলেন পড়ে ভীষণ ভালো লেগেছে।

 last year 

গরিবদের ঠাঁই সমাজে একেবারে নেই এটা কিন্তু অনেক সত্য। আসলে গরিবরা অর্থের জন্য চিকিৎসা করাতে পারে না এটা তাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু যারা ধনী তারা খুব সহজে চিকিৎসা করাতে পারে। সরকারি হসপিটাল গুলোতে ও এখন ব্যবসা শুরু হয়েছে। প্রত্যেকটা ডাক্তারের এখন পার্সোনাল চেম্বার রয়েছে। সত্যি চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63