সিকিম ভ্রমণ। পর্ব : ০৫

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি সিকিম ভ্রমণের পঞ্চম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। এই পর্বের ফোটোগ্রাফি গুলো আপনাদের খুব ভালো লাগবে।



IMG_20210105_124640.jpg

গুরু পদ্মাসম্ভাভা মন্দির।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



তো আমাদের পরবর্তী গন্তব্য স্থান হলো নামচি। তো যথারীতি আমরা আর সময় নষ্ট না করে নামচির দিকে রওনা হলাম। আবারো এক পাহাড় থেকে পুনরায় নেমে আবার অন্য এক পাহাড়ে উঠতে হবে। মনে মনে ভাবছিলাম যে , একটা হেলিকপ্টার হলে ভালো হতো। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে সময় লাগতো না। হি হি হি।

IMG_1897.JPG

কি আর করবো আমার কাজ শুধু অন্যদের ছবি তুলে দেয়া।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 700D
ক্যামেরা লেংথ : 96 mm
তারিখ : 05/01/2021



নামচি নামক ওই পাহাড়টির চূড়ায় রয়েছে গুরু পদ্মাসম্ভাভা মন্দির। কি ভাবছে নামটি আগে কখনো শোনেন নি। সত্যি বলতে আমিও কখনো শুনি নি। তো আমরা প্রায় দুই ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম। যাবার সময় আমরা গাড়িতে বসে কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। পাহাড়ি অঞ্চলের ভাতটা আমার আবার তেমন একটা পছন্দ হয় নি। সহজে আমার হজম হতে চাচ্ছিলো না।

IMG_1903.JPG

তার পাশে শুধু আমাকেই মানায় না।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 700D
ক্যামেরা লেংথ : 96 mm
তারিখ : 05/01/2021



যাই হোক আবার আমাদের নামচিতে নেমে পুনরায় পাহাড়ের উঁচুতে উঠার জন্য কিছুটা পথ হাঁটতে হলো। ওখানের মন্দিরের ভিতর প্রবেশ করলাম। কিন্তু মন্দিরের ভিতরের ছবি তোলা নিষেধ ছিলো।

IMG_20210105_141017.jpg

সিঁড়ি দিয়ে উপরে উঠার সময়।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



মন্দিরের ভিতরে একজন গম্ভীর গলায় একটা ধর্মীয় বই পড়তে লাগলো। কি ভাষায় যে ওই ব্যক্তিটি বইটি পড়ছে তা আমি বুঝতে পারলাম না।


মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। কোথাও একটুকু ধুলোবালি নেই। মন্দিরটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। তাই মন্দির থেকে চারিদিকের পাহাড়গুলোর চূড়া দেখতে পাচ্ছিলাম।


তখন আমাদের গাড়ির চালক দাদা আমায় বললেন যে , দাদা আমরা এর পরবর্তীতে যে স্থানটিতে যাবো সেটি এখন থেকে দেখা যাচ্ছে। অনেক দূরের পাহাড়ে ছিল বলে আমার খুঁজতে খুঁজতে অনেক সময় লাগলো।

IMG_1926.JPG

মহাদেবের সবচেয়ে বড়ো মূর্তি।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 700D
ক্যামেরা লেংথ : 96 mm
তারিখ : 05/01/2021



তো আমরা আবার পুনরায় বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্থানে যাবার জন্য। ও আরেকটা কথা। এই মন্দিরের চারিদিকে প্রচুর পরিমানে বানর রয়েছে। তাই আমাদের ফোন খুব সাবধানে রাখতে হয়েছিল। কখন এসে নিজের মনে করে ফোন নিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না।



IMG_1905.JPG

মন্দিরে প্রবেশ করার সময়।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 700D
ক্যামেরা লেংথ : 96 mm
তারিখ : 05/01/2021



আমাদের পরবর্তী জায়গার নাম হলো সলফক, নামচি, দক্ষিণ সিকিম। এখানে মহাদেবের মন্দির রয়েছে। এই পাহাড়ের চূড়ায় যেতে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে।

IMG_20210105_143450.jpg

আকাশের অপরূপ দৃশ্য।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



আমার মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে চলে এসেছি। কি অপরূপ দৃশ্য। আমি আগে কখনো এরকম দৃশ্য দেখিনি।

IMG_20210105_143104.jpg

মহাদেবের মন্দিরের সামনে বসে একটু ফটোশুট করছিলাম।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



গেট দিয়ে প্রথমে ঢোকার সময় মহাদেবের ছোট্ট একটা মন্দির রয়েছে। ওই মন্দিরের ভিতর অন্য একটা কক্ষে বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করে রাখা রয়েছে।


এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করার আগে আমাদের সবার জুতো একটা নিদৃষ্ট স্থানে রাখতে হলো। তারপর একে একে আমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলাম।


ওই মন্দির থেকে আকাশটাকে যে এত সুন্দর মনে হচ্ছিলো তা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না।

IMG_20210105_143444.jpg

মন্দিরের একদম উপর থেকে ছবিটি তোলা।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



চারিদিক থেকে ওঁম ওঁম আওয়াজ যেন আমাদের পাগল করে দিচ্ছিলো। খুব মায়াবী একটা জায়গা।



IMG_20210105_143609.jpg

ছোট একটা মন্দির।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 05/01/2021



এখানে পর পর বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। মহাদেবের বড়ো মূর্তিটির সামনে দাঁড়ানো মাত্রই আমার শরীরের লোম খাড়া হয়ে গেলো। এরপর আমরা মন্দির প্রাঙ্গনের চারিদিক ঘুরে দেখতে লাগলাম।



IMG_1962.JPG

আমার কোনো স্টাইল নেই।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 700D
ক্যামেরা লেংথ : 96 mm
তারিখ : 05/01/2021



তো আসাকরি আপনাদের সবাইকে আমার এই সিকিম ভ্রমণ লেখনীর মাধ্যমে উপভোগ করাতে পারছি। তো আবার ফিরে আসবো সিকিম ভ্রমণের ষষ্ঠ পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

সিকিম ভ্রমণ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে মন্দিরে গেলে আমাদের মাঝে অন্যরকম এক অনুভূতি কাজ করে। মহাদেবের সবচেয়ে বড়ো মূর্তি দেখে ভালো লাগলো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

সিকিমের ঐতিহাসিক স্থান গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শন স্থান। আপনি খুব সুন্দর বর্ণনা সহকারে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। সত্যি অসাধারণ ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ দাদা

এতগুলো টপিক্স একসাথে লিখেছ কোনটা রেখে কোনটা আর উপর বেস করে কমেন্ট করব বুঝতে পারছি না। তবে নতুন কিছু জিনিস অবশ্যই দেখলাম এবং ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে।

তার পাশে শুধু আমাকেই মানায় না।

হা হা হা 🤣

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57726.29
ETH 2446.50
USDT 1.00
SBD 2.39