অতিরিক্ত জনসংখ্যা।

in আমার বাংলা ব্লগ5 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অতিরিক্ত জনসংখ্যা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে সৃষ্টির প্রথম থেকে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষ বংশবিস্তারের মাধ্যমে দিন দিন এই পৃথিবীর স্থলভাগ আস্তে আস্তে দখল করে ফেলছে। আর এর ফলে একদিকে যেমন স্থলভাগের পরিমাণ কমে যাচ্ছে তেমনি অন্যদিকে বন জঙ্গল কেটে মানুষের বসবাসের উপযোগী জমি তৈরি করছে। আর এর ফলে দেখা যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ। আসলে এই দুর্যোগ সৃষ্টির প্রধান কারণ হলো অতিরিক্ত হলে জনসংখ্যা বৃদ্ধি। এছাড়াও এই জনসংখ্যা বৃদ্ধির ফলে দিন দিন দেশের জলবায়ু যেমন পরিবর্তন হচ্ছে তেমনি আমাদের এই পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সবকিছুর মূলে প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। আসলে পূর্বে যারা বসবাস করত এই পৃথিবীতে তাদের কাছে এই পৃথিবীটা একদম এক মনোরম পরিবেশ ছিল। তারা সেই সময়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন অনেক কম হতো। এছাড়াও তখনকার প্রাকৃতিক পরিবেশ ছিল সবুজে ভরা।


আসলে তখনকার পরিবেশ নাতিশীতোষ্ণ থাকার প্রধান কারণ হলো চারিদিকের সবুজ প্রকৃতি। এছাড়াও তখনকার মানুষ প্রয়োজন অতিরিক্ত কোন কিছু কখনোই করত না এবং এর ফলে তখনকার সময়ে বিভিন্ন ধরনের জীবজন্তু এই পৃথিবীতে বসবাস করত। কিন্তু একদিক থেকে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের প্রাণী আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো একদিকে যেমন মানুষ বসবাসের জন্য গাছপালা ধ্বংস করে ফেলছে তেমনি অন্যদিকে বিভিন্ন ধরনের পশু হত্যাও করছে। কিন্তু পূর্বের অপেক্ষা বর্তমানের মানুষ অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। কিন্তু আগেরকার মানুষের বুদ্ধি কম থাকলেও কিন্তু তারা পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। কারণ তাদের কাছে ছিল তখন প্রকৃতি ভগবান। কারণ পূর্বে যদি কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতো তখন মানুষ এইসব গাছপালার জন্যই এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেত।


আসলে হয়তোবা তখনকার মানুষ অতিরিক্ত জনসংখ্যার ফলে যেসব সমস্যা সৃষ্টি হতে পারে সেসব সম্পর্কে তাদের তেমন কোন ধারণা ছিল না। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে একদিকে যেমন সকল ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করতো তেমনি আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দিতো। কিন্তু দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে সব প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও প্রাচীনকাল থেকে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে এতই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যে পৃথিবীর প্রায় সকল স্থান এই অতিরিক্ত জনসংখ্যার জন্য দখল হয়ে যাচ্ছে। আর এর ফলে একদিক থেকে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তেমনি অন্য দিক থেকে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আর এর ফলে যেমন দিন দিন বিভিন্ন ধরনের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। তেমনি অন্য দিক থেকে দুর্ভিক্ষের সৃষ্টি হচ্ছে প্রতিবছর।


এছাড়াও দিন দিন জনসংখ্যা বৃদ্ধি হলে বিভিন্ন ধরনের অভাব সব সময় লেগেই রয়েছে আমাদের এই সমাজে। একদল মানুষ ভালোভাবে জীবন যাপন করলেও আরেক দল মানুষ কষ্টের ভিতর দিয়ে দিন কাটাতে হচ্ছে। আর এর ফলে বিভিন্ন ধরনের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। কারণ এই অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজন হয় অতিরিক্ত খাদ্যের। কিন্তু একদিক থেকে খাদ্য উৎপাদনের জায়গা কমে যাচ্ছে এবং সেই খাদ্য উৎপাদনের জায়গায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের খাদ্য উৎপাদনের জায়গা কমে যাওয়ার ফলে দেশে খাদ্যের অভাব দেখা দিচ্ছে। কিন্তু আরেকটা বড় সমস্যা হল চিকিৎসার অভাব। কারণ যে হারে জনসংখ্যা বাড়ছে প্রতিদিন সেই হারে কিন্তু দেশে চিকিৎসকের সংখ্যা খুবই নগণ্য। তাই দেশে প্রায় প্রতিবছর এই বিনা চিকিৎসায় প্রচুর লোক মারা যাচ্ছে। আর এই প্রচুর লোক মারা যাওয়ার ফলে দেশের অবকাঠামো সব সময় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।


আর একটা বড় সমস্যা হচ্ছে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত বন জঙ্গলের প্রয়োজন। কারণ অতিরিক্ত বন জঙ্গল কাটার ফলে পৃথিবীর উষ্ণতার দিন দিন বেড়েই চলেছে এবং কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আর অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস জনিত রোগের সৃষ্টি হচ্ছে প্রতিবছর। এছাড়াও এই বিশ্বের উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা যে হারে বেড়ে চলেছে যে কিছুদিনের মধ্যে পৃথিবীর উষ্ণতা প্রায় ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেটের কাছাকাছি চলে আসবে। আর এক সময় এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে এবং পৃথিবীর সকল জীবজন্তুর প্রাণী ধ্বংসের মুখে পতিত হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 5 months ago 

অনেক প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য সংঘটিত হয়ে থাকে। অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের জন্য বিরুপ প্রভাব ফেলছে। অতিরিক্ত জনসংখ্যার জন্য পরিবেশ দূষণ অনেক বেড়ে গিয়েছে। আপনি খুবই সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অতিরিক্ত জনসংখ্যার সত্যি দেশের জন্য বোঝা স্বরূপ। প্রতিনিয়ত যদি এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে দেশের জন্য খুবই সমস্যা। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত বন জঙ্গল প্রয়োজন। অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে ।আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65