আশা। কবিতা নং :- ১১৩

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে এই পৃথিবীতে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোন আশা নেই। আসলে গরিব থেকে শুরু করে একদম ধনী লোক পর্যন্ত সবার জীবনে কিছু না কিছু আশা থাকে। কিন্তু সকল শ্রেণীর লোকদের মধ্যে সব আশা কিন্তু কখনোই পূরণ হয় না। আপনার কাছে যতই টাকা এবং সম্পত্তি থাকুক না কেন আপনার জীবনে কিছু কিছু আশা কখনো কখনো অপূরণ থেকে যায়। তাইতো আশা করা ভালো। এই আশার জন্য অন্যের ক্ষতি করা মোটেও ভালো নয়। এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা সব সময় অন্যের ক্ষতি করে নিজের আশা পূরণের জন্য চেষ্টা করে। আসলে অন্যের ক্ষতি করে যদি নিজের আশা পূরণ করা যায় তাহলে সেই আশার ভিতরে কখনো কোনো শান্তি থাকে না। কারণ অন্যের ক্ষতি করে কখনো শান্তি পাওয়া যায় না।


এছাড়াও মানুষ সারা জীবন বিভিন্ন আশা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে। আসলে আশা পূরণ করার জন্য আমাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আর কঠোর পরিশ্রম না করে আমরা আমাদের জীবনের কোন আশা কখনোই পূরণ করতে পারি না। আসলে ছোটবেলায় যখন আমাদের মা বাবা লালন-পালন করে আমাদের বড় করে তুলতো তখন তাদের আশা ছিল যে আমাদের সন্তান বড় হয়ে একটা ভালো চাকরি করবে। আসলে মা-বাবার আশা গুলো যখন পূরণ হয়ে যায় তখন আমাদেরও দায়িত্ব থাকে যে মা-বাবার জীবনের কিছু কিছু অপূরণ করা আশা পূরণ করার জন্য। আসলে এখানে যদি আমরা স্বার্থপরের মত নিজেদের আশা পূরণের জন্য সবসময় লেগে থাকি তাহলে কিন্তু আমাদের মোটেও চলবে না। কেননা যে মা-বাবা তাদের আশা জলাঞ্জলি দিয়ে আমাদের আশা পূরণের জন্য সবসময় চেষ্টা করেছে তাদের কখনো কষ্ট দেওয়া যাবে না।


আসলে অনেকে বলে যে গরিব মানুষের কোন আশা করতে নেই। আসলে ওইসব মানুষেরা কখনোই একজন জ্ঞানী মানুষ হতে পারে না। আসলে সবার জীবনে আশা করার অধিকার রয়েছে। আসলে সেই আশা পূরণ করার দায়িত্ব আমাদের নিজেদের। কেউ কখনো এসে আমাদের আশা পূরণ করার মতো দায়িত্ব পালন করবে না। কারণ সবাই নিজেদের আশা পূরণের জন্য ব্যস্ত থাকে। আসলে এই পৃথিবীতে সবাই স্বার্থপর। আসলে নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো অন্যের স্বার্থ বোঝেনা। আসলে নিজের স্বার্থ পূরণ করতে গিয়ে যদি আমরা অন্যের স্বার্থ নষ্ট করি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না এবং জীবনেও কোন সুখ শান্তি লাভ করতে পারব না। আসলে এজন্য আমরা জীবনে অবশ্যই আশা করব। আর আশা পূরণ করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করব।


✠ আশা ✠


জীবনে কি আশা নিয়ে জন্মেছিলাম,
আর কি হয়ে গেলাম এই শেষ জীবনে।
কত আশাই না পূরণ হলো না আমার,
শুধুই আশা পূরণ করতে ছুটেছিলাম ভুবনে।


সব মানুষ আশায় নাকি ঘর বাঁধে,
কত স্বপ্ন দেখে দিন-রাত জাগে।
এক জীবনে আশা পূরণ না হলে,
বারবার আসতে চাই এই ভুবনে।


আশায় মানুষকে পৃথিবীতে বাঁচতে শেখায়,
কত মানুষ ছুটে চলে আশা পূরণে।
এই পৃথিবীতে এত ব্যস্ততার মাঝেও,
আশায় মানুষ স্বপ্ন দেখে দিনমানে।


শেষ বয়সে যখন চলে আসে এই জীবনে,
কত আশায় অপূর্ণ থেকে যায় আমাদের।
তাইতো বসে বসে আমরা আনমনে ভাবি,
আশার জন্য তাই আমরা কাঁদি নীরবে।


আশা নামটি জীবনে এক হলেও,
প্রত্যেকের জীবনে এক এক আশা থাকে।
আশায় নাকি চাষারা ঘর বাঁধে,
আশা পূরণের পিছনে সবাই ছোটে।


তবুও বুকে মনবল নিয়ে আমরা সবাই,
জীবনের আশাগুলো পূরণ করতে চাই।
অন্য মানুষকে কখনো কষ্ট দিয়ে,
নিজের আশা পূরণ হলেও শান্তি নাই।


জীবনের এই কঠিনতার মাঝে আমরা,
বারবার এই পৃথিবীতে ফিরে আসতে চাই।
অসম্পূর্ণ আশাগুলো পূরণ করার জন্য,
পুনরায় সবাই আবার চেষ্টা করে যাই।


গরিব মানুষের নাকি আশা থাকে না,
কিছু কিছু নির্বোধ লোক এই কথা কয়।
আশা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,
তাইতো পৃথিবীতে আশা সবার জীবনে রয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

সম্পত্তি এবং টাকা সব সময় সব আশা পূর্ণ করতে পারে না। মানুষের চাওয়া পাওয়ার মধ্যে সব চাওয়া পাওয়া সৃষ্টিকর্তা পূরণ করে না। যারা অন্যের ক্ষতি করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় তাদের স্বপ্ন পূরণ হলেও বাস্তবিক পক্ষে তাদের স্বপ্ন কখনোই পূরণ হয় না। যাইহোক আপনি আশা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

মানুষের জীবনে যদি কোন আশা যদি কোন স্বপ্ন না থাকে তাহলে সেই মানুষ কখনো বাঁচার আগ্রহ খুজেঁ পায় না। মানুষের বেঁচে থাকার জন্য আশা করাটা অনেক গুরুত্বপূর্ণ। আর যারা বলে আশা করে কী লাভ তারা বোকা বলতে হয়। আপনার লেখাটা বেশ চমৎকার ছিল। এবং কবিতা টাও বেশ দারুণ লিখেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

বাহ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ছন্দময় কবিতা। কবিতার প্রতিটি লাইনই অসাধারণ ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কবিতাটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.024
BTC 51981.11
ETH 2334.35
USDT 1.00
SBD 1.97