অনু-কবিতা :- ১৯

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স


আসলে আমাদের এই পৃথিবীতে টাকাই মনে হয় হত্তা কর্তা বিধাতা। যার যত টাকা আছে সে পৃথিবীতে তত সম্মানীয় ব্যক্তি। আর যার টাকা নেই সে হয় নিকৃষ্ট ব্যক্তি সমাজের। আসলে পৃথিবীতে টাকাই সব। এই টাকা না থাকলে আমার তো মনে হয় সংসারে সুখ শান্তি কোন কিছুই থাকেনা।


মানুষ তার দৈনন্দিন জীবনে তার প্রয়োজনীয় জিনিসপত্র মেটানোর জন্য প্রয়োজন অতিরিক্ত টাকা। আর অতিরিক্ত টাকা উপার্জন করা একজন গরীব ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব হয় না। আর ধনী মাপের লোকেরা তারা তাদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও বিভিন্ন ধরনের অপচয় করে। কারণ তাদের কাছে টাকার কোন শেষ নেই।


বর্তমান দেশের উন্নতি নির্ভর করে তার দেশের সঞ্চিত টাকার উপর। যেসব দেশের সঞ্চিত টাকার পরিমাণ যত কম সে সব দেশ ততটাই গরীব। আসলে টাকা দিয়ে সবকিছুই মাপা হয় এই পৃথিবীতে। টাকা ছাড়া কোন উপায় নাই। বর্তমান সময়ে টাকা দিয়ে কিন্তু সুখ ও কেনা যায়।



কিন্তু আসলে কি টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায়? আমার তো মনে হয় টাকা দিয়ে সবকিছু কিনা গেলেও টাকা দিয়ে সুখ শান্তি কখনোই কেনা যায় না। কারণ পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদেই সুখ শান্তি। আসলে অনেক গরিব পরিবার আছে যারা কম অর্থ উপার্জন করতে পারলেও তাদের ঘরে সুখ শান্তি সবসময় বিরাজ করে। আবার অনেক ধনী পরিবার রয়েছে যাদের টাকার কোন অভাব নেই কিন্তু তাদের ঘরে সুখ শান্তি কখনোই থাকে না।


আসলে মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে তাদের শৈশব কৈশোর যৌবন কালটা পেরিয়ে যায়। আসলে জীবনের এই সময়টাকে যদি কেউ আনন্দ উপভোগ করতে না পারে তাহলে বার্ধক্যের বয়সে এত টাকা দিয়ে কি করবে। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি। কারণ মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে তার এই অমূল্য সময় গুলো সে পিছনে ফেলে আসে। কিন্তু আমরা সবাই জানি সময় কারো জন্য অপেক্ষা করে না। আর মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে এই যে মূল্যবান সময়টাকে নষ্ট করে এই সময়টাকে আর তারা কখনো ফিরে পায় না।


আরেকটা জিনিস পৃথিবীতে সময়কে কখনো টাকা দিয়ে কেনা যায় না। আপনি চাইলে পৃথিবী যে কোন কিছুই কিনতে পারেন। কিন্তু আপনি সময়কে কখনোই চিনতে পারবেন না। আর তাইতো নিজের পরিবারকে সময় দিয়ে অর্থ উপার্জন করাটাই আমার মনে হয় সবচেয়ে সুখের একটা বিষয়।


কিন্তু একটা কথা ঠিক টাকা না থাকলে মানুষ পৃথিবীর এই বিভিন্ন ব্যয়বহুল প্রয়োজনীয় জিনিসগুলো কখনো কিনতে পারে না। এছাড়াও বর্তমান ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রও খুব ব্যয়বহুল হয়ে গেছে। কারণ ডাক্তারের ভিজিট এবং চিকিৎসা সামগ্রী খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে। তাইতো বহু গরিব লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে দিন দিন।


তাইতো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষের প্রয়োজন মত অল্প টাকা থাকলে এতেই তাদের সংসারের সুখ শান্তি থাকবে সবসময়। কিন্তু বেশি টাকা হলে যে সুখ থাকবে সংসারে এমন কোন কথা নেই। আর এই পৃথিবীতে অবশ্যই কর্ম করতে হবে। নতুবা পৃথিবীতে টিকে থাকা কখনোই সম্ভব হবে না।

০১


ক্ষুধা যদি না থাকে,
এই দুনিয়াতে ভাই।
কাজের কোনো দরকার নাই,
শুধু বসে বসে গান গাই।


কি আজব এই দুনিয়া,
খাদ্যের জন্য কর্ম করে।
কর্ম যদি না করে,
অনাহারে সবাই মরে।


কাজের পিছে দৌড়াতে দৌড়াতে,
যাচ্ছে বয়স বেড়ে।
তবুও কাজ হচ্ছেনা শেষ,
জীবনের এই অন্তিম ক্ষণে।


০২


টাকা টাকা টাকা রে ভাই,
টাকা হলো জীবনের সব।
টাকার পিছে ছুটছে মানুষ,
সারা জীবন ভর।


এই পৃথিবীতে যার কাছে,
আছে টাকা ভরি ভরি।
তাকে সবাই সম্মান করে,
সমাজের কাছে তার নাইকো জুড়ি।


গরিবের কাছে টাকা নাই,
তাইতো সমাজের তারা বোঝা।
তাদের কাছে টাকা উপার্জন,
নয়কো খুব একটা সোজা।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।



আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

কেউ কয়েকটি টাকা উপার্জন করতে দিনরাত পরিশ্রম করে কেউবা বিলাসিতায় উজাড় করে দেয়। হয়তো এভাবেই চলছে জীবন। মানব জীবন যেমন বিচিত্র তেমনি বিচিত্র সবার ইচ্ছে গুলো। দাদা আপনার লেখা কবিতার লাইন গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আপনার লেখা কবিতা গুলো সব সময় খুব সুন্দর হয়। আজকে অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন এই অনু কবিতা লেখার জন্য। আসলে মানুষ এখন অর্থের পিছনেই বেশিরভাগ জীবন ব্যয় করে। সবাই মনে করে অর্থ থাকলেই তারা জীবনে সুখী হতে পারবে। আসলে বেশি অর্থের প্রয়োজন হয় না জীবনে সুখী থাকার জন্য, পরিমাণ মতো অর্থ থাকলেই জীবনে সুখী থাকা যায়। আর অর্থের জন্য অবশ্যই ভালো কর্ম করতে হবে। ভালো লাগলো আপনার লেখা অনু কবিতা গুলো।

 last year 

আজকে ভাই খুব সুন্দর অনু-কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ‌‌। আপনার অনু কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। কবিতার ছন্দ গুলো খুবই দুর্দান্ত। আপনি ভাই ঠিক বলেছেন, টাকা আছে যার পৃথিবীর রয়েছে তার। টাকা নাই যার এ পৃথিবীতে থাকা খুবই মুশকিল তার। ভাই মানুষের যদি পেট না থাকতো তাহলে কোন মানুষের কর্ম করত না। মানুষ হাসি আনন্দের মাঝে জীবন অতিবাহিত করতো। ধন্যবাদ ভাই সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য‌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.95
ETH 2389.49
USDT 1.00
SBD 2.34