অনু-কবিতা :- ২৫

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


টাকা টাকা টাকা। এই পৃথিবীতে সবাই এই টাকার পিছনে দিনরাত ছোটে। আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ তার পরিবারকে একটুকুও সময় দিতে পারে না। কারন সে শুধুমাত্র টাকার পিছনে ছুটে কারণ সে পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তি হতে চায়। কিন্তু যদিও সে পৃথিবীতে ধনী ব্যক্তি হয়ে যায় কিন্তু তখন তার মনে সুখ থাকে না। কারণ এই ধনী ব্যক্তি হবার পরে তার পরিবার তার পাশে থাকে না। কারণ পরিবারের বিপদে সে পরিবারের পাশে দাঁড়াতে পারেনি।


আসলে জীবনে বড় হতে গেলে কখনো টাকার পিছনে ছুটতে নেই। মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম করে সে কিন্তু তার পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আমার তো মনে হয় নিজের পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারায় একটা সুন্দর জীবন। কিন্তু আপনি যদি তাদের সময় না দেন আপনার বিপদেও তারা কখনো আপনাকে সময় দেবে না।


এছাড়াও আমাদের এই সমাজে মানুষ মানুষকে সম্মান করে তার চারিত্রিক দিক বিচার না করে। শুধুমাত্র তাদের ভালোবাসে তাদের অর্থ সম্পদ দেবে। বর্তমান সমাজে যে ব্যক্তির যত বেশি অর্থ সম্পত্তি রয়েছে সেই ব্যক্তি সমাজে ততটা সম্মান পেয়ে থাকে। আসলে আমার মনে হয় কোন ব্যক্তির অর্থ সম্পত্তি দেখে তাকে সম্মান করা উচিত নয়। সম্মান করা উচিত তার চারিত্রিক দিক দেখে।


আবার আমরা দেখতে পাই যে সমাজে অনেক ব্যক্তিরা রয়েছেন যারা প্রচুর টাকা ইনকাম করেও গরিবদের টাকা দান করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে সমাজে। আসলে এরাই প্রকৃত মানুষ। কারণ যেসব ব্যক্তি টাকা উপার্জন করে দেশ ও দশের জন্য কাজ করে এবং নিজের পরিবার পরিজনকে সময় দেয় তাদের মত সুখী ব্যক্তি আমার মনে হয় আর এই পৃথিবীতে নেই।


এই প্রসঙ্গে আমরা রতন টাটার কথা মনে করতে পারি। যে ব্যক্তি তার আয়ের প্রায় ৮০ শতাংশ দেশের উন্নয়নমূলক কাজের জন্য দান করেন সে ব্যক্তি ভগবান ছাড়া আর কিছুই হতে পারেন না। এবং এই ব্যক্তিকে মানুষ ভালোবাসে মন থেকে। তার কাছে ধনী গরিব বলে কোন ব্যক্তি নেই। সবাই তার কাছে সমান এই পৃথিবীতে।


কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা প্রচুর টাকা ইনকাম করেও সমাজের বিন্দুমাত্র উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে না। শুধু মাত্র তারা টাকার পিছনে ছুটে বেড়ায় এবং ভাবতে থাকে কি করে আরো বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু যৌবন বয়সে আপনি প্রচুর টাকা ইনকাম করলেও বার্ধক্য বয়সে এই টাকা দিয়ে আপনার আর কিছুই হবে না।


এসব ব্যক্তিকে তো মানুষ মনে রাখে ক্ষনস্থায়ী হিসেবে। যারা দেশ ও দশের জন্য কাজ করে তাদের মানুষ মনে রাখে সারা জীবন। আসলে মানুষের কাছে টাকার মাধ্যমে নিজের সম্মান অর্জন টাকে বেশি সহজ হলেও টাকা ছাড়া মানুষের কাছে সম্মান অর্জনটা বেশি কঠিন। কিন্তু কষ্ট করে সম্মান অর্জনের জন্য করলেও সেই সম্মান নিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে।


