সময়ের মূল্য। কবিতা নং :- ৪১

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমাদের পৃথিবীতে কোন কিছু চলে গেলে তার অধিকাংশ ফিরে পাওয়া গেলেও সময় কিন্তু একবার চলে গেলে সে সময়কে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাই সেজন্য সময়কে আমরা সবথেকে মূল্যবান মনে করি। আর সময়ের কাজ যদি আমরা অসময়ে করি তাহলে সেই কাজের কখনোই মূল্য থাকে না। আরো অসময়ে করলে যদিও মূল্য থাকে কিন্তু সময়ের মূল্যের সাথে সেই অসময়ের কাজের মূল্যের ভ্যালু অনেকটা কমে যায়। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে প্রতিটা কাজ সময়মতো করার।


আসলে জীবনে যা কিছুই আপনি করুন না কেন আপনি যদি আপনার এই কাজ সময়মতো করে থাকেন তাহলে সময়ই আপনাকে বলে দেবে আপনার পরবর্তীতে কি করতে হবে। আর সময় মত কোন কাজ করলে পরবর্তীতে আর পিছনে তাকাতে হয় না। তাইতো সময় মতো কোনো কাজ যদি একবার চেষ্টায় হয়ে যায় কিন্তু অসময় সেই কাজ একবার চেষ্টায় নাও হতে পারে। তাইতো আমাদের কোন কিছুর দিকে না তাকিয়ে আগে সময়ের দিকে লক্ষ্য রেখে সময় মত কাজ করতে হবে।


অনেকেই আছেন যারা কোন কাজ করার আগে বসে বসে সময় নষ্ট করে এবং ভাবতে থাকে কিভাবে এই কাজটা করা সম্ভব। কিন্তু এর ফলে সেই কাজ বরং সহজ হয় না যত সময় যেতে থাকে সেই কাজ আরও তত বেশি কঠিন হয়ে যায়। তাইতো ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে কিন্তু সঠিক সময় আমাদের সব কাজ করতে হবে। তাইতো সঠিক সময়ে চিন্তাভাবনা করে সময় মতো কাজ করার মাধ্যমে আমরা যে কোন কঠিন কাজকে সহজ করে ফেলতে পারি।


আসলে এই পৃথিবীতে যারা বড় জ্ঞানী বড় বুদ্ধিমান তারা কিন্তু কখনোই সময়ের অপব্যবহার করেনি। কারণ তারা জানে তাদের জীবনে সময়ের গুরুত্বটা কত বেশি। আর এই সময়ের সঠিক গুরুত্ব দেওয়ার জন্য তারা কিন্তু আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও আমরা সেসব ব্যক্তিদের এখনো স্মরণ করি তাদের সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য তারা আজ পৃথিবীতে শ্রেষ্ঠ। আসলে সময় মত যদি আপনি সঠিক কাজ না করেন তাহলে সেই সময়টাও নষ্ট হবে এবং এই খারাপ কাজের জন্য আপনাকে পরে মাশুল গুনতে হবে।


আরেকটা সব থেকে বড় জিনিস হল এই সময়ের প্রতি জ্ঞানটা আমরা যদি আমাদের ছাত্র জীবন থেকে করে আসি তাহলে ভবিষ্যৎ জীবনে আমাদের আর কখনোই ব্যর্থতাকে প্রশ্রয় দিতে হবে না। বরং আমাদের জীবনে তখন সবকিছুই হবে জয়। তাইতো ছাত্র জীবন হলো সবথেকে ভালো সময় যে সময়ে আপনি সময়ের সঠিক ব্যবহার করবেন। আর সমাজ সঠিক ব্যবহার করতে করতে মানুষের অভ্যাস হয়ে দাঁড়ায় যে সে কখনোই আর অসময়ে কোন কাজ করতে চায় না।


আর সময় মত কাজ করার অভ্যাসটা কিন্তু খারাপ কখনই নয়। আপনার এই পৃথিবীতে অনেক বাঁধা অনেক বিপত্তি আসবে। কিন্তু আপনি যদি এই বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে সময় মত সব কাজ করেন তাহলে পরবর্তীতে এই বাঁধা-বিপত্তি অনেকটা কমে যাবে। আর কোন ছাত্র যদি তার শৈশবকাল হতে সময়ের সঠিক ব্যবহার না করে তাহলে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাইতো প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানকে সময় সম্পর্কে সঠিক ধারণা দেওয়া।


