প্রফেসর শঙ্কু পার্ক। প্রথম পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে পার্কে ঘোরার অন্যতম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। আশাকরি আপনাদের সবার খুব ভালো লাগবে।


IMG_20230827_181629.jpg


আসলে দাদা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করে। তো কিছুদিন যাবৎ দাদা ভাবছিল কোথায় ঘুরতে যাওয়া যায়। কারণ হলো আমাদের কলকাতার অনেক জায়গাই দাদার প্রায় ঘোরা হয়ে গেছে। তাই দাদা বলেছিল যে, আমরা এই রবিবার কোথাও ঘুরতে যাব। আসলে একটা জিনিস কি কোথাও ঘুরতে যাওয়ার আগে দাদা প্ল্যান করে যে আমরা কোথায় ঘুরতে যাব। তাই একদিক থেকে আমাদের কোন টেনশন থাকে না।

IMG_20230827_174615_edited.jpg


IMG_20230827_174621_edited.jpg


কারণ দাদার চয়েজ কখনো খারাপ হয় না। আর অনেকটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার মত ব্যাপার আমাদের। কারণ কোথায় ঘুরতে যাবে এই টেনশনটা দাদার থাকে আমাদের থাকে না। তাই রবিবার দাদা আমাকে দুপুর নাগাদ বলল যে, নিলয় চলো আজ প্রফেসর শঙ্কুর একটা পার্ক রয়েছে সেখান থেকে ঘুরে আসা যায়। আসলে কলকাতার ভিতরে ছোট ছোট এমন অনেক পার্ক রয়েছে যেখানে অনেক শিক্ষনীয় দিক রয়েছে।


IMG_20230827_174644.jpg


IMG_20230827_174651.jpg


আর আমাদের ছোট বাবু তো অনেক কিছু শিখছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তাই দাদা আমাকে বলল যে, নিলয় তুমি গুগলে সার্চ করে দেখো জায়গাটি কোথায়। যদিও দাদা আমার আগে গুগলে সার্চ করে দেখেছিল যে জায়গাটি কোথায় অবস্থিত। আমিও আমার কম্পিউটারে গুগলে সার্চ করে দেখলাম জায়গাটি কতদূর। যাইহোক জায়গাটি বেশি দূরে ছিল না। আমি তখন দাদাকে গিয়ে বললাম যে দাদা জায়গাটি আমাদের কাছাকাছি অবস্থিত।


IMG_20230827_174726.jpg


IMG_20230827_174745.jpg


আরেকটা ভয় ছিল যে পার্কটি রবিবার খোলা থাকে কিনা। তাই দাদা আমাকে বললে যে, তুমি গুগলে সার্চ করে দেখো যে পার্কটি রবিবার বন্ধ কিনা। আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে, পার্কটি দুপুর দুটো থেকে রাত সাড়ে সাতটা অবধি খোলা থাকে। কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে এই পার্কটি সারা সপ্তাহ খোলা থাকে কিনা। তাই আমি দাদাকে গিয়ে বললাম যে, দাদা আমি কোথাও কিন্তু বন্ধের কোন দিন খুঁজে পেলাম না। তখন দাদা আমাকে বলল যে, রবিবার কোন পার্ক ছুটি থাকে না। কারণ রবিবার সবাই বিভিন্ন পার্কে ঘুরতে যায়।


IMG_20230827_174800_edited.jpg


IMG_20230827_174857_edited.jpg


যাই হোক আমরা আমাদের সময় নির্ধারণ করে নিলাম এবং গাড়ির ড্রাইভারকে আমি সময়ের কিছুক্ষণ আগে ডেকে নিলাম। কিন্তু আমাদের যে টাইমে বের হওয়ার কথা ছিল দাদার কাজের জন্য এবং আমার কাজের জন্য আমরা সময়ের একটু পরে গেলাম। আমি কাজ করতে করতে দেখি আমার পিছনে টিনটিন বাবু এসে আমায় ডাকছে যে, কাকা তুমি রেডি হয়ে নাও আমরা ঘুরতে বেরোবো। যাইহোক সাথে সাথে আমি আমার কাজ ওখানেই বন্ধ রেখে রেডি হয়ে টিনটিন বাবুকে কোলে করে নিয়ে নিচে নেমে গেলাম।