তাইতো আমাদের লক্ষ্য টাকা উপার্জন এর দিকে নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত সঠিক মানুষ হিসেবে নিজেকে সমাজের মধ্যে তুলে ধরা। এছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও আমাদের অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। এছাড়াও নিজের পরিবার-পরিজনকে সব সময় সময় দেয়া উচিত। তাদের বিপদে-আপদে সবসময় পাশে থাকা উচিত।


কারণ টাকা অনেক আসবে অনেক যাবে। কিন্তু সম্মান এমন একটা জিনিস যেটি কখনো সহজে আসে না এবং এই সম্মানটিকে ধরে রাখা খুবই কঠিন। কারণ সম্মান পেতে গেলে যতটা কষ্ট করতে হয় কিন্তু সম্মান হারাতে এক সেকেন্ডও সময় লাগে না। তাইতো মানুষকে ভালবাসতে হবে এবং মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আর এর মাধ্যমেই আমরা নিজেদেরকে একজন প্রকৃত মানুষ হিসেবে সমাজে তুলে ধরতে পারবো।


✠ ০১ ✠


টাকা দিয়ে মাপা হয়,
মানুষের সম্মানের পরিমাণ।
টাকা যদি না থাকে,
করবে তোমায় অপমান।


কি আজব এই দুনিয়ারে ভাই,
টাকা দিয়ে মানুষ বিচার হয়।
দুনিয়ায় টাকা যদি নাই থাকে,
তখন আপনারা কি করবেন ভাই?


টাকা পয়সা বাদ দিয়ে,
মন দিয়ে ভালবাসুন সবাইরে।
প্রকৃত মানুষ সেই,
যার ভালোবাসায় কোনো পাপ নাই রে।


✠ ০২ ✠


টাকার জন্য ছোটাছুটি করে,
এই দুনিয়ার সব মানুষ।
এত টাকা দিয়ে কি করবে,
যদি হতে না পারে প্রকৃত মানুষ।


টাকা টাকা করতে রে ভাই,
দিন দিন সময় যায় চলে।
শেষ বয়সে এত টাকা নিয়ে,
যাবে কি মাটির তলে।


টাকার পিছে না ছুটে ভাই,
নিযুক্ত হও মানুষের সেবায়।
নিজের পরিবারকে সময় দাও,
শান্তি পাবে তবে হেথায়।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাঝে আপনি কবিতা ও রচনা করেন। প্রতিনিয়ত আপনার রচিত কবিতা গুলো আমি দেখতে পাচ্ছি। অসাধারণ লাগে ভাইয়া।

 last year 

টাকা দিয়ে মাপা হয়,
মানুষের সম্মানের পরিমাণ।
টাকা যদি না থাকে,
করবে তোমায় অপমান

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আসলে টাকা ছাড়া মানুষ অসহায়। আসলে টাকা না থাকলে সবার কাছে অপমান এবং ছোট হতে হয় মানুষের। তাই এখানে টাকার সাথে সম্মানের পরিমাপ করা হয়েছে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন বাস্তবের সাথে একদম হুবহু মিলে গেছে ধন্যবাদ।

 last year 

দাদা আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরলেন অনেক ভালো লেগেছে। আসলে এই পৃথিবীতে টাকা মূখ্য বিষয় নয় কিন্তু মানুষ টাকার পিছনে ছুটেতে ছুটতে এত বেশি টাকা লোভী হয়ে গেছে অনেকে পরিবারকে সময় দেয় না। অনু কবিতা গুলো পড়ে ভাল লাগলো।

 last year 

দাদা আপনার অনুকবিতা দুটো পড়ে ভীষন ভালো লাগলো। আপনি কবিতা দুটো টাকা নিয়ে লিখেছেন।আর বাস্তবতাই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আসলে সবাই শুধু টাকার পেছনেই ছুটছে দিনরাত।তাইতো টাকার মেশিন হয়ে যাচ্ছে দিনে দিনে মানুষ। অনেক ধন্যবাদ দাদা সুন্দর অনুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39