যেসব বাবা-মা তাদের সন্তানদের সময় সম্পর্কে সঠিক জ্ঞান দেয় এবং সময়ের সঠিক ব্যবহার করতে শেখায় সেসব সন্তানেরা জীবনে অনেক বড় হতে পারে। এছাড়াও সেসব সন্তানরা কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারে না। ধরুন আপনি পরীক্ষার আগে সময় মত বই পড়লেন না। তাহলে আপনাকে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য অথবা ভালো নাম্বার পাওয়ার জন্য আপনাকে অসৎ ব্যবস্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে পরীক্ষায় নকল কিংবা অন্যের খাতা দেখে লিখতে হবে।


তাইতো প্রতিটি স্কুলে আমার মনে হয় প্রতিটি শিক্ষককে তাদের ছাত্রদের এই সময় সম্পর্কে সঠিক মূল্যবোধ জাগাতে হবে। তাদের বোঝাতে হবে সময়ের মূল্যটা তাদের জীবনে কতটা বেশি। আর এ জন্যই আমাদের দেশ এই সময়ের সঠিক ব্যবহারের ফলে অনেক এগিয়ে যাচ্ছে দিন দিন। এই কিছুদিন আগে আপনারা সবাই শুনেছেন যে আমাদের দেশ আজ চাঁদের বুকেও তাদের অস্তিত্ব এঁকে দিয়েছে। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়মতো কোন কিছুই না হলে সেই কাজ কখনোই সঠিক হয় না।


তাইতো আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকেই সময়ের মূল্য দিতে হবে। শুধু সময়ের মূল্য দিলে হবে না সময়ের সঠিক মূল্য দিতে হবে। আর এই সঠিক মূল্য দেওয়ার ফলে আমাদের দেশ অন্যান্য দেশ অপেক্ষা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে আগামীতে। এছাড়াও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের মূল্যবোধ সম্পর্কে জানাতে হবে।


✠ সময়ের মূল্য ✠


সময়ের কাজ সময়ে করো,
বসে থেকো না অযথা।
সময় মত কাজ না করলে,
কর্মফল হয়ে যাবে বৃথা।


সময় হচ্ছে সবথেকে মূল্যবান,
অর্থ দিয়ে কেনা যায় না।
সময় একবার চলে গেলে,
সে সময় আর পাওয়া যায় না।


সময়ে যারা কাজ করেছে,
জীবনে জয়ী হয়েছে তারা।
সময়ের মূল্য দেবার জন্য,
পৃথিবীর সর্বশেষে তারা।


সময়কে অবহেলা করে যারা,
দুঃখের দিন কাটাতে হয় তাদের।
সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ে,
এই সমাজের মাঝে।


সময় হল এমন জিনিস,
কোন মূল্যে পাওয়া যায় না।
সময় যদি চলে যায়,
কোটি টাকায় আর আসে না।


সময়ের কাজ অসময়ে করলে,
সেই কাজের মূল্য থাকেনা।
সময়ের জ্ঞান আছে যাদের,
তারা অসময়ে কাজ করে না।


সময়ের মূল্য দিলে পরে,
কোন কাজ কঠিন হয় না।
জীবনের পথ সুখম হয়,
কোন বাঁধা আর আসে না।


ছাত্র জীবনে সময়ের মূল্য,
দিয়েছে যেসব ছাত্ররা।
তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে,
কেহ আটকাতে পারবেনা।


সময়কে সবাই কাজে লাগিয়ে,
এগোতে হবে সামনের দিকে।
তাহলে দেশের উন্নতি হবে,
এগিয়ে যাব আমরা সর্বক্ষেত্রে।


যে সময় নষ্ট হয়ে গেছে,
তা চিন্তা করে আর লাভ নাই।
পূর্বের কথা বাদ দিয়ে,
এখনই সময়ের সঠিক ব্যবহার চাই।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 11 months ago 

সময় খুবই মূল্যবান একটা বিষয়। একবার সময় চলে গেলে সে সময় ফিরে আসে না। মানুষ মানুষের জন্য অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। আজকে আপনার সময়ের মূল্য নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে কবিতার প্রত্যেকটা লাইন খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন ভাই সময়ের মূল্য কখনো টাকা দিয়ে কেনা যায় না। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45