অনু-কবিতা :- ৭৭

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে ছোটবেলায় আমরা একটা প্রবাদ শুনেছি যে, দশের লাঠি একের বোঝা। অর্থাৎ যে কাজটি একজনের দ্বারা অনেক বেশি কঠিন সেই কাজটি ১০ জনের দ্বারা অনেক বেশি সহজ। বাস্তব জীবনে আমরা এটি সবসময় লক্ষ্য করতে পারি। কারণ আমরা যদি কোন কাজে আটকে পরি অথবা কোন কাজ করতে যাই তখন সেই কাজটি হয়তোবা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু এই কঠিন কাজ যদি সবাই মিলেমিশে করতে পারি তাহলে সেই কঠিন কাজ যেমন খুব সহজ হয়ে যায়। তেমনি অন্যদিকে সেই কাজ সম্পন্ন হতে অনেক কম সময় লাগে। আসলে জীবনে সবাইকেই কাজের ভিতর থাকতে হবে। আজ যারা কাজ না করে অলসতায় সময় পার করে দেয় তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না।

আসলে সময় কারো জন্য কখনোই অপেক্ষা করে না। আপনার জন্য পৃথিবীর সবকিছু অপেক্ষায় থাকলেও এই পৃথিবীতে একমাত্র সময় যে কখনোই কারো জন্য কোন অর্থের বিনিময়ে সামান্যটুকু অপেক্ষা করে না। তাইতো সময়মতো আমাদের সকল কাজ করা উচিত। কারণ কথায় আছে না, সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর। অর্থাৎ যে কাজ সময় মতো করা যায় সেই কাজ অনেক বেশি সহজ হয়। কিন্তু সময় মতো যদি কোন কাজ না করা হয় তাহলে অসময়ে সেই কাজ অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

আসলে সবাইকে তাই সময় মত কাজ করতে হবে এবং অলসতা দিন কাটানো যাবে না। আর সবাই মিলে যদি আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং একসাথে সকল কাজ সমাধান করতে পারি তাহলে আমাদের পৃথিবীতে আমাদের নিজেদের দেশকে সর্বোচ্চ শিখরে দাঁড় করাতে পারবো। আসলে এজন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। শুধুমাত্র নিজেদের উন্নতি নয় অন্যের উন্নতির জন্য সব সময় আমাদের পরিশ্রম করা উচিত।


✠ ০১ ✠


ভয় করব না কোন কাজে,
এগিয়ে যাব সামনের দিকে।
যতই বাঁধা আসুক জীবনে,
পার করবো আমরা সবাই মিলে।


ভয়কে করবো আমরা জয়,
থেমে থাকবো না কোন কিছুর বিনিময়।
আজকে যদি ভয় করি,
তাহলে হবে আমাদের পরাজয়।


মনে মনোবল রেখে আমরা,
করব জীবনের সকল কাজ।
সময় মত কাজ করলে পরে,
পড়বে মাথায় বিজয়ের তাজ।


✠ ০২ ✠


কাজের ভিতর থাকলে পরে,
মন ভালো থাকে সব সময়।
অকাজেতে সময় কাটালে,
দুঃখ রবে তোমার জীবনভর।


সময়ের কাজ সময়ে করলে,
কোন কাজে বাঁধা আসে না।
সময় যদি যায় গো চলে,
সেই সময় আর ফিরে আসে না।


সবাই মিলে একসাথে আমরা,
কখনো যদি কোন কাজ করি।
সেই কাজ অনেক সহজ হবে,
কারণ দশের সোজা একের ভারী।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 months ago 

ঠিক বলেছেন, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। সময় নিজের গতিতে চলে। তাই আমাদের সবারই উচিত আমাদের মূল্যবান সময়গুলোকে কাজে লাগানো। আপনার আজকের লেখা কবিতা দুটি আমার কাছে ভালই লেগেছে। এর আগেও আপনার কবিতা পড়া হয়েছিল। দারুন লেখেন আপনি। শুভেচ্ছা রইল।

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কোন কাজ যদি সবাই মিলে করি তাহলে কাজটা খুব সহজ এবং খুব অল্প সময়ে কাজটি সম্পন্ন করা যায় ।আপনার অনু কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রত্যেক লাইন মিলিয়ে মিলিয়ে লিখেছেন ‌ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দাদা আপনার লেখা কবিতা গুলো বারবারই ভীষণ ভালো লাগে ৷ আজকেও বেশ চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো কবিতা গুলো পড়ে ৷ খুবই সুন্দর হয়েছে কবিতা গুলো এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাদের মধ্যে একটা প্রবাদ চালু আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমাদের কোন কাজ থাকে না বেকার বসে থাকি তখন আমাদের মাঝে নানান শয়তানি আজাইরা বুদ্ধির উদ্ভব হয়ে থাকে হা হা। আর সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না কথাটা সত্যি। যদি কাজ এবং সময়ের সঠিক ব‍্যবহার করা যায় তাহলেই ভালো কিছু করা যায়। আপনার অনুকবিতা গুলো খুব ভালো ছিল দাদা। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকে আপনি খুব সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে সময়কে সবাই মূল্যায়ন করা দরকার। সময়ের কাজ সময়তে করা ভালো। আর অলস লোক দিয়ে কোন কিছু করা যায় না। সত্যি বলতে আপনার অনু কবিতা দুটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44