সামান্য আনন্দের জন্য অপচয় করতে নেই।

in আমার বাংলা ব্লগ3 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অপচয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17284467754014275772441886799026.jpg



সোর্স


আসলে আমরা বাঙালি কিন্তু উৎসব প্রিয় লোক। কেননা কোন একটা উৎসবে আসলে আমরা বাঙালিরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে অর্থ অপচয় করি। আসলে এই পৃথিবীতে যারা বিভিন্ন মূল্যবান জিনিসের অপচয় করে তারা কিন্তু পরবর্তীতে অনেক বেশি কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। আসলে একটা জিনিস আমাদের সব সময় খেয়াল করতে হবে যে এই পৃথিবীতে কোন জিনিস কখনো সীমাবদ্ধ থাকে না। কেননা আজ আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি রয়েছে। কাল কিন্তু আপনার কাছে সেই সব অর্থ সম্পত্তি নাও থাকতে পারে। আসলে আমরা অতীতের বিভিন্ন ঘটনার থেকে যদি আস্তে আস্তে করে কিছু কিছু শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু আমরা বর্তমান সময়ে আর কোন কিছুর অপচয় করব না এবং সবকিছু সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব।


একটা জিনিস আপনারা সবাই দেখেছেন যে মানুষ ছোট ছোট উৎসবকে কেন্দ্র করে যে পরিমাণে অর্থ অপচয় করে এতে করে একটা গরীব পরিবারের লোকেরা যদি সেই অর্থ পায় তাতে তাদের সারা বছরটা একটু ভালোভাবে যেতে পারে। এখানে আমি এই বলছি না যে আমরা জীবনে উৎসব পালন করব না। অবশ্যই সব কিছু পালন করব কিন্তু আমরা কোন কিছু এমন ভাবে করবো না যাতে করে আমরা সেখানে প্রচুর পরিমাণ অর্থ বিনা কারণে ব্যয় করব। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পারিবারিক অনুষ্ঠানে দেখি যে সেখানে বিভিন্ন প্রকার লোকের আগমন ঘটে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্রের যোগান হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া হয় এবং বিভিন্নভাবে টাকার অপচয় করা হয়। কিন্তু মানুষ সেই খাবারদাবার সবগুলো সঠিকভাবে গ্রহণ করে না।


অর্থাৎ কিছু কিছু অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে সেখানে মানুষের জন্য যে আয়োজন করার হয়েছে সেই আয়োজন কিন্তু অনেক বেশি। অর্থাৎ এতটা আয়োজন কিন্তু মানুষের কখনো প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি আমাদের মন-মানসিকতার দিক থেকে সেই আয়োজনের থেকে কিছু অংশ গরিবদের মাঝে দান করি তাহলে তাদের কাছ থেকে যে আমরা ভালোবাসাটা পাবো সেই ভালোবাসাটা হয়তোবা অন্য কোনো উৎসবের মধ্যে পাব না। আসলে এই পৃথিবীতে এখন খুব কম মানুষকে দেখতে পাই যারা কিনা তাদের উৎসবের থেকে কিছু অর্থ গরিব মানুষের মধ্যে দান করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই কেননা মানুষ তাদের অনুষ্ঠান না করে সেই অনুষ্ঠানের অর্থ দিয়ে তারা বিভিন্ন গরীব পরিবারের মধ্যে সাহায্য করে এবং তাদের একটু ভালো রাখার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে।


আর এভাবে এই মানুষগুলো সেই গরীব মানুষের কাছে এমন একটা জায়গা পেয়ে যায় যেখানে গরিব মানুষ তার নাম শুনলে মনের ভেতর থেকে ভালোবাসা দিয়ে তাদের সেবা করার চেষ্টা করে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা কোন কারনে কখনো অতিরিক্ত অর্থের অপচয় করবো না। কেননা বিনা কারণে যারা অপচয় করে তাদের মত খারাপ লোক আর এই পৃথিবীতে একটিও নেই। হয়তোবা আপনার কাছে প্রচুর অর্থ থাকতে পারে তাহলে কি আপনি এই অর্থের অপচয় করবেন এমন কোন কথা নেই। আসলে সমাজের বিভিন্ন ধরনের ধনী ব্যক্তিদেরকে দেখতে পাই যারা কিনা প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়েও তারা সবসময় মানুষের সাহায্য করে এবং তারা নিজেদের জীবনে এমন কোন কিছু করে না যাতে করে প্রচুর পরিমাণ অর্থের অপচয় হয়।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 months ago 

আমরা ব্যয় করবো কিন্তু তা প্রয়োজন মতো করার চেষ্টা করবো। অতিরিক্ত কোন জিনিসই ভালো কিছু বয়ে আনতে পারে না। বিশেষ করে আমরা আমাদের উৎসবের সময় একটু বেশি ব্যয় করি। আসলে আমাদের সকলের উচিত কম কম করে ব্যয় করা।

 3 months ago 

আসলে সবসময় আমাদের বিবেকের জাগ্রত রাখতে হবে। কখন কোন প্রয়োজনে কেমন অপচয় করতে হবে সেটা নিজ বিবেক যারা ভেবেচিন্তেই করা প্রয়োজন। ছোট ছোট কাজে যদি বড় অংকের অ্যামাউন্ট খরচ হয় তাহলে পরে প্রয়োজনে বিপদে কি খরচ করবে সে চিন্তাটা প্রয়োজন আছে। আর মানুষের টাকা পয়সা হলে যা নিজের আমত উল্লাসে পোড়াতে হবে এটা কিন্তু বোকামি প্রয়োজনে মানুষের সহযোগিতায় আসতে হবে। কারণ মানুষের মাঝে মানুষের সুখ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 99024.83
ETH 3475.09
USDT 1.00
SBD 3.20