IMG_20230827_174923_edited.jpg


IMG_20230827_175126.jpg


আমরা কিন্তু নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। এরপর দাদা বৌদি দুজনে চলে এলে আমরা গাড়িতে উঠে পার্কটি যাওয়ার জন্য রওনা দিলাম। যেতে যেতে গাড়ির ভিতর টিনটিন বাবুর বিভিন্ন ধরনের আবদার আমাদের শুনতে হল। রাস্তায় যেহেতু বেশি ট্রাফিক জ্যাম ছিল না তাই আমরা খুব দ্রুত পার্কটিতে পৌঁছে গেলাম।


IMG_20230827_175212_edited.jpg


IMG_20230827_175242_edited.jpg


প্রথমে আমি নেমে পার্কের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম গাড়িটি কোথায় পার্কিং করা যায়। উনারা বললেন, আপনারা গাড়িটি এখানে রেখে দিন এবং আমি নেমে জিজ্ঞাসা করলাম যে এখানে টিকিটের মূল্য কত টাকা। তখন পার্ক কর্তৃপক্ষ আমাদের বললেন যে, এখানে টিকিটের মূল্য ১০ টাকা। কিন্তু এখানে যেসব স্থানীয় ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু এই পার্কের বিনামূল্যে ঢুকতে পারে এরা।

IMG_20230827_175230_edited.jpg


IMG_20230827_175322_edited.jpg



ব্যাপারটা শুনে আমার খুব ভালো লাগলো। তখন দাদা এসে আমাদের জন্য তিনটি টিকিট কেটে নিল। আর আমি তো সবসময় টিনটিন বাবুকে সঙ্গে নিয়ে চারিদিক ঘুরছিলাম এবং টিনটিন বাবুকে শঙ্কু বাবুর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিলাম। কিন্তু টিনটিন বাবু তো আর এসব বোঝার বয়স এখনো হয়নি।


IMG_20230827_175049_edited.jpg


এরপর আমরা চারিদিক ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ছবি তুলতে লাগলাম। আসলে বাচ্চাদের এইসব জায়গায় ঘুরাতে নিয়ে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এসব পার্ক থেকে। কিন্তু কিছুক্ষণ পর টিনটিন বাবু আমাকে বলল যে, আমরা খেলা করতে যাব।


IMG_20230827_175429.jpg


এর কারণ হলো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছিল তাই দেখে আমাদের টিনটিন বাবুর খেলা করতে খুব ইচ্ছা হচ্ছিল। তাই আমি তাকে নিয়ে বাচ্চাদের খেলার ওইসব জায়গাতে গিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতে লাগলাম। এদিকে টিনটিন বাবু একটা দোলনা নিয়ে শুধু নাড়াচাড়া করছিল।


IMG_20230827_175525.jpg


কিছুক্ষণ পর টিনটিন বাবু আমাকে দোলনার উপরে উঠতে বলল। তারপর সে আস্তে আস্তে দোলনাটি নাড়াতে চেষ্টা করল। কিন্তু সে নাড়াতে ব্যর্থ হয় সে একটু রেগে গেল। তাই আমি পুনরায় দোলনা থেকে নেমে আবার তার সাথে হাতে হাত লাগিয়ে দোলনাটি নাড়াতে শুরু করলাম।


ক্যামেরা পরিচিতি : HUAWEI
ক্যামেরা মডেল : BKK-AL 10
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 27/08/2023


তো এই ছিল আজ আমার পোস্ট। আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

পৃথিবী বাদই দিলাম নিজেদেরে দেশের কথাও বাদ দিলিাম। আমাদের আশে পাশে অনেক জায়গা রয়েছে যে গুলো আমাদের দেখা বাকি থেকে যায়। এমনই একটি জায়গা হলো প্রফেসর শঙ্কু পার্ক। সবার নজর বাদ পড়লেও দাদার নজর বাদ পড়েনি। তাই আজকে সেই জায়গাটা দেখতে পারলেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42