অর্থের অহংকার করতে নেই।

in আমার বাংলা ব্লগ8 hours ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অর্থের অহংকার গুরুত্ব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17278435561572738103779161313105.jpg



সোর্স


এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ রয়েছে তেমনি ভালো মানুষের রয়েছে। কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। আসলে জীবনে যদি মানুষ খারাপ ভাবে চলে এবং অন্যের উপকার করে তারা কখনো জীবনে সুখী হতে পারে না। এছাড়াও কিছু কিছু মানুষ আছে যারা উঁচুতে থেকে সব সময় তারা তাদের অর্থের অহংকার করে। আর সেসব মানুষ কখনোই বুঝতে চেষ্টা করে না যে এই পৃথিবীতে আমরা যে জিনিস নিয়ে অহংকার করব সেই জিনিস কিন্তু একদিন নাও থাকতে পারে। আসলে আমার কাছে মনে হয় যে যারা জন্মগতভাবে একটু ধনী-প্রকৃতির তারা কিন্তু কখনো এই ধরনের টাকার অহংকার করে না। আবার সমাজের কিছু কিছু লোক রয়েছে যারা খুব নিম্ন পর্যায়ে থেকে হঠাৎ করে কোনো খারাপ পথ অবলম্বন করে জীবনে বড় হয়ে টাকার অহংকার দেখাতে শুরু করে।


আসলে এইসব লোকেরা তারা তাদের পূর্বের কথা সবসময় ভুলে যায়। আর যারা তাদের অতীতের কথা ভুলে যায় তারা কখনো একজন ভালো মানুষ হতে পারে না। এই পৃথিবীতে আমরা যত বেশি অর্থের মালিক হই না কেন আমরা যদি আমাদের পূর্বের কথা কেউ ভুলে যাই তাহলে আমরা আমাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলবো। আর আমরা যদি আমাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলি তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে এই পৃথিবীতে অর্থ মানুষ চেষ্টা করলে উপার্জন করতে পারে কিন্তু সুনাম কখনো একবার নষ্ট হয়ে গেলে সেই সুনামকে আমরা কখনো পুনরায় অর্জন করতে পারি না। আসলে কিছু কিছু জিনিস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোকে কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না।


আসলে মানুষ যদি সৎ পথে চলে জীবনে অর্থের মালিক হয় তাহলে কিন্তু তারা তাদের পূর্বের কথা কখনো ভুলে যায় না। আসলে এইসব লোকেরা সবসময় ভালো প্রকৃতির হয়ে থাকে এবং তারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে। আর এসব মানুষদের সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু সে তার পূর্বের অবস্থানের মত আপনার সাথে কথা বলবে এবং সে তার অর্থের অহংকার কখনো দেখাবে না। আর যারা জীবনে হঠাৎ করে টাকার মুখ দেখে ফেলে একবার তাদের পরিবর্তন দেখে আমরা সত্যিই অবাক হয়ে যাই। আসলে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেখানেই অর্থাৎ যত উপরেই আমরা উঠি না কেন আমরা যদি আমাদের মনুষ্যত্বকে ভুলে যাওয়া যাবে না এবং অন্যের উপকার না করে তাহলে আমরা কখনো মানুষের মত মানুষ হতে পারব না।


আসলে এইসব দিক বিবেচনা করে আমাদের সব সময় ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করতে হবে এবং জীবনে কখনো অর্থের অহংকার করা যাবে না। কেননা এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা জীবনে অর্থের অহংকার দেখিয়ে আজ তারা একদম গরিবের পরিণত হয়েছে। আর এসব মানুষদের সাথে কেউ কখনো সম্পর্ক রাখেন এবং তাদের কেউ কোন সাহায্য করে না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের সাথে মানুষের একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকতে হবে এবং কোন মানুষ যদি বিপদে পড়ে তাহলে সেই মানুষকে সাহায্য করতে। যদিও জীবনে যদি আমাদের প্রচুর পরিমাণে অর্থ হয় তাহলে সেই অর্থ থেকে কিছু কিছু অর্থ দিয়ে আমরা মানুষের সাহায্য করবো। আর কোন মানুষকে আমরা কখনো অর্থের অহংকার দেখাবো না। এতে করে আমরা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 7 hours ago 

সত্যি দাদা আমাদের এই পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাটাই অনেক বেশি। তবে আমি মনে করি কোনো কিছু নিয়ে অহংকার করা একেবারে বোকামি। বিশেষ করে অর্থ নিয়ে অহংকার করা। যারা অর্থ নিয়ে বেশি অহংকার করে, এক সময় দেখা যায় তার পতন হয়। সব সময় মানুষের পাশে থাকলে আর মানুষকে সাহায্য করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর এটাই করা উচিত।

 7 hours ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্ট পড়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই আপনি আসলে আমাদের জীবনে কিছু কিছু জিনিস সত্যিই বেশ গুরুত্বপূর্ণ তবে সেই জিনিসগুলো অর্থ দিয়ে কখনোই পূরণ করা সম্ভব না। অর্থের অহংকার করলে পতন একদিন ঘটবেই এটা আমি বিশ্বাস করি। ঠিক বলেছেন ভাই এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হলে মানুষের সাথে একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 hours ago 

দাদা সব সময়ই দেখি আপনি বেশ দারুন দারুন টপিকস নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেন। আজও কিন্তু একটি দারুন বিষয় নিয়ে আপনি আমাদের মাঝ পোস্ট শেয়ার করলেন। সত্য বলতে আমিও কিন্তু আপনার সাথে একমত যে অর্থের অহংকার করতে নেই। কারন আজ যে রাজা কাল সে ফরিক। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 hours ago 

আপনার পোস্টগুলি সব সময় ভালো লাগে ভাই। সুন্দর করে আপনি জীবন বোধ ও শ্রেয় বোধের কথা লেখেন। মানুষের জীবন আজ বড় জটিল। তাই তার মধ্যে থেকেও আপনার এই পোস্টগুলি পড়া বড় প্রয়োজন বলে মনে করি। সুন্দর করে আপনি উচিতবোধ গুলি পোষ্টের মাধ্যমে তুলে আনেন। এমন সুন্দর পোস্ট শেয়ার করবার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61204.65
ETH 2452.61
USDT 1.00
SBD 2.58