অনু-কবিতা :- ১৬
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আপনারা কি কখনো কেউ ভগবান বা আল্লাহকে দেখেছেন? আমি দেখেছি কিন্তু। আমার কাছে ভগবান হলেন আমার মা-বাবা। আসলে আমরা সবাই জানি যে ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কিন্তু মা-বাবা আমাদের জন্ম দিয়েছেন। তাই আমাদের কাছে মা-বাবা হল আমাদের ভগবান। মা-বাবা না থাকলে হয়তো আমরাই পৃথিবীতে কখনোই আসতে পারতাম না। তাইতো আমাদের সৃষ্টিকর্তা হলেন আমাদের মা-বাবা। জীবনের প্রতিটি পদক্ষেপে মা-বাবার অবদান অপরিসীম।
আমার কাছে তো মনে হয় আমার জন্মের থেকে শুরু করে আমার মৃত্যু অবধি সব অবদানই আমার মা-বাবার। আমাদের এই সুন্দর জীবনের জন্য আমাদের মা-বাবাদের অবদান অপরিসীম।
আসলে মা-বাবার সম্পর্কে যত কথাই বলি না কেন ততই কম পড়ে যায়। আমাদের জন্মের পর থেকে মা-বাবা তাদের মাথার ঘাম পায়ে পেলে আমাদের মানুষের মতো মানুষ করে তোলেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা পৃথিবীতে একজন সুষ্ঠু মানুষরূপে নিজেদের পরিচয় দিতে পারি।
আসলে মা-বাবা কখনো তাদের সুখ-দুঃখের কথা চিন্তা করেন না। তাদের সব সুখ দুঃখ আমাদের নিয়ে। আমাদের জন্মের আগে থেকেই তারা এই পৃথিবীতে আমাদের আগমন উপলক্ষে সবকিছুই করে থাকেন।
যে মানুষগুলো এখনো পৃথিবীতে আসেননি সেই মানুষগুলোর জন্য একমাত্র মা বাবাই সুন্দর পৃথিবী তৈরি করার চেষ্টা করেন। কারণ আমরা এই পৃথিবীতে এসে যাতে একটা সুন্দর পরিবেশ সুন্দর পৃথিবী দেখতে পাই। এই মা-বাবা কখনোই স্বার্থপর হয় না। মা বাবার প্রধান স্বার্থ হলো তার সন্তানকে একজন সুষ্ঠু ব্যক্তি হিসেবে গড়ে তোলা।
আসলে মায়ের আচলের পরশ সবার কপালে থাকে না। কেউ কেউ আবার জন্মের পর মাকে হারায়। আসলে যাদের মা বাবা নেই তারাই বুঝতে পারে মা-বাবা পৃথিবীতে না থাকলে পৃথিবীটা কতই কঠিন। তাদের কাছে পৃথিবীর প্রতি পদক্ষেপ এই বাঁধা থাকে। তাদের এই পৃথিবীর চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়।
কিন্তু আমরা কতই ভাগ্যবান। কারণ আমরা জন্মের পর থেকেই আমাদের মা-বাবাকে পেয়েছি। এই মা বাবা আমাদের সকল বাঁধা-বিপত্তিকে অতিক্রম করতে মনোবল যোগায়।
বাবা সারা জীবন পরিশ্রম করেন আমাদের চাহিদা মত জিনিস পূরণের জন্য। অনেক সময় বাবা আমাদের আবদারের জিনিস পূরণ করতে করতে নিজের চাহিদা জিনিসগুলো অপূরণ রাখেন।
আসলে বাবা মা ই একমাত্র পারেন তাদের নিজের চাহিদা অপূরণ রেখে সন্তানের চাহিদা পূরণ করতে। আসলে বাবা মা থাকলে পাশে থাকলে পৃথিবীর কোন বাঁধাই আমাদের আটকাতে পারে না। মা শেখায় আমাদের ভালবাসতে। আর বাবা শেখায় আমাদের সকল বাঁধা বিপত্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
আসলে এই মা বাবাকেই আমরা অবহেলা করি। এই পাপের শাস্তি আমাদের অবশ্যই পেতে হবে। তাইতো মা-বাবাকে কখনো অবহেলা করো না। সময় থাকতে মা-বাবাকে অবশ্যই ভালোবেসো। কারণ পৃথিবীতে সব কিছু হারিয়ে গেলেও মা-বাবা হারিয়ে গেলে তা কখনোই পাওয়া যায় না। পৃথিবীর সকল মা বাবার সুস্থ থাকুক এই আমার প্রার্থনা।
০১
মায়ের মত মধুর নাম,
এ জগতে আর নাই ভাই।
মায়ের মত ভালবাসা,
এ জগতে আর নাই।
মায়ের ওই আঁচলের পরশ,
সবাই খোঁজে ভাই।
মায়ের মত এমন আদর,
কোথাও যে আর নাই।
এই পৃথিবীর সবথেকে,
আপন হলো মা।
তাইতো মায়ের সাথে,
কারো কখনো তুলনা হয়না।
০২
আমার কাছে বাবা হল,
পৃথিবীর সব থেকে সেরা পুরুষ।
বাবার মত নেইকো কেহ,
আর কোন মানুষ।
আমার বাবা আমার জীবনে,
করেছেন অনেক কিছু।
বাবা যদি সঙ্গে থাকে,
সকল বাঁধা হবে পিছু।
বাবা তুমি এমনই একজন,
তোমার নেইকো কোন জুড়ি।
তোমার জন্য আমি সারা জীবন,
গর্ব করতে পারি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
সত্যি ভাইয়া বাবা-মা না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। আর বাবা-মার জন্যই আমরা আজও বেঁচে আছি। বাবা মায়ের কষ্ট ও পরিশ্রম আমাদেরকে সফলতা এনে দিয়েছে। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো অনেক সুন্দর হয়েছে। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।
আসলে বাবা মা আমাদের জীবনে কি তা আমরা ভাষা বলে প্রকাশ করতে পারবো না।
বাবা মায়ের মতোন আপন পৃথিবীতে আর কেউ নেই। আসলে বাবা হচ্ছে আমাদের পৃথিবীর সবকিছু ভালোবাসার শেষ আশ্রয়স্থল নির্ভরতার শেষ ঠিকানা। অসাধারণ ভাই খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো।
মা-বাবা ছোটবেলা থেকেই আমাদের উপরে বটবৃক্ষের ছায়ার মতো থাকে। আর এই মা-বাবার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবোনা।