যেমন কর্ম তেমন ফল।

in আমার বাংলা ব্লগ25 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ যেমন কর্ম তেমন ফল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


এই পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্মে সব সময় নিয়োজিত থাকে। আসলে কিছু কিছু মানুষ হয়েছে যারা সবসময় ভালো কাজ করে এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় খারাপ কাজ করে। আসলে এই খারাপ মানুষগুলো যদি খারাপ কাজকর্ম লুকিয়েও করে তাহলে তাদের অবশ্যই মনে রাখতে হবে যে খারাপ কর্মের ফল কখনো ভালো হতে পারে না। অর্থাৎ তারা যদি খারাপ কর্ম করে তাহলে তারা অবশ্যই জীবনে খারাপ ফল ভোগ করবে। এই পৃথিবীতে এজন্য মনীষীরা বলেছেন যে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ যে এই পৃথিবীতে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে এবং যে খারাপ কর্ম করবে সে খারাপ ফল পাবে। এই পৃথিবীতে মানুষ এখন বর্তমান সময়ে খুব লোভী হয়ে গেছে। কেননা মানুষকে আপনি যত দেবেন সে কিন্তু ততই চাইবে।


কিন্তু এর বিনিময়ে এসব মানুষের কাছ থেকে আপনি কখনো কোনো কিছু পাবেন না। কিন্তু আমরা যদি আমাদের কর্মের মাধ্যমে পৃথিবীতে সব কিছু অর্জন করতে চেষ্টা করে তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কেননা ছোটবেলা থেকে যদি মানুষ ভালো শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হতে পারে তাহলে কিন্তু তারা সবসময় ভালো কর্ম করবে। আসলে ভালো কর্মের জন্য সেই ব্যক্তিকে সর্বপ্রথম শিক্ষায় শিক্ষিত হতে হবে। কেননা একজন শিক্ষিত লোক সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং কোন ধরনের খারাপ কাজকর্ম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। আসলে এসব লোকেরা মনে করে যে জীবনে ভালো কর্ম করে যদি এক পয়সা ইনকাম করা যায় সেই এক পয়সা দিয়ে কিন্তু তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে।


কিন্তু খারাপ কর্ম করে যদি জীবনে অর্থের পাহাড় গড়ে তোলা যায় সেই অর্থ দিয়ে জীবনে কখনো আমরা সুখ শান্তি ক্রয় করতে পারব না। কেননা টাকা দিয়ে জীবনে কখনো সুখ শান্তি ক্রয় করা যায় না। একটা ভাঙ্গা কুঁড়ে ঘরে যে শান্তিতে মানুষেরা থাকে ঠিক একটা অট্টালিকার উপরে বসবাসকারী অসৎ লোকেরা জীবনে কখনো সেই সুখ শান্তি পায় না। আর এর জন্য দায়ী হলো তাদের কর্ম। অর্থাৎ একজন ভালো কর্ম করেছে এবং একজন খারাপ কর্ম করেছে। আর এই দুই কর্মের পার্থক্যের জন্য তাদের জীবনে বিভিন্ন ধরনের পার্থক্য আমরা দেখতে পাই। আসলে এইসব পার্থক্য থেকে যদি আমরা শিক্ষা নিয়ে জীবনে ভালো কর্ম করার চেষ্টা করি তাহলে আমাদের দেখাদেখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবসময় ভালো কর্ম করার চেষ্টা করবে এবং তারা সুষ্ঠ শিক্ষা অর্জনের জন্য অনেক বেশি আগ্রহী থাকবেন।


কেননা আমরা মানুষ হিসেবে যদি অন্য মানুষকে ভাল কর্ম করতে না শেখায় তাহলে কিন্তু তাদের জন্য আমরা আমাদের সমাজটাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর এজন্য আমাদের সব সময় ভালো কর্ম করতে হবে এবং আমাদের পাশের মানুষকে ভালো কর্মের সুফল সম্পর্কে বুঝাতে হবে। তারা যদি ভালো কর্মের সুফল একবার বুঝতে পারে তাহলে তারা অবশ্যই এই খারাপ কর্ম ছেড়ে দিয়ে ভালো কর্ম করতে শুরু করবে এবং এই ভালো কর্মের মাধ্যমে তারা জীবনে উন্নতি করার চেষ্টা করবে। আসলে শুধুমাত্র একটা সমাজ নয় সারা দেশের মানুষকে অবশ্যই ভালো কর্ম করে যেতে হবে এবং নিজেদের দেশকে অন্যান্য দেশ অপেক্ষা উচুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এর ফলে আমরা আমাদের দেশকে একটা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 25 days ago 

সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন। এটা একটা রিমাইন্ডার হিসাবেও কাজ করতে পারে আমাদের।

দুর্ভাগ্য বশত আমাদের সমাজে খারাপ কাজ করা লোকের সংখ্যা অনেক বেশী। আপত দৃষ্টিতে তারাই সমাজের উচ্চ পর্যায়ে অবস্থান করছে। মনে হচ্ছে যেন খারাপ কাজ করেও তারাই তো ভাল আছে!! কিন্তু আসল বিষয় ভিন্ন। এই দুনিয়ার জীবনে অনেকেই খারাপ কাজ করে পার পেয়ে গেলেও আমাদের বিশ্বাস আখিরাতে তারা ধরা খাবেই খাবে! সুতরাং কর্ম ভাল করা জরুরী।

ভাল থাকুন!


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

একজন মহিলার যদি (১) মাসিকের সময় অত্যধিক ব্লিডিং হয়, (২) ওজন অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়, এবং (৩) রক্তের ট্রাইগ্লিসারাইড (Triglyceride) নামক লিপিড বেড়ে যায়, তাহলে তার থাইরয়েড হরমোন (thyroid hormone) পরীক্ষা করে দেখা উচিত। হতে পারে সেই মহিলা হাইপোথাইরড (Hypothyroidism) রোগে ভুগছেন।

 25 days ago 

কাজের উপর ভিত্তি করেই সেই কাজের ফলটি পাওয়া যায়। আমরা ভালো কাজ করলে ভালো ফল পেয়ে থাকি।আর মন্দ কাজের ফল ঠিক তেমনি মন্দই হয়।তাই আমাদের জেনে বুঝে কাজ করা উচিত।যা কিছু মঙ্গল তেমন কাজ ই আমরা করবো।ধন্যবাদ দাদা খুব সুন্দর করে বিষয়টি নিয়ে ব্লগ শেয়ার করার জন্য।

 25 days ago 

আমরা মানুষরা এটা ভুলে যাই যে ভালো কাজের ফল ভালো আর মন্দ কাজের ফল মন্দই হয়। তা নাহলে মানুষ খারাপ কাজ করে সম্পদের পাহাড় গড়ে তুলতো না। সাময়িক সুখে থাকা গেলেও তার ফল কিন্তু পৃথিবীতে পেয়ে যায়। তবুও মানুষ ভুলে যায়। এবং অন্যায় কাজ করে সম্পদের পাহাড় গড়ে তুলে। তাই আমরা সবাই যদি এই কথাটি বিশ্বাস করতেম। তবে খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখতাম। ধন্যবাদ সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য।

 25 days ago 

আপনি ঠিক বলেছেন ভাই, যার কর্ম যেমন হবে তার ফলও তেমন হবে। ভালো কর্ম করলে ভালো ফল আশা করা যায়। আর খারাপ কর্ম করলে কখনো ভালো ফল আশা করা যায় না। খারাপ কাজ করে কখনো জীবনে আনন্দ উপভোগ করা যায় না। যে কোন সময় খারাপ কাজের শাস্তি পেতে হয়। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 24 days ago 

আমি আজকে যেমন আছি এটা বিগত দিনের কর্মের ফল। এবং আমার আজকের কর্মের ফল আমি ভবিষ্যতে ভোগ করব। এটাই নিয়তি এটাই বাস্তবতা। কর্ম এবং কর্মফল যেন পৃথিবীর সবচাইতে করুণ সত্য। চমৎকার লিখেছেন আপনি ভাই। সত্যি বলতে মানুষের মধ্যে সুখ ব‍্যাপার টা আপেক্ষিক। এটা পুরোপুরি মনের উপর নির্ভর করে টাকা পয়সা ধন সম্পদের উপর না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68596.26
ETH 2701.49
USDT 1.00
SBD 2.72