কর্ম। কবিতা নং :- ২৩

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স



জীবনে বাঁচতে গেলে অবশ্যই আমাদের সঠিক কর্ম করতে হবে। আর কর্মের ভিতর আছে পরম শান্তি। সঠিক কর্ম মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। কর্মঠ লোকের মনে কখনো অলসতা জায়গা করতে পারে না। আমাদের পৃথিবীতে বড় হওয়ার প্রধান হাতিয়ার হল এই কর্ম। এই কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের মনে।


জন্মিলে মরিতে হইবে। এই কথা চিরন্তন সত্য। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সাধারণত আমরা জন্মের পর থেকেই আমাদের নির্দিষ্ট সময় কমতে থাকে। এই অল্প সময়ের ভিতরে আমাদের বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়। এই বাঁধাকে অতিক্রম করার মত শক্তি সবার মনে থাকে না। আরে বাঁধাকে অতিক্রম করার প্রধান হাতের হল কর্ম। আর ধর্মের মূলে হলো কর্ম।



পৃথিবীতে বহু বিজ্ঞ লোক তাদের কর্মের মাধ্যমে আজও আমাদের মনের মনিকোঠায় রয়েছেন। অর্থাৎ আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হলে সর্বদা ভালো কর্ম করে যেতে হবে। আর সঠিক কর্মের লোককে সবাই মন থেকে ভালবাসে এবং তার মৃত্যুর পরও সবাই তাকে মনে রাখে তার ভালো কর্মের জন্য। পৃথিবীতে ভালো কর্মের দ্বারা বেঁচে থাকা খুবই কঠিন। কারণ ভালো কর্ম করতে গেলে সমাজে বিভিন্ন বাঁধা-বিপত্তি থাকে। আর এই বাঁধা বিপত্তিকে থেকে উপেক্ষা করে যে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই জীবনে সফলতা অর্জন করবে।



আমাদের পৃথিবীতে দুই ধরনের কর্ম রয়েছে। একটি হলো ভালো কর্ম এবং অন্যটি হল খারাপ কর্ম। মানুষ ভালো কর্মের মাধ্যমে এগিয়ে যেতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। অর্থাৎ ভালো কর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা পেতে হলে তাকে কর্মে লেগে থাকতে হবে। আর খারাপ কর্মের মাধ্যমেও মানুষ মানুষের মনে বেঁচে থাকে। সেই বেঁচে থাকা হল ঘৃণার চোখে বেঁচে থাকা। কিন্তু এই ঘৃণার চোখে বেঁচে থাকতে গেলে তাকে বেশি কিছু করার দরকার নেই। শুধুমাত্র খারাপ কর্ম করলেই হবে। আরে খারাপ গরমে তেমন কোন বাধা-বিপত্তি থাকে না।

আসলে সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম। আর খারাপ লোকের সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি। এই অধিক সংখ্যক খারাপ লোকের ভিতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ভালো কর্ম করে যেতে হবে। কথায় আছে না পাপী মরে দশঘর নিয়ে। আর তাই আপনাদের এই ভালো মানুষ হতে হলে এই খারাপ মানুষের মধ্য থেকে নিজেকে বের করে আনতে হবে। নতুবা আপনি কখনো জীবনে উন্নতি করতে পারবেন না।


আরেকটি কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তাই তো মানুষ মানুষের জন্ম নিয়ে কখনোই প্রশ্ন করে না। শুধু মানুষ দেখে তার কর্ম সঠিক না খারাপ। কর্ম যদি ভাল থাকে তাহলে জন্ম যেখানেই হোক না কেন সবাই তোমাকে ভালোবাসার চোখে দেখবে। আমাদের দেশের বি আর আম্বেদকর নামটি সবাই জানেন। যে কিনা এক গরীব পরিবারে জন্মগ্রহণ করেও সমাজের সকল বাঁধা-বিপদ থেকে উপেক্ষা করে নিজের ভালো কর্মের দ্বারা আজ সারা পৃথিবীতে বেঁচে আছেন মানুষের মনের মনিকোঠায়। তাইতো আমাদের সবাইকে ভালো কর্মের মাধ্যমে এগিয়ে যেতে হবে সামনের দিকে।


কর্ম


জন্মিলে মরিতে হইবে,
এটা চিরন্তন সত্য।
মরেও যদি বেঁচে থাকতে চাও,
ভালো কর্মে হও নিযুক্ত।


কর্মই মানুষকে বাঁচায়,
এই পৃথিবীর মাঝে।
কর্ম যদি সঠিক হয়,
মরেও তুমি বাঁচবে সবার মাঝে।


ভালো কর্ম সহজ নয়,
এতে আছে অনেক বাঁধা।
পরিশ্রম তোমাকে করতে হবে,
শত বাঁধার মাঝে।


ভালো কর্ম করে যারা,
তাকে ভোলে না কেহ।
ভালোবাসে সবাই তাকে,
হয় সে সবার মাঝে সর্বশ্রেষ্ঠ।


সহজে যদি নাম করতে চাও,
খারাপ কর্ম করো তাহলে।
পৃথিবীতে বেঁচে থাকবে,
ঘৃণা করবে সবাই তাহলে।


সবাই তোমায় ছি ছি করবে,
তোমায় দেখলে পরে।
এখনো ভাই সময় আছে,
ভালো কর্ম কর সবে।


সফলতার মূলেই কর্ম,
কর্ম ছাড়া উপায় নাই।
কর্মের দ্বারা বেঁচে আছে,
সকল বিজ্ঞবান ব্যক্তিরাই।


অলসতায় কাটিয়ে উঠে,
সবাই মিলে কর্ম করি।
ফলের আশা না করে,
সুষ্ঠু কর্ম দিয়ে জীবন গড়ি।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আপনার কবিতাগুলো সব সময় খুবই সুন্দর লাগে। আর আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়। আসলে আমাদের জীবনে কর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক বলেছেন আপনি, সঠিক কর্ম মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর হয়েছে, যা জাস্ট অসাধারণ ছিল বলতে হয়। এরকম কবিতাগুলোর মাধ্যমে বাস্তবিক কিছু টপিক তুলে ধরা যায়। আর আপনি একেবারে বাস্তবিক কিছু টপিক তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে। সব মিলিয়ে অসাধারণ ছিল।

 last year 

আমাদের সবার জীবনে কর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা কর্মের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করে। আর কর্ম করতে হলে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন। আপনি এই কর্মকে নিয়ে কবিতা লিখে ফেলেছেন। খুব ভালো লেগেছে আপনার লেখা কর্ম কবিতাটা পড়তে আমার কাছে।

ভালো কর্ম সহজ নয়,
এতে আছে অনেক বাঁধা।
পরিশ্রম তোমাকে করতে হবে,
শত বাঁধার মাঝে।

উপরের এই লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে। আসলে একটা ভালো কর্ম করতে হলে অনেক বাঁধা বিপত্তি আসবে। পরিশ্রমের মাধ্যমে এসব বাঁধা পেরিয়ে আমাদেরকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং ভালো কর্ম করতে হবে।

 last year 

অনেক সুন্দর ভাবে আপনি কবিতা সাজিয়ে থাকেন। আপনার কবিতা পড়তে আমারও বেশ ভালো লাগে। পূর্বদিনে নাই আজকেও একটি টপিক্স কে কেন্দ্র করে সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার কবিতা প্রত্যেকটা লাইন ছিল অনেক সুন্দর। আপনার কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56182.86
ETH 2369.32
USDT 1.00
SBD 2.30