সিকিম ভ্রমণ। পর্ব : ০৭

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি সিকিম ভ্রমণের সপ্তম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। আর এই পোস্টে রয়েছে অসাধারণ কিছু ফটোগ্রাফি। তো দেরি না করে শুরু করা যাক।



IMG_20210106_103326.jpg

দূরে কাঞ্চনজঙ্ঘা।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



সিকিম ভ্রমণের অন্যতম একটা ঠান্ডা দিন ছিল এই বুদ্ধ পার্কে। আমরা রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। তো আমরা পুনরায় হোটেলে গিয়ে আমি আর দাদা জামা-কাপড় চেঞ্জ করে আবার একটা বর্ডার গার্ড সিকিউরিটি অফিসে গেলাম নাথুলায় যাবার জন্য অনুমতি আনতে।



IMG_20210106_100510.jpg

নাথুলা পাশ।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



সিকিমের নাথুলা হলো এমন একটা জায়গা যেটা হলো ভারত আর চীনের বর্ডার। এখানে যেতে হলে আগে থেকে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া কেউ এই বর্ডারে যেতে পারবে না।



IMG_20210106_120750.jpg

নিচে তাকালে গায়ের পশম দাঁড়িয়ে যায়।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



যাইহোক আমরা পারমিশন পেয়ে গেলাম। তো পরের দিন সকালে আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা হলাম।



IMG_20210106_114938_edited.jpg

সাঙ্গু লেকের পাশে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021


তো যথারীতি আমরা সকালের টিফিন করে দেরি না করে বেরিয়ে পড়লাম।


IMG_20210106_122122_edited.jpg

রাস্তার পাশে বরফ জমে আছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021


প্রথম কিছুটা পথ আমাদের আগের দিনের মতোই লাগছিলো। আস্তে আস্তে আমরা ভয়ানক রাস্তা প্রবেশ করতে লাগলাম। পাহাড়ের চারিদিকে আস্তে আস্তে গাছপালার সংখ্যা কমতে লাগলো। রাস্তার নীচে তাকালে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল।

IMG_20210106_122107_edited.jpg

সাঙ্গু লেক।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021


কয়েক ঘন্টা পর রাস্তার দুই পাশে অল্প অল্প বরফ দেখতে পেলাম। বাইরের আবহাওয়াও খুব শীতল হতে লাগলো।



IMG_20210106_123457.jpg

রাস্তার নিচে দূরের বাড়িগুলো খুব ছোট মনে হয়।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



এরপর আর কিছুক্ষন পর চারিদিকে শুধু বরফের পাহাড় দেখতে পেলাম। আমার জীবনে এই প্রথম বরফ দেখা। আগে কখনো এইরকম বরফের পাহাড় আমি দেখি নি।



IMG_20210106_122030.jpg

খাবার হোটেল।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



তো আমরা একটা লেক এর পাশে গাড়ি দার করিয়ে কিছু খেয়ে নিলাম। এই লেকটির নাম হলো সাঙ্গু লেক। এখানে অনেক গুলো গরু দেখতে পেলাম। এই গরু গুলো দেখতে সাধারণ গরুর মতো নয়। এদের গায়ের পশম অনেক বড় বড়।


IMG_20210106_115345_edited.jpg

পাহাড়ি গরু।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021


এখানে রয়েছে রোপ ওয়ে। এই রোপ ওয়ে মাধ্যমে আমি একদম একটা পাহাড়ের শীর্ষে পৌঁছে গেলাম। পাহাড়ের চূড়া থেকে আকাশটাকে একদম পরিষ্কার দেখায়। ওখান থেকে নিচের সব কিছুকে খুব ক্ষুদ্র মনে হচ্ছিল।

IMG_20210106_120235.jpg

রোপ ওয়ে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



IMG_20210106_120305.jpg

রোপ ওয়ের ভিতর আমি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



IMG_20210106_120646.jpg

পাহাড়ের একদম চূড়ায় আমি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



ওখান থেকে নেমে আবার পুনরায় রওনা হলাম। কারণ আমাদের গন্তব্য স্থান হলো নাথুলা।


IMG_20210106_121214_edited.jpg

পাহাড়ের চূড়া থেকে সাঙ্গু লেকের ছবি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



প্রায় আরো এক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম নাথুলায়। ভাইরে ভাই ওখানে এত ঠান্ডা আর এত হওয়া বইছে যে আমরা কেউ ঠিক মতন দাঁড়াতে পারছি না।

IMG_20210106_131456.jpg

নাথুলা বর্ডার।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 07/01/2021



আর ওখানে কিন্তু ছবি তোলা একদম নিষেধ। তাই আমরা নীচে বসে কিছু ছবি তুললাম।



IMG_20210106_134932.jpg

দূরে চীন দেখা যাচ্ছে ।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 07/01/2021



আর একটা খুব দরকারি কথা হলো যে , আপনারা যখন কোনো উঁচু পাহাড়ে ঘুড়তে যাবেন তাহলে সাথে অবশ্যই ইনহেলার রাখবেন। কারণ পাহাড়ে খুব শ্বাসকষ্ট হয়।



IMG_20210106_134735.jpg

১৪১৪০ ফিট উপরে এই নাথুলা বর্ডার।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 07/01/2021



আজ এই পর্যন্ত। তো আসাকরি আপনাদের সবাইকে আমার এই সিকিম ভ্রমণ লেখনীর মাধ্যমে উপভোগ করাতে পারছি। তো আবার ফিরে আসবো সিকিম ভ্রমণের অষ্টম পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

সিকিম ভ্রমণ করার সুযোগ হয়তো কোনদিন হবে না। তবে ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মন ভরে গেল। মনে হচ্ছিল যেন এখনই ছুটে চলে যাই। সত্যিই দাদা অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। আসলে এরকম জায়গায় গিয়ে সুন্দর সময় কাটবে না তা কখনো হতেই পারে না। পাহাড়ের উপর থেকে রাস্তার দিকে তাকালে তো ভয় লাগবেই। কারণ উপর থেকে নিচের দিকে তাকালে অনেক ভয়ঙ্কর লাগে দেখতে।

 2 years ago 

আপনিও পারবেন সিকিম ঘুরতে।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আমি আপনার সিকিম ভ্রমণের কয়েকটি পর্ব দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের পর্বটিও খুব দুর্দান্ত হয়েছে। সাঙ্গু লেকে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিশেষ করে প্রাকৃতির সৌন্দর্য খুবই অসাধারণ। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42