অনু-কবিতা :- ৩৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে বর্তমান সময়ে ফসল উৎপাদন কমে যাওয়ার আরেকটা প্রধান কারণ হলো দেশের নদী নালা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। আর এর ফলে দেশে জলের আঁধারও দিন দিন কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় বিভিন্ন লেখকের কবিতায় পড়েছি গ্রাম অঞ্চলে বিভিন্ন ছোট ছোট নদী দেখা যায়। এইসব ছোট ছোট নদী এবং গ্রাম অঞ্চলকে কেন্দ্র করে কবি সাহিত্যিকরা বিভিন্ন ধরনের কবিতা এবং সাহিত্য রচনা করেছিলেন।


তখনকার সময়ের প্রকৃতি রূপ ছিল অপরূপ। কিন্তু এখনকার সেই গ্রাম অঞ্চলের নেই। সেখানে শুধু ফাঁকা জমি পড়ে আছে। আর এইসব ফাঁকা জমিতে এখনো আর কোনো ফসলের চাষ হয় না। কারণ এইসব মাঠের ভিতর দিয়ে ছোট ছোট নদী নালা পূর্বে ছিল কিন্তু বর্তমানে আর নেই। আর এই নদী নালা বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান সময়ে জলের অভাবে এসব জমিতে আর ফসল উৎপাদন হয় না।


এছাড়াও দিন দিন জলের স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। জলের স্তর নিচে নেমে যাওয়ার প্রধান কারণ হলো দেশে জলাভূমির অভাব। আর এই জলাভূমির সংখ্যা যেমন দ্রুত হারে কমে যাচ্ছে তেমনি দেশের ফসল উৎপাদনও দ্রুত হাড়ে কমে যাচ্ছে। আর এই ফসল উৎপাদন কমে যাওয়ার ফলে দেশে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে এছাড়াও খাদ্য অভাব দেখা দিচ্ছে। আমরা সাধারণত দেখতে পাই বিভিন্ন দেশে আজ দূর্ভিক্ষের সৃষ্টি হচ্ছে এই অনাবৃষ্টির কারণে এবং ফসলের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণে।


আসলে কিছু অসাধু ব্যক্তিরা তাদের জমির পরিমাণ বৃদ্ধির জন্য বিভিন্ন নদী-নালা বন্ধ করে দিচ্ছে প্রতিবছর। আমরা সবাই জানি যে বর্ষার সময় এইসব নদী-নালাগুলো জলে থৈ থৈ করে এবং এই নদী নালা জল সারা বছরই থাকে। তাই কৃষকেরা এই নদীর জল দিয়ে সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। কিন্তু এই নদী-নালা ভরাটের ফলে বর্ষাকালে আমরা প্রায়ই বন্যা দেখতে পাই। এই বন্যার ফলে একদিকে যেমন বিভিন্ন পশুপাখি মানুষ মারা যায় তেমনি অন্যদিকে এসব কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায় মাঠে।


এছাড়াও এই বন্যার জলের কারণে ফসলে উৎপাদন অনেক কমে যায়। কারণ কৃষকেরা এই জলের ভিতরে ফসল উৎপাদন করতে পারে না। আর ফসল উৎপাদন না হলে দেশের খাদ্যের পরিমাণ অনেক কমে যায়। আসলে পৃথিবীর সবাই কিন্তু আমরা কৃষকের উপর নির্ভর। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন। কৃষক যদি মাঠে ফসল না ফলায় তাহলে আমরা খাবার পাব কোথা থেকে। আসলে আমাদের যতই টাকা থাকুক না কেন কৃষক যদি ফসল উৎপাদন না করে আমরা কিন্তু টাকার বিনিময়েও এই খাদ্য খেতে পারব না।


তাই একদিক থেকে আমরা পৃথিবীর সব লোকই কৃষকের উপর নির্ভরশীল। এছাড়াও আমাদের বিভিন্ন বোকামির কারণে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় সারা বছর। তার মধ্যে অন্যতম একটি কারণ হল বিভিন্ন নদী-নালা ভরাট। এছাড়াও আমরা বিভিন্ন মাঠে দেখতে পারি যে যেখানে মাটির নিচে নলকূপ স্থাপন করে মাটির নিচ থেকে জল বের করে সেই জল ফসল উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু এভাবেও চলতে থাকলে একসময় মাটির নিচের জলের স্তর কমে যাবে।


বিশেষ করে শহর অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাই কোথাও কোন জলের আঁধার নেই। তাই সামান্য একটু বৃষ্টির ফলে শহরে জল থৈ থৈ করে। আর এই জন্য আমাদের পৃথিবীতে নদী নালার গুরুত্ব অপরিসীম। তাইতো সরকারকে এই নদী নালা ভরাটের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিতে হবে। যদিও বিভিন্ন অসাধু ব্যক্তিরা এই সরকারের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন নদী-নালা ভরাট করে চলেছে প্রতিনিয়ত। তাই আমাদের সবার উচিত এসব ব্যক্তিদের সরকারের দৃষ্টিতে তুলে ধরা।

✠ ০১ ✠


গ্রামের সেই ছোট নদী,
এখন তো আর নেই।
খাল, বিল, নদী, নালা,
ভরাট হয়ে গেছে তাই।


এত দ্রুত নদীর সংখ্যা,
দিন দিন যাচ্ছে কমে।
মাছ গুলো সব নদী ছেড়ে,
এক্ষণ ডাঙায় বাস করে।


মানুষের এই অকর্মে,
প্রতি বছর হচ্ছে বন্যা।
জেলে গুলো সব না খেয়ে,
রাস্তায় বসে ধরছে ধন্না।


✠ ০২ ✠


প্রতি বছর অনা বৃষ্টির কারণে,
ফসলের হচ্ছেনা কোনো চাষ।
ফসলের উৎপাদন কমার ফলে,
মানুষ যাচ্ছে দিন দিন মরে।


মাছের বাসস্থান কমে যাচ্ছে,
সংখ্যাও যাচ্ছে দিন দিন কমে।
জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে,
পরিবেশের ক্ষতি হচ্ছে এক্ষণে।


জলের আঁধার কমে যাচ্ছে,
চাষে পাচ্ছেনা পর্যাপ্ত জল।
ফসল নষ্ট হচ্ছে জলের অভাবে,
কৃষকরা হচ্ছে দিন দিন দূর্বল।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 11 months ago 

ভাই আপনি বরাবরের মতো আজকেও খুবই সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন কত চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখা মাঝে মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার অনু-কবিতা পড়ে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অনু কবিতা পড়তে আমার কাছে খুবই অন্যরকম অনুভূতি লাগে। আপনি ঠিকই বলেছেন বর্তমানে খাল বিল সবকিছু ভরাট হয়ে গেছে। এখন আগের মতন আর বৃষ্টি হয় না । জলাশয়ে তেমন কোন মাছ পাওয়া হয় না।

মাছের বাসস্থান কমে যাচ্ছে,
সংখ্যাও যাচ্ছে দিন দিন কমে।
জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে,
পরিবেশের ক্ষতি হচ্ছে এক্ষণে।

এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

খুবই সুন্দর অনুকবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার অনুকবিতার মধ্যে যে এই কবিতাগুলো ছিল সেটি খুবই সুন্দর হয়েছে এবং অনেকবার আমি এই কবিতাগুলো পড়েছি আপনার এই পোস্ট থেকে৷ খুবই ভালো লাগবে এবং কিছু কবিতা পড়তে পেরে৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45