মিলন মেলা। পর্ব:-০২

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি মিলন মেলা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000005209.jpg


আসলে বর্ষার সময়টাতে তেমন একটা বেশি লোকজনের সমাগম দেখা যায় না। যেহেতু মেলাটি একটি মাঠের ভিতর হচ্ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে ওই মাঠের অনেক জায়গাতেই জল জমে গিয়ে প্রচুর কাঁদা হয়েছিল। এছাড়াও আমি তেমন কোন দোকানে খুব একটা ভিড় দেখতে পেলাম না। এরপর দেখলাম যে বাচ্চাদের খেলার জায়গা গুলোতেও খুব একটা বেশি লোকের আনাগোনা নেই। আসলে এসব লোক কিন্তু প্রতিদিন এই মেলার মাঠের জন্য টাকা দিয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষকে তারা প্রতিদিন একটা ধার্য মূল্য দিয়ে থাকে। আসলে বেচাকেনা হোক বা না হোক সেদিকে কোন কিছু যায় আসে না। তাই প্রায় দোকানদারদের দেখতে পেলাম যে তাদের মুখ গুলো একটু গোমড়া করে বসে আছে। আসলে সত্যিই তো যদি দোকানে কেনা বেচা না হয় তাহলে তো সব দোকানদারদের মন খারাপ থাকবে।


1000005212.jpg


এছাড়াও যাওয়ার সময় বিভিন্ন দোকানদার একদম করুন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ছিল। আসলে ব্যাপারটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগলো। যাইহোক আমরা আস্তে আস্তে এক একটা দোকান খুব সুন্দর করে দেখতে শুরু করলাম এবং উপভোগ করতে লাগলাম। কেননা এই মেলাতে তেমন একটা বেশি লোক সংখ্যা না থাকায় আমরা একদম নিরিবিলি দোকানের সব জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম। আসলে আমার গিন্নি কিন্তু তার প্রয়োজনীয় জিনিসগুলো সব সময় দেখার চেষ্টা করে। আবার কিছু কিছু জিনিস আছে যা তার শখের। তার সবচেয়ে প্রিয় জিনিস হল চুলের ক্লিপ এবং কানের দুল। এগুলো সংগ্রহ করা তার একটা নেশা। আমিও তাকে এসব বিষয়ে কখনো বারণ করি না।


1000005211.jpg


এর পরবর্তীতে যেসব হরেক মালের দোকান রয়েছে সেসব দোকানে আমরা দেখতে শুরু করলাম। আসলে একটা জিনিস দেখলে সত্যিই অবাক লাগে যে এসব মেলাতে যেসব জিনিসপত্র কম দামে বিক্রি করা হয় সেসব জিনিসগুলো শপিংমল গুলোতে অতিরিক্ত দামে বিক্রি করা হয় ভালো প্যাকেট করে। এর আগে আমি যেহেতু শপিংমল থেকে একটা চায়ের কাপের সেট কিনে এনেছিলাম। ঠিক একই রকম কতগুলো কাপ ওই দোকানগুলো দেখতে পেলাম। আসলে এসব মেলা গুলো কিছু কিছু দোকান আছে যেখানে নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস পাওয়া যায়। যাইহোক প্রতিটা দোকানের জিনিসগুলো আমি খুব সুন্দর করে যাচাই করতে লাগলাম এবং বিভিন্ন নতুন নতুন এক্সপেরিয়েন্স করতে পারলাম।


1000005210.jpg


যেহেতু আমরা অনেক জিনিসপত্র দেখাদেখি করছিলাম তাই তার ভিতর থেকে কিছু কিছু জিনিস যেগুলো না কিনলেই নয় সেগুলো আমরা কিনে নিয়েছিলাম। বিশেষ করে আমাদের সবসময় সতর্ক থাকতে হচ্ছিল যে কাঁদার ভিতর যাতে না পড়ে যায়। কেননা চারিদিকে এত পরিমাণ কাঁদা ছিল কোথাও তো একটু শান্তি ভাবে দাঁড়িয়ে থাকবো তার উপায় নেই। আর জন্য দোকানদাররা তাদের দোকানের সামনে গুলোতে একটা করে ইট দিয়ে দিয়েছিল। আসলে আমাদের একটা ইটের উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে হচ্ছিল। আসলে এভাবে আমরা পুরো মেলাটাকে আস্তে আস্তে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আর এদিকে তো পায়ে কাঁদা লেগে একদম একাকার হয়ে গিয়েছিল।

ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last month 

মেলায় যেতে আমারও ভীষণ ভালো লাগে।আজ আপনি মেলায় থাকা বিভিন্ন ধরনের জিনিসে ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনার শেয়ার করা ছবির থেকে অনেক রকমের জিনিস দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88