অনু-কবিতা :- ১৮

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স


আমার তো মনে হয় এই পৃথিবীতে যার যত বেশি টাকা আছে সেই পৃথিবীতে সম্মানের যোগ্য হয়। আর যার টাকা নেই সে হয় সমাজের অতীত নিকৃষ্ট শ্রেণীর লোক। কথায় আছে না টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায়। সত্যিই ভাই যার যত বেশি টাকা আছে সেই পৃথিবীতে চাইলে যে কোন কিছুই করতে পারে। আর এজন্য টাকা জীবনে অনেক প্রয়োজন আছে।


অনেকে তো আছে যারা টাকার পিছনে ছুটতে ছুটতে তাদের শৈশব কৈশোর যৌবন বার্ধক্য সবকাল চলে যায়। তারা কখনোই তাদের নিজেদের জীবনকে উপভোগ করতে পারেনা। আসলে টাকা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই টাকা না থাকলে মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না। আর তাই মানুষ তার খাদ্যের জন্য সারাদিন পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করেন।


আসলে বর্তমান সমাজে টাকা দিয়ে ব্যক্তিত্ব নির্ণয় করা হয়। যে লোকের যত বেশি টাকা থাকে সে লোক তত ভালো এবং সে সমাজে সব ক্ষেত্রেই সম্মান পেয়ে থাকে। আর এই টাকা উপার্জনের জন্য অনেক ব্যক্তি আছে যারা অসৎ উপায়ে অবলম্বন করেন। অসৎ উপায়ে তারা অনেক টাকার মালিক হন। সমাজ তাকে সম্মানের শীর্ষে রাখে। আসলে সেই ব্যক্তি কি আসলেই সম্মান পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে যারা টাকার বিনিময়ে সম্মান পেয়ে থাকেন তাদের বেশিরভাগ লোকই অসৎ ব্যক্তি।


আসলে আমার তো মনে হয় টাকা জীবনে সুখ আনতে পারে না। কোন ব্যক্তি যদি সৎ ভাবে উপার্জন করে অল্প কিছু টাকা তাহলে তার জীবনে অবশ্যই সুখ শান্তি আছে। আরেকটা কথা আছে না, অসৎ উপায়ে যতই টাকা উপার্জন করো না কেন সেই টাকা কখনো ভালো কাজে আসে না। বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে অনেকাংশই দেখা যায় অনেক অশিক্ষিত ব্যক্তি অল্প সময়ে কোটিপতি হয়ে গেছেন।


অসৎ উপায়ে টাকা উপার্জন করা অনেক সহজ। কিন্তু সৎ উপায়ে টাকা উপার্জন করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আসলে এই পৃথিবীর অধিকাংশ লোকই টাকার পিছনে ছোটাছুটি করেন। কখনো কি ভেবে দেখেছেন এই টাকার পিছনে ছুটতে ছুটতে আপনি আপনার পরিবারকে কতটুকু সময় দিয়েছেন।


আমার তো মনে হয় প্রয়োজনের অতিরিক্ত টাকা উপার্জনের প্রয়োজন নেই। কারণ অল্প টাকা দিয়েও সুখ পাওয়া যায়। আসলে দিন দিন মানুষের চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে অনেক বেশি টাকার দরকার হয়। আর এই অনেক বেশি টাকা উপার্জনের জন্য মানুষ এই অসৎ উপায় বেশি অবলম্বন করেন। আর এই অসৎ উপায়ে টাকা উপার্জন করলে দেশের সবথেকে বেশি ক্ষতি হয়।


মানুষ পূর্ণবয়স্ক হওয়ার পর সংসারের প্রতি তার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। তখন তাকে কাজের সন্ধানে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। অনেক অলস ব্যক্তি আছেন যারা ঘরে বসে বসে বলেন যে দেশে কাজ নেই। সেইসব ব্যক্তিদের দ্বারা কখনোই উন্নতি সাধন হয় না। আসলে অর্থ উপার্জন করতে গেলে তোমাকে অবশ্যই ঘরের বাইরে বেরোতে হবে। কারণ কর্ম কখনো তোমার ঘরে এসে তোমাকে বলবে না যে কাজ কর।


প্রথম অবস্থায় টাকা উপার্জন অনেক কঠিন হলেও আস্তে আস্তে সেটি সহজ হতে থাকে। যদি না তুমি সৎ উপায়ে টাকা উপার্জন কর। কিন্তু অসৎ হয়ে টাকা উপার্জন করলে পরবর্তীতে তোমাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই সঠিক কর্ম করা সব থেকে ভালো। সঠিক কর্ম করলে সমাজের মানুষ তোমাকে মন থেকে ভালবাসবে। তোমার টাকা দেখে তো কখনোই তোমাকে ভালোবাসবে না।

০১


জীবনটা খুব আজব রে ভাই,
বোঝাই যায় না কিছু।
সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে,
ঘোরো টাকার পিছনে পিছু পিছু।


টাকা যত আয় করবে,
ততই বাড়বে তোমার সম্মান।
টাকা যদি ইনকাম করতে না পারো,
সমাজ তোমায় করবে অপমান।


এই জগতে যার যত,
বেশি টাকা আছে ব্যাংকে।
রাজা হবে সেই জন,
প্রজা বানাবে গরিবদেরকে।


০২


বয়স বাড়লে বোঝা বাড়ে,
পরিবারের সদস্যদের জন্য।
বোঝা যদি কমাতে চাও,
সঠিক কর্ম করো এখনো।


কর্মের সন্ধানে তুমি যদি ভাই,
ঘরে বসে বসে খোঁজো।
কর্মের সন্ধান পাবে না তুমি।
সময় চলে যাবে শুধু শুধু।


কর্মের জন্য তোমাকে ভাই,
ঘরের বাইরে বের হতে হবে।
কঠিন পরিশ্রম করার পরে,
ভালো কর্মের সন্ধান পাবে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

বাহ ভাই, খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে ভাই আপনি ঠিকই বলেছেন জীবনটা খুবই অদ্ভুত কখন জীবন কি হবে তা কখনো বলা যায় না। বর্তমানে বলা যায় যে টাকা হচ্ছে মানুষের চালিকাশক্তি যার টাকা আছে তার সবকিছু রয়েছে। এত চমৎকার অনু কবিতা আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।


Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

 last year 

আপনি দেখছি বেশ ভালো কবিতা রচনা করেন। এ সপ্তাহের প্রায় দুই তিনটি কবিতা পড়লাম।

যাইহোক আমিও মনে করি অল্প টাকায় সুখ পাওয়া যায়। দিন দিন আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি দুঃখ বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এই জাতীয় কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আমিও মালিক কবিতা আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি তবে অনু কবিতা কখনো লেখা। খুবই ভালো লেগেছে আপনার এই কবিতাগুলো আবৃত্তি করে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56560.74
ETH 2390.02
USDT 1.00
SBD 2.34