বিশ্বাস।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বিশ্বাস সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে বিশ্বাস এমন একটা জিনিস যেটি একবার ভেঙে গেলে সে বিশ্বাসকে আর কখনো জোড়া দেওয়া যায় না। অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষের ভিতর যে বিশ্বাস গড়ে ওঠে এটি কিন্তু একবার ভেঙে গেলে সে বিশ্বাসকে আমরা কখনো ফিরিয়ে আনতে পারি না। অর্থাৎ মানুষের যত সম্পর্ক রয়েছে এইসব সম্পর্ক কিন্তু এই বিশ্বাসের উপরে গড়ে ওঠে। আসলে এই পৃথিবীতে আমরা মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। কোন মানুষকে আমরা কখনো কষ্ট দিতে পারি না। আসলে আমরা যখন একটা মানুষকে ভালবাসি তখন তার প্রতি বিশ্বাস থাকে যে সেই মানুষটি আমাদের কখনো কষ্ট দেবে না। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইসব মানুষগুলো আমাদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে এবং সেই কষ্ট কখনো সহ্য করা যায় না।
আসলে বিশ্বাস এমন একটা জিনিস যার উপর ভিত্তি করে এই পৃথিবীটা এখনো সঠিকভাবে পরিচালনা হচ্ছে। আসলে আমরা যখন একটা মানুষকে অন্ধের মত বিশ্বাস করি তখন সেই মানুষের জন্য আমরা যে কোন কিছু করতে রাজি থাকি। অর্থাৎ বিশ্বাস এমন একটা জিনিস যা একটা মানুষের জন্য অন্য একটা মানুষ সবসময় জীবন দিয়ে দিতে পারে। এই পৃথিবীতে আগে বিশ্বাসের মর্ম সবাই দিতে পারলেও বর্তমান সময়ে কেউ কিন্তু আর বিশ্বাসের মর্ম দিতে পারছে না। অর্থাৎ তারা এখন বিশ্বাসকে তেমন একটা বেশি গুরুত্ব দেয় না। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে মানুষ কিভাবে মানুষের বিশ্বাসকে ভঙ্গ করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আসলে এই বিশ্বাস ঘাতক লোককে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে।
এজন্য আমরা সব সময় মানুষের বিশ্বাস ঠিক রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। বিশ্বাসের উপর ভিত্তি করে একজন মানুষ কিন্তু জীবনে বড় হতে পারে। কেননা মানুষের বিশ্বাস থাকে যে সেই ব্যক্তিটা জীবনে অবশ্যই বড় হতে পারবে এবং সেই অনুযায়ী সে সবসময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করে। এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করতে পারে না তারা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তাদের কাছে বিশ্বাসের কোন মর্ম নেই। আর এর জন্য আমরা আমাদের সকল ধরনের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসকে ঠিক রাখার চেষ্টা করব। কেননা আপনি যখন বিশ্বাস করে একজন মানুষকে সাহায্য করবেন তাহলে কিন্তু সেই মানুষটিও আপনার বিপদে এসে আপনাকে অবশ্যই সাহায্য করা উচিত। যদিও এখন কিন্তু আমরা এর উল্টোটা দেখতে পাই।
আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক সবকিছু পরিবর্তন হলেও মানুষের প্রতি মানুষের বিশ্বাস কখনো পরিবর্তন করা যাবে না। আর এভাবে যদি আমরা বিশ্বাস ভঙ্গ করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে সামনে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে এই পৃথিবীটা আর কখনো সঠিকভাবে পরিচালনা হবে না এবং সমাজ বলে এই পৃথিবীতে আর কোন কিছুই থাকবে না। আর এর জন্য আমরা সব সময় সকল কর্মকান্ডে মানুষের উপর বিশ্বাস রেখে সেই কাজকর্ম করার চেষ্টা করব। আসলে আমরা যেখানে কাজ করি সেখানে মালিক কিন্তু আমাদের বিশ্বাস করে বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। আর আমরা যদি সেই মালিকের বিশ্বাস ভঙ্গ করে কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারব না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আজকের অনেক সুন্দর একটি বিষয়ের উপরে পোস্ট লিখেছেন। আর সেইটা হলো বিশ্বাস। আসলে বিশ্বাস ছাড়া সবকিছু মূল্যহীন। এখনকার সময়ে অনেক মানুষকে বিশ্বাস করা মানেই নিজের মরণ ঢেকে আনা ছাড়া আরকিছুই না।আমি মনে করি যখন মানুষের সাথে ভালো আচরণ করবো বিশ্বাস করবো হয়তো মানুষ গুলো আমার সাথে তেমনি করবে। কিন্তু সব সময় তা ঠিক হয় না আমি তখন ভুল হই।যাইহোক অনেক গুছিয়ে লিখেছেন ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কঠিন একটা জিনিসের নাম বিশ্বাস। বিশ্বাস করা আর বিশ্বাস ভঙ্গ করা কঠিন বিষয়। আর যেখানে বিশ্বাসের বালাই নাই সেখানে রয়েছে ধ্বংস। যতদিন যাচ্ছে তত মানুষ মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আর এভাবে প্রতিনিয়ত মানুষ একে অপরের অবিশ্বাসের পাত্রের পরিণত হচ্ছে। যাইহোক আপনি সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন দেখে ভালো লাগলো।