হয়তো তোমারি জন্য। কবিতা নং :- ৩১
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তার কোন শেষ নেই। আমার মনে হয় যার জীবনে ভালোবাসা নেই তার জীবনের কোন উদ্দেশ্য নেই। তাইতো গানের কথায় আছে, যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনাদেনা। আসলে ভালবাসতে প্রচুর ধনসম্পদ, অর্থ, প্রতিপত্তি এসব কিছুর প্রয়োজন হয় না। ভালোবাসার জন্য চাই একটা পরিষ্কার মন। যে মনে তার প্রিয় মানুষটির জন্য ভালোবাসা থাকবে অফুরন্ত।
আসলে ভালোবাসার জন্যই পৃথিবীতে অনেকেই প্রাণ দিয়েছেন। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য মানুষ আর মানুষ থাকে না তখন। মানুষ হয়ে যায় পাগল। আরে পাগল মানুষের মনকে ঠিক করতে হলে তার ভালোবাসার মানুষকে প্রয়োজন হয়। আসলে ভালোবাসায় পাগল হওয়া মানুষকে সমাজ ঘৃণার চোখে দেখলেও তার মনে কিন্তু কখনোই ভালোবাসা ছাড়া আর অন্য কিছুই আসে না।
এই ভালোবাসার মানুষের জন্য মানুষের কল্পনারও শেষ নেই। ভালোবাসার মানুষটিকে ভালোবেসে মানুষ যেদিকেই তাকায় সেদিকে তার প্রতিচ্ছবি দেখতে পায়। আমার তো মনে হয় ভালোবাসা একটা হ্যালোজেনেশন রোগের মত। চারিদিকে সেই ভালোবাসার মানুষটি শুধুমাত্র থাকে। আর এই ভালোবাসার মানুষকে নিয়ে সে পৃথিবীতে নানান ধরনের স্বপ্ন দেখে এবং ঘর বাঁধে।
এই পৃথিবীতে বহু মহৎ ব্যক্তিরা যারা ভালোবাসার জন্য বিভিন্ন নিদর্শন রেখে গেছেন। যেমন মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল গড়েছিলেন। তেমনি আমরা ভালবাসার মানুষের জন্য যদি সামান্য ত্যাগ স্বীকার করতে না পারি তাহলে সেই ভালোবাসায় গভীরতা খুব কম থেকে যায়।
আসলে সহজে পাওয়া ভালোবাসা অনেকটা সস্তার মত। ভালোবাসা যদি সহজে পাওয়া যায় সে ভালোবাসার কোন মূল্য থাকে না। অর্থাৎ ভালবাসার কদর কমে যায় সেখানে। যদি মানুষকে প্রচুর কষ্টের বিনিময়ে তার ভালোবাসার মানুষটি মেলে তাহলে সেই ভালোবাসা গভীরতা অনেক বেশি থাকে।
বর্তমান সময়ে ভালোবাসা অনেকটা সস্তা হয়ে গেছে। আমরা বাইরে থাকলে দেখতে পাই একটা ছেলের চার-পাঁচটা মেয়ে ভালোবাসার বন্ধু রয়েছে। আবারও দেখতে পাই একটা মেয়ের চারপাশটা ছেলে ভালোবাসার বন্ধু রয়েছে। কিন্তু একে কি সত্যিই ভালোবাসা বলে। আমার মনে হতো এটি এক ধরনের নোংরা ভালবাসা।
বর্তমান সময়ে নোংরা ভালবাসা চারিদিকেই দেখতে পাই। যে ভালোবাসায় কখনোই তার প্রিয়জনের মনটি পাওয়ার জন্য ভালোবাসে না। এই ভালোবাসার খোঁজে শুধুমাত্র শরীর। অর্থাৎ এই মানুষগুলো কখনোই অন্য মানুষকে ভালবাসতে পারে না। শুধু ভালবাসে তার শরীরের জন্য। আর এরকম ঘৃণিত ভালোবাসা আমরা সবাই ঘৃণা করব।
ভালোবাসার মানুষটি কাছে থেকেও যখন দূরে চলে যায় তখন আমরা উপলব্ধি করতে পারি যে তার প্রতি আমাদের ভালোবাসা কতটা বেশি ছিল। অনেক সময় ভালোবাসার মানুষটি কাছে থাকলে আমরা আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। যখন সেই ভালোবাসার মানুষটি আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে ওই মানুষটিকে আমরা কতটা বেশি ভালোবাসি।
অর্থাৎ ভালবাসার মানুষটি কাছে না থাকলে আমরা তার প্রয়োজন প্রতিটা ক্ষণে ক্ষণে টের পাই। যখন ভালোবাসার মানুষটির জন্য মন আনচান করে তবে তখনই বুঝে নেবেন যে আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার জন্য প্রতিটা সময় যেন আমাদের কাছে বহু যুগ মনে হয়।
