সময়ের স্রোত। কবিতা নং :- ৫৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। দেখতে দেখতে আজ আপনি আপনাদের সাথে আমার লেখা কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে মানব জীবন খুবই ছোট। আপনি একটা জিনিস কখনো ভেবে দেখেছেন। মনে হয় না এইতো কদিন আগে আমরা জন্মগ্রহণ করলাম আর এতটা সময় আমরা কিভাবেই কাটিয়ে দিলাম। প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে আবার অপেক্ষা করতে হয় কখন রাত হবে। অর্থাৎ সকাল হওয়ার পরেই কিন্তু রাত হয়ে যায়। প্রতিদিন এভাবেই কিন্তু আমাদের কেটে যায়। তাইতো চোখের নিমিষেই আমাদের জীবন থেকে বহু সময় আস্তে আস্তে চলে যাচ্ছে।


এইতো আপনি বসে রয়েছেন। বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছেন। কিন্তু এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে তার নিজের স্রোতধারার মতো। আপনি কি কখনো সময়কে বেঁধে রাখার চেষ্টা করেছেন। অবশ্য চেষ্টা করে কোন লাভ নেই। কারণ পৃথিবীর এমন কোন শক্তির দ্বারা সময়কে কখনোই আটকে রাখা যাবে না। এই সময় এই আছে আবার এই নেই। আসলে এই পৃথিবীতে সময়ের মূল্য অমূল্য। অর্থাৎ পৃথিবীর কোন ধন সম্পত্তির দ্বারা আপনি কিন্তু এক সেকেন্ড সময়ও কিনতে পারবেন না।


আসলে পৃথিবীতে যারা সময়ের সঠিক ব্যবহার করেনি তারা আজ তার মূল্য বুঝছে। অবশ্য মূল্য বুঝেও তো কোন লাভ নেই। কারণ যে সময়টা চলে গেছে সেই সময়টা জীবনে আর কখনোই ফিরিয়ে আনা যাবে না। আর আমরা যদি যে সময় চলে গেছে সেই সময় নিয়ে চিন্তা করতে থাকি তাহলে বর্তমান সময়টাও কিন্তু আস্তে আস্তে আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আসলে যে সময় চলে গেছে সে সময়ের জন্য ভাবনা চিন্তা করাটা পুরো নিরর্থক।


সবকিছু ভুলে গিয়ে বর্তমান যে সময়টা আছে সেই সময়ের অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। কথায় আছে না সময়ের কাজ সময় করলে সেই কাজ কখনোই কঠিন হয় না। আপনি যদি কোন কাজ সঠিক সময় না করে ভবিষ্যতের জন্য রেখে দেন তাহলে সেই কাজ কখনোই সম্পন্ন হয় না। অর্থাৎ যত সময় চলে যায় সেই কাজ কঠিন থেকে আরও কঠিনতর হয়ে ওঠে। তাই সময়কে যথেষ্ট মূল্য দিতে হবে আমাদের। সবাইকে মূল্য না দিলে পরবর্তীতে আমরা জীবনে কখনোই উন্নতি লাভ করতে পারবোনা।


পৃথিবীতে অনেক গুণীজন ব্যক্তি রয়েছে যারা কখনো সময়কে অপব্যবহার করেনি। বরং তারা সময়ের সঠিক ব্যবহার করে আর জীবনে খ্যাতি অর্জন করেছে। এছাড়া অনেকে আছেন যারা মারা গেছেন কিন্তু তাদের সঠিক সময়ের মূল্য দেওয়ার জন্য তারা আজ পৃথিবীতে সবার মনের ভিতরে জীবিত রয়েছে। আপনি যদি আপনার নিজের অবস্থা নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে সেই অবস্থার কখনো উন্নতি হবে না। আপনাকে সেই অবস্থা থেকে উঠে আসার জন্য আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে।


আসলে যারা হেসে খেলে সময় নষ্ট করে পরবর্তীতে তাদের কপালে অনেক দুর্ভোগ থাকে। আপনি যদি বর্তমান সময়ে যত দুঃখ কষ্ট হোক না কেন সময়কে সঠিক ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে আপনি সুখী হতে পারবেন। তাইতো আমাদের সবকিছু ভুলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আর একটা জিনিস তো অবশ্যই করতে হবে আমাদের। সেটি হলো প্রতিটা কাজ সময়মতো করতে হবে। কোন কাজকে ছোট বলে গণ্য করা যাবে না। কারণ আপনি যে কাজকে আজ ছোট বলে মনে করবেন সেই কাজ কিন্তু পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করবে।


