অনু-কবিতা :- ২৭

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমাদের পৃথিবীতে কৃষক এবং শ্রমিক লোকেরা সারা জীবন কষ্টের মধ্য দিয়ে তাদের দিন যাপন করে। তারা সারাদিন এত পরিশ্রম করার সত্ত্বেও তাদের সব সৌখিনতা পূরণ করতে ব্যর্থ হয় বারবার। কিন্তু এইসব শ্রেণীর লোকেদের আমরা কখনো সম্মান করি না। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন। এইসব কৃষক এবং শ্রমিক লোকেরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনাদের কি অবস্থা হবে।


আসলে এসব কথা আমরা চিন্তা না করে তাদের সব সময় আমরা ঘৃণা করি। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সব সময় কঠোর পরিশ্রম করে। এছাড়া কৃষকেরা সারা বছর তাদের জমিতে ভালো ফসল তৈরির জন্য সব সময় কঠোর পরিশ্রম করে। তাদের কোন বিশ্রামের সময় থাকে না। তারা সব সময় চেষ্টা করে কিভাবে ভালো ফসল উৎপাদন করে তাদের পরিবারের সব অভাব অনটন দূর করবে এই কথা সবসময় চিন্তা করে।


এজন্য কোন অসুস্থতা তাদের কাবু করতে পারে না। শত অসুস্থতার মাঝেও তারা মাঠে গিয়ে ফসল ফলায় সুখের আশায়। কিন্তু এসব কৃষকরা ন্যায্য মূল্যে তাদের ফসলের দাম কখনোই পান না। কিছু কিছু অসাধ্য ব্যবসায়ীরা খুব কম মূল্যে তাদের কাছ থেকে ফসল কিনে নিয়ে গিয়ে বাজারে সেটি চড়া দামে বিক্রি করে। তাই শত পরিশ্রম করার সত্ত্বেও ফসলের সঠিক মূল্য না পেয়ে কৃষকের দুঃখের সীমা থাকে না।


আর এজন্য তাদের সংসারের কখনোই উন্নতি হয় না। এছাড়া তো সারা বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। আর এসব প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের সবথেকে বেশি ক্ষতি হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, বন্যা, খরা ইত্যাদি দুর্যোগের ফলে কৃষকের ফসলের সব থেকে বেশি ক্ষতি হয়।


তবুও কৃষক সকল প্রতিকূলতার মাঝ থেকে পুনরায় চেষ্টা করে ভালো ফসল উৎপাদনের জন্য। কিন্তু এভাবে সে বারবার ব্যর্থ হয়ে যাবার ফলে তার জীবনে সুখ শান্তি আর কখনোই ফিরে আসে না। কিন্তু আমাদের এসব সরকার যদি এই কৃষকদের পাশে একটু এগিয়ে আসে তাহলে তাদের আর এত কষ্ট থাকেনা।


এছাড়া বিভিন্ন দেশ এই কৃষকদের প্রতিবছর বিনামূল্যে প্রচুর ফসলের বীজ দিয়ে থাকেন। এছাড়াও ব্যাংকিং ক্ষেত্রে এসব কৃষকদের জন্য বিনা সুদে টাকা দেওয়ার বন্দোবস্ত করার জন্য সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ রইলো।


আর এসব শ্রমিক লোকেরা শহরে চলে আসে তাদের ইনকাম একটু বাড়ানোর জন্য। কিন্তু তাদের ইনকামের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায় শহরে তাদের ব্যয়বহুল জীবন যাপনের জন্য। কারন আমরা সবাই জানি যে, শহরের জিনিসপত্রের দাম অনেক বেশি। কিন্তু এসব শ্রমিক লোকেরা প্রতিদিন যা ইনকাম করে তার অর্ধেকেরও বেশি খরচ হয়ে যায় তাদের সংসার ঠিকঠাকভাবে চালনা করার জন্য।


যদিও তারা সারাবেলা কঠোর পরিশ্রম করে তবুও এসব অসাধু মালিকরা তাদের ন্যায্য টাকা কখনো দিতে চায় না। তাই দিনশেষে এসব শ্রমিকদের হাতে অর্থ প্রায় শূন্য হয়ে যায়। আর সরকারের উদ্যোগে এসব শ্রমিক লোকেরা বর্তমানে একটু ভালো জীবন যাপন করছে। কারণ এসব লোকেদের জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করছে।


✠ ০১ ✠


মাথার ঘাম পায়ে ফেলে,
ফলায় সোনার ফসল।
এত কষ্ট করেও তাদের,
দুঃখ কাটে না কখনো।


রোদ, ঝড়-বৃষ্টিতে,
থামেনা কখনো তারা।
অসুস্থতার মাঝেও তাদের,
লাগাতে হয় ফসলের চারা।


সুখের মুখ দেখার জন্য,
করে সব সময় হাহাকার।
কষ্টে কষ্টে তাদের জনম,
হয়ে যায় পাড়।


✠ ০২ ✠


এই দেশের শ্রমিকরা,
করে কঠোর পরিশ্রম।
মাথার ঘাম পায়ে ফেলে,
করে কাজ সারাক্ষণ।


এত কাজ করেও তারা,
শুনতে হয় গালাগালি।
আসলে তাদের একটু সম্মান,
করেনা কোন মালিক।


সামান্য ইনকামে সংসার চলে,
মেটাতে পারেনা কোন সৌখিনতা।
তবুও তারা চেষ্টা করে,
পাওয়ার জন্য সফলতা।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি অনু কবিতা শেয়ার করেছেন। আসলে খেটে খাওয়া মানুষের দিন আনা দিন খাওয়া। কবিতার প্রতিটি চরণ অসাধারণ হয়েছে শুভকামনা রইল ভাইয়া। এতো সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকে ভাই আপনি খুব সুন্দর অনু-কবিতা লিখেছেন । খেটে খাওয়া মানুষের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে সত্যিই কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে থাকে।

এত কাজ করেও তারা,
শুনতে হয় গালাগালি।
আসলে তাদের একটু সম্মান,
করেনা কোন মালিক।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

খুব চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতাগুলো এমনিতেই ভালো হয় সেটা হোক অনু কবিতা অথবা স্বরচিত যেকোনো কবিতা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। অনু কবিতাগুলো
পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি পরিশ্রমী ও খেটে খাওয়া মানুষের দিন আনা ও খাওয়া সম্পর্কে খুব সুন্দর ভাবে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47