ভালোবাসার আঘাত।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালোবাসার আঘাত সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে আমরা যেকোনো কষ্ট, যেকোনো দুঃখ এবং যেকোনো ব্যাথা সহ্য করতে পারি। কিন্তু কখনো ভালোবাসার আঘাত আমরা সহ্য করতে পারিনা। কারণ ভালোবাসা মনের এমন একটা জায়গা থেকে আসে যেখানে কোন আঘাত লাগলে সেই আঘাত সহ্য করার মতো নয়। এই আঘাত সহ্য করার থেকে আমার মনে হয় মরে যাওয়া অনেক বেশি ভালো। আসলে ভালোবাসার সৃষ্টি কবে কখন হয়েছিল তা আমরা কেউ বলতে পারি না। আসলে ভালোবাসা জিনিসটা কি? আমার মনে হয় ভালোবাসা জিনিসটা হলো এমন একটা অনুভূতি যে অনুভূতির জন্য আমরা তাকে কখনো ভুলতে পারিনা। এছাড়াও এই ভালবাসার অনুভূতি যার উপরে হয় তাকে আমরা এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারি না।
আসলে এই পৃথিবীতে তো আমরা বিভিন্ন লোককে বিভিন্ন সময়ে ভালোবাসে। আসলে এক এক জনের প্রতি ভালোবাসা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। এর ভিতর প্রিয় মানুষকে আমরা একটু অন্য ধরনের ভালোবাসি। কারণ এই ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার কোন তুলনা হতে পারে না। আসলে এই প্রিয় মানুষের জন্য আমাদের মনের ভেতরটা সব সময় কেমন যেন আনচান করে। যতক্ষণ না আমরা প্রিয় মানুষটাকে না দেখতে পাই ততক্ষণ আমাদের এই প্রিয় মানুষের জন্য মনটা আকুল হয়ে ওঠে। আসলে এই প্রিয় মানুষকে আমরা আমাদের চোখের সামনে সব সময় চাই। আর এক্ষেত্রে ভালোবাসা আমাদের মনের গভীর থেকে আছে। আসলে অন্য ভালোবাসায় এমন কোন অনুভূতি কখনোই সৃষ্টি হয় না।
কিন্তু অন্যান্য ভালোবাসায় তারা যদি দূরেও থাকে তাদের জন্য তেমন মনটা ব্যাকুল হয়ে ওঠেনা। কিন্তু প্রিয় মানুষগুলো যখন কাছ থেকে দূরে থাকে তখন তাদের জন্য আমাদের মনটা সবসময় খারাপ থাকে। প্রিয় মানুষগুলো একটা ওষুধের মত। কারণ যখন শরীর অসুস্থ থাকাকালীন ওষুধ খাওয়া না হয় তাহলে তো শরীর কখনোই সুস্থ হয় না। আবার যখন ওষুধটা খাওয়া হয় তখন খুব দ্রুত যেমন শরীর সুস্থ হয়ে যায় তেমনি প্রিয় মানুষগুলো দূরে গেলে আমাদের মনটা খারাপ হয়ে যায় এবং কাছে আসলে আমাদের মনটা আবার ভালো হয়ে যায়। আসলে মানুষ এই ভালোবাসার সংজ্ঞা এখনো সঠিকভাবে না দিতে পারলেও এই ভালোবাসার অনুভূতিটা সবাই কিছু না কিছু বুঝতে পারে।
তাইতো এই ভালোবাসায় যারা অভিনয় করে তারা কখনো প্রকৃত ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে না। আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাই মানুষ এসব ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের অমানুষিক আচরণ করে। আসলে তারা ভালোবাসাকে নিয়ে সমাজে মজা করে। কিন্তু কেউ যদি মন দিয়ে কাউকে ভালবেসে ফেলে এবং তার সাথে যদি কেউ এই মন নিয়ে খেলা করে তাহলে এর থেকে কষ্টের কিছুই তারা আছে আর থাকে না। আসলে এই সকল মানুষের জন্য আজ ভালবাসতে মানুষ ভয় পায়। আসলে আমার মনে হয় যে কাউকে যদি ভালোবাসা হয় তাহলে তার রূপ দেখে নয়, তার গুণ এবং আচরণ দেখে তাকে ভালোবাসা উচিত। কারণ আমরা তো রূপ ধুয়ে জল খাব না। কারণ প্রিয় মানুষটি যদি গুনে এবং আচরণে ভালো হয় তাহলে আমরা ভবিষ্যতে কখনো কষ্ট পাবো না।
আসলে ভালোবাসা এমন একটা পবিত্র জিনিস যে পবিত্র জিনিস নিয়ে কেউ কখনো মজা করা উচিত নয়। আসলে ভালোবাসা কখনো জাত ভেদ বোঝেনা। একজন ধনী পরিবারের লোক যেমন তার প্রিয় মানুষটিকে মন দিয়ে ভালোবাসে তেমনি একই রকম করে একজন গরিব পরিবারের লোক তার প্রিয় মানুষটিকে মন দিয়ে ভালোবাসে। আসলে আগেরকার সময় মানুষ ভালোবাসাকে অন্যরকম একটা সম্পর্ক বলে মনে করতো। এছাড়াও তারা ভালবাসাকে সবসময় সম্মান করত। ভালোবাসার মানুষকে তারা কখনো আঘাত করত না। আর এখন বর্তমান আধুনিক সময়ে ভালোবাসাকে কেউ কখনো কোন সম্মান করে না। বরং ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের উপহাস করে।
আসলে আমাদের নিজেদের জন্য এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। আর এভাবে যদি মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যেতে শুরু করে তাহলে একদিন পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে যাবে। আর যদি পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে যায় তাহলে এই পৃথিবীর শ্মশানে পরিণত হবে একদিন। কারণ ভালোবাসা এই পৃথিবীতে স্বর্গের মতো সুন্দর করে রাখে। আর ভালবাসাহীন পৃথিবী নরকের থেকেও খারাপ একটা পৃথিবী। তাইতো সমাজের এসব খারাপ লোকদের আচরণকে ভুলে গিয়ে আমরা প্রকৃত একজন মানুষকে ভালোবাসবো। যে মানুষটা আমাদেরকে ভালবাসবে এবং আমাদের বিপদের সময়ে আমাদের পাশে থাকবে। এছাড়াও এই ভালোবাসার মানুষের সাথে আমরা সারা জীবন কাটাতে চাই।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ভালোবাসা ব্যাপার টা খুবই খারাপ খুবই খারাপ। এটা একটা মানুষ কে শেষ করে দিতে পারে। একবার ভাবুন দাদা আপনি যাকে ভালোবাসেন তাকে পেলেন না। সে অন্য কারো সঙ্গে সুখি আছে খুশি আছে এটা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেয়। আর বতর্মানে যে অবস্থা চারিদিকে অশ্লীলতা বিশ্বাসঘাতকতা প্রতারণা। এতে করে দিনে দিনে ভালোবাসা একেবারেই বিনষ্ট হয়ে যাচ্ছে।