✠ সময়ের স্রোত ✠



হাসিতে খেলিতে গেছে সময়,
এখন বসে ভাবছো তুমি।
সময় যে এত নষ্ট করেছ,
এর ফল পাচ্ছ তুমি।


সময় মত কাজ করলে পরে,
এখন আরামে থাকতে তুমি।
কপালের কোন দোষ নাই,
সব দোষ শুধুই তোমারই।


সময়ের মূল্য দিলে পরে,
কোন কাজ আটকে থাকে না।
সময়ের মূল্য দিয়েছে বলে,
পিছনে কখনো তাকাতে হয় না।


সময় এতটাই মূল্যবান যে,
কোনভাবেই কেনা যায় না।
তাইতো সময় চলে গেলে,
ফিরে আর পাওয়া যায় না।


শৈশব থেকে সময়ের মূল্য,
যদি তুমি দিতে পারো।
জীবনে তুমি অনেক বড় হবে,
আটকাতে পারবে না কেহ।


সময় মত কাজ করো,
অসময়ে কাজ করো না।
সময় মত কাজ করলে,
কোন বাঁধা আর থাকেনা।


জীবনের এই অল্প সময়,
দেখতে দেখতে যায় ফুরিয়ে।
আজ করবো না কাল করব,
তাহলে আর কাজ না হবে।


সবকিছু তাই ভুলে গিয়ে,
সময়ের সঠিক ব্যবহার কর।
প্রতিটা সময়ের মূল্য তুমি,
জীবনে দিতে শেখো।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

সত্যি দাদা আমার কাছেও মনে হয় মাঝে মাঝে এই তো সেদিন কতটা ছোট ছিলাম। সময় যেমন দ্রুত চলে গেছে তেমনি হারিয়ে ফেলেছি জীবন থেকে অনেকটা সময়। আসলে হাজার টাকা দিয়ে কিংবা কোটি টাকা দিয়েও সময় কিনতে পাওয়া যায় না। আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে দাদা। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

 last year 

দাদা আপনার কথার সাথে আমি একমত আসলেই মনে হয় মাঝে মাঝে এইতো সেদিন জন্মগ্রহণ করলাম আর এতগুলো দিন সময় আমাদের জীবন থেকে চলে গেছে ভাবতে অনেক কষ্ট লাগে। আসলে জীবনটা ক্ষণিকের তাই সময়ের মূল্য বুঝে সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত আমাদেরকে। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাই আজকেও আপনি সময় স্রোত নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। কবিতার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আপনি তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এটা ঠিক আমাদের সময়ের কাজ সময়ে করা উচিত কারণ সময় ফুরিয়ে গেলে অসময়ে সে কাজ কখনোই সাকসেস হয় না। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর একটি কবিতা যেখানে জ্ঞান মূলক অনেক লাইন খুঁজে পেয়েছি।

 last year 

সময়ের মূল‍্য সবাই দিতে পারে না। সবাই পারে না সময়ের সঠিক ব‍্যবহার করতে। সেজন্যই তো সবাই সফলও হয় না। গুণী এবং সফল ব‍্যক্তিরা সময়ের অনেক মূল‍্যায়ন করত। আর সময় নদীর স্রোতের মতো কারো জন্য অপেক্ষা করে না। বয়ে যায় নিজের মতো করে। সময়ের কাজ সময়ে করলে সফলতা অবধারিত। আপনার কবিতা টা বেশ সুন্দর ছিল দাদা। বেশ চমৎকার লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

আশা করি দাদা ভালো আছেন? সময়ের স্রোত কবিতা আমাদের মাঝে বেশ সুন্দর উপস্থাপন করেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। সময়মতো কাজ না করলে কখনো সফলতা অর্জন করা যায় না। পরবর্তীতে কপালের দোষ দিয়ে লাভ হয় না। সময় প্রতিটি মূল্য দিতে পারলেই তবে জীবনে সফলতা অর্জন করা যায়। সময়ের মূল্য বুঝে সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত। এত চমৎকার কবিতা আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69589.60
ETH 2501.17
USDT 1.00
SBD 2.55