ভালোবাসার মানুষটি দূরে চলে গেলে আমাদের যেনো সময়ই কাটতে চায় না। মনে হয় সময় স্থির হয়ে গেছে আমাদের জীবনে। তাইতো ভালোবাসার মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবাসলেই সেই মানুষটিকে তুমি অবশ্যই কাছে পাবে। যদিও ভালোবাসায় কখনো কোন অহংকার রাখতে নেই। ভালোবাসায় দুজনের মনকে কাঁদার মত নরম রাখতে হবে। কারণ শক্ত মাটি দিয়ে কোন কিছুই তৈরি করা যায় না।
এছাড়াও ভালোবাসার মানুষটিকে অবশ্যই সম্মান করতে হবে। তাকে কখনো অসম্মান করা যাবে না। কারণ ভালোবাসার মানুষটির কাছ থেকে অথবা ভালোবাসার মানুষটি যদি তোমার কাছ থেকে সামান্য আঘাত পেয়ে থাকে তাহলে সে আঘাত তার কাছে পাহাড় সমান হয়ে দাঁড়ায়। আরো ভালোবাসায় যদি সামান্য ভুল-ত্রুটি থেকে থাকে তাহলে সেই ভুল ত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। কারণ মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল অবশ্যই ছোট হতে হবে।
✠ হয়তো তোমারি জন্য ✠
হয়তো তোমারি জন্য,
আমার লেখা এ কবিতা।
তুমি থেকেও বহুদূরে,
রয়েছে বসে আমি একেলা।
দিগন্তর ঐ পানে চেয়ে,
ভাবি তোমার কথা।
তুমি ছাড়া আমার জীবন,
বড়ই লাগে একা।
মহাসমুদ্রের মাঝে আমি,
হারিয়ে ফেলেছি দিক।
তুমি কাছে আসলে তবে,
সমুদ্রের দিশা পাবো ঠিক।
ভালোবাসায় করেছ তুমি,
আমার মনটা পাগল।
পাগল এমন খোঁজে তোমায়,
দিক-বিদিক হারিয়েছে এখন।
সবাই বলে আমায় পাগল,
সত্যিই কি পাগল আমি।
তুমি ছাড়া আর জানে,
একমাত্র অন্তর্যামী।
কোথায় তুমি হারিয়ে গেলে,
এত মানুষের ভিড়ে।
তোমায় খোঁজার সাহায্য চাইতে,
লোকে আঘাত দেয় আমারে।
এত আঘাত সহ্য করে,
চেয়ে আছি তোমার পথ চেয়ে।
দেবে কবে আমায় দেখা,
তোমায় ছাড়া লাগে একা একা।
হয়তো একদিন পাবো তোমায়,
শত ভিড়ের মাঝে।
সেদিন তোমায় ছাড়বো না আর,
রাখবো মনের মাঝে।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কবিতা লিখতে গেলে একটা সুন্দর মন লাগে। মনের ভাব থেকে কিন্তু কবিতা লেখা হয়। আপনি যখন কবিতা লিখবেন তখন আপনার মনের ভাবনাটা কবির মতো হতে হবে। আর ভালোবাসার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আপনি আজকে হয়তো তোমারি জন্য নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার লেখা কবিতাটি। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
প্রিয় মানুষটার কাছে এই সকল বার্তা গুলো পৌঁছে যাক। একদিন ফিরে পাবেন তাকে। আসলে ভালোবাসার মানুষগুলো কাছে থাকলে ভালোবাসার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়। যখন দূরে যায় ঠিক তখনই ভালোবাসার গভীরতা টা উপলব্ধি করতে পারি।
সত্যি দাদা ভালোবাসা আছে বলে এই সুন্দর পৃথিবী প্রাণ ফিরে পেয়েছে। আসলে ভালোবাসা ছাড়া পৃথিবীর সব কিছুই নিষ্প্রাণ। আর ভালোবাসা ছাড়া অনুভূতিগুলো যেন ফ্যাকাসে হয়ে যাবে। আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে আমার। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
দাদা আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর করে কবিতা লিখে থাকেন। আর আপনার কবিতা লেখার টপিক ও বেশ দারুন হয়। আসলে আমরা সবাই ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক চিন্তা করি। সেই মানুষটা কে নিয়ে চিন্তা করার কোন শেষ নেই আমাদের। যাইহোক আপনার কবিতার প্রত্যেকটা লাইন বেশ ভালো ছিল। এরকম কবিতাগুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।
অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনারা এই কবিতা আবৃত্তি করতে আমার অনেক অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে যে আপনি নিয়মিত আমাদের মাঝে কবিতা বা অনু কবিতা শেয়ার করে থাকেন দেখে।