আকাশের অসাধারণ কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্ব -০৯

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও আমার তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


DSC_0670.JPG

আমাদের সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য। এই সূর্য নামক এই তারাটি আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এই সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এবং পৃথিবীর ভরের চেয়ে তিন লক্ষ ত্রিশ হাজার গুণ ভারী। এই সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬৫ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং কেন্দ্রের তাপমাত্রা ৩ কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্য আমাদের পৃথিবী থেকে গড়ে প্রায় ১৪ কোটি ৮৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। একবার ভাবুনতো এই সূর্য যদি না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। কারন আমাদের এই পৃথিবীর সব শক্তির মূলে রয়েছে এই সূর্য। আর আমরা হিন্দুরা এই সূর্যকে সূর্য দেবতা বলে থাকি।

DSC_0775.JPG


আর আকাশ মানেই হলো বিশ্ব ভরা প্রাণ, সীমার মাঝে অসীম। শত কাজের মাঝে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমাদের মন আনমনা হয়ে যায়। সেই নীল আকাশের যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে, সেই দৃশ্য পাগল করার মতো। আর এই নীল আকাশ আমাদের উদার হতে শেখায় আর এই সাদা মেঘ আমাদের বলে মনের সব কালিমা মুছে ভেলার মতো ভেসে বেড়াও।

DSC_0788.JPG


ছোটবেলা মনে আছে যখন বসে থাকতাম আকাশের দিকে তাকিয়ে তখন আকাশের দিকে তাকিয়ে আমরা নানা ধরনের খেলা খেলতাম। যেমন ধরুন আমরা কয়েকজন বালক এক জায়গায় বসে আছি এবং একে অপরকে বলছি আকাশের মাঝে একটা প্রজাপতি খুঁজে দেখাতো অথবা আকাশের মাঝে একটা হাতি খুঁজে দেখা। তখন তারা আকাশের পানে তাকিয়ে বিভিন্ন দিক খুজতে লাগতো। কারণ এক একটা মেঘ এক এক ধরনের আকার ধারণ করে। দেখতে অনেকটা মানুষের মত হতে পারে আবার পশু-পাখির মত হতে পারে অথবা কোন ফুলও হতে পারে।

DSC_0798.JPG


মাঝে মাঝে যখন বাবার সাথে হাত ধরে কোথাও ঘুরতে বের হতাম তখন বাবা দূর আকাশে তাকিয়ে বলতো ওই দেখ একটা কুমির দেখা যাচ্ছে। আকাশের এই সোনার রং মনকে আকুল করে তোলে। মনে হয়, আকাশটা সোনা দিয়ে বাঁধাই করা।



DSC_0820.JPG


আসলে আকাশ হলো ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশবিশেষ। এটি বায়ুমণ্ডল এবং মহাশূন্যের একটি অংশ। ভূপৃষ্ঠ থেকে একটি কাল্পনিক উপলক্ষে কল্পনা করা হয় এই আকাশকে। যেখানে সূর্য, তারা, চাঁদ এবং বিভিন্ন গ্রহ ভ্রমণ করে।

DSC_0800.JPG

সন্ধ্যার আগের এই আকাশটি অন্যরকম একটা রূপ ধারণ করে। আমাদের এই ভূপৃষ্ঠে অনেক আগেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। কিন্তু আকাশে তখনও আলো থাকে। তখনই আকাশকে অনেকটা উদাসীন মনে হয়। আর উদাসীন আকাশে ভেলার মতো ভেসে বেড়াতে ইচ্ছে করে। ভেলার মতো ভেসে চলে যেতে ইচ্ছে করে দূরদূরান্তে।



DSC_0767.JPG


ইটের ভাটার কঠিন জীবন মানুষকে বারবার শিক্ষা দেয়। মানুষ খাবারের জন্য কত কিছুই না করে। কোথায় একটা জায়গায় বসে ছিলাম হঠাৎ একটা উড়োজাহাজ দেখতে পেলাম। তা ভাবলাম, এই উড়োজাহাজটিকে আমি আমার ক্যামেরায় বন্দি করি। তখন মনে পড়ে যায় আমি যদি এই উড়োজাহাজের মত উড়ে বেড়াতে পারতাম তাহলে কতই না মজা হত।



DSC_0770.JPG

ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 300 mm
তারিখ : 15/02/2017


আমরা কখনও উচু বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে তাকালে আমাদের গা শিরশির করে অথবা কোন উঁচু জিনিসের পাশে আমরা যদি দাড়াই তখনও আমাদের গা শিরশির করে। ফটো তুলতে তুলতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন একটা ইটের ভাটার ধোঁয়া বেরোনোর চোঙের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন চোঙ এর কাছে গিয়ে উঁচুতে তাকাতেই আমার গাঁ একটু শিরশির করে উঠলো। তখন ভাবলাম আপনাদেরও এই শিরশিরানিটা একটু উপভোগ করাই। তাই এই উঁচু চোঙের নিচ থেকে উপরের দিকের একটা ছবি তুললাম।

আশাকরি আজকের পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।

আবার ফিরে আসবো পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আজকের মত শেষ করছি।

border-47094_960_720.webp



*** ধন্যবাদ সবাইকে। ***



IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।
Sort:  
 2 years ago 

কি অসাধারন সব ফটোগ্রাফি। দেখে কি যে ভাল লাগছে। কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

দাদা আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই সেটা বোঝা যায়। আপনি খুব সুন্দর ভাবে আকাশের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আকাশের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এ ধরনের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

ভাই, আপনি আকাশের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। শুধুই অসাধারণ নয়, যাকে বলে একদম মনমুগ্ধকর ফটোগ্রাফি। যা এক দেখাতেই ভালো লেগে যায়। এছাড়াও আকাশের ফটোগ্রাফি উপস্থাপনের জন্য আপনি যে বর্ণনা করেছেন তা খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর বর্ণনা করে, অসাধারণ আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর কিছু আকাশের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরার জন্য।আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি অসাধারণ আকাশের ফটোগ্রাফি করেছেন। এবং আপনার খুব সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনি আকাশ এবং সূর্য নিয়ে খুব সুন্দর বর্ণনা করে লিখেছেন। আপনার বর্ণনা গুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এবং অনেক কিছু সম্বন্ধে জানতে পারলাম। চমৎকার করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুব চমৎকার আকাশের কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি করা এক ধরনের শিল্প। তবে আপনি সূর্য এবং আকাশ নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখে তুলে ধরেছেন। সত্যি অনেক ভালো লাগলো কিছু জিনিস জানতে পেরে। অনেক সুন্দর করে ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর আকাশের দৃশ্য ফটোগ্রাফি করে উপস্থাপন করেছেন দেখে আমি মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ভাবে তুলেছেন দেখছি। আকাশে ঘন মেঘের দৃশ্যটা কিন্তু সে ছিল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33