জীবনের সঠিক ব্যক্তির প্রয়োজন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনের সঠিক ব্যক্তির প্রয়োজন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের মা-বাবা ছাড়াও আমাদের পরিবারের অনেক লোকের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও সবাই কিন্তু আমাদের সব সময় ভালো করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। আসলে জীবনে বড় হওয়ার ক্ষেত্রে সঠিক একটা মানুষের অবশ্যই প্রয়োজন রয়েছে। কেননা আমরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করি তখন আমাদের এই পৃথিবীর সম্পর্কে কোন রকমের কোন ধারণা থাকে না এবং কোনটা সঠিক ও কোনটা ভুল এই ধরনের পার্থক্য আমরা কখনো বুঝতে পারি না। যদি না সেই সময় আমাদের জীবনে কোন ভাল মানুষ না আসে তখন কিন্তু আমরা এই ধরনের জ্ঞান থেকে সবসময় পিছিয়ে থাকি আর এর ফলে আমরা কিন্তু মানুষের মাঝে সঠিকভাবে মেলামেশা করতে পারি না এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে পিছিয়ে থাকি।
আসলে আমাদের এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে, আমরা যদি ছোটবেলা থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের পরিবারের থেকে ভালো জিনিস গুলো দেখতে পাই তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে এইসব আচার-আচরণ এবং ভালো কাজগুলো প্রয়োগ করার চেষ্টা করি। কিন্তু যত খারাপ পরিবারে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সেখানে প্রতিটা সদস্য কোন না কোন খারাপ কাজের জন্য তাদেরকে সবাই অনেক বেশি ঘৃণা করে এবং তাদের সাথে সবাই মেলামেশা করা থেকে বিরত থাকে। আসলে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষা দিয়ে থাকি তাহলে তারা কিন্তু সমাজ থেকে বিভিন্ন ধরনের ভালোবাসা পাবে এবং সবাই তাদেরকে প্রচুর সম্মান করবে।
এছাড়াও আমরা কিন্তু আমাদের এক এক জীবনে এক এক ধরনের লোকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। আসলে আমরা যদি আমাদের জীবনের ক্ষেত্রে প্রতিটা মানুষকে সঠিকভাবে বিচার বিবেচনা করে আমাদের নিজেদের কাছে আপন করে নিতে পারি তাহলে আমাদের জন্য সামনের পথটা আরো অনেক বেশি সহজ বলে মনে হবে। কেননা এসব লোকগুলো আমাদের কখনো কোন ধরনের খারাপ পরামর্শ দেবে না যাতে করে অন্যের কোন ধরনের কোনরূপ ক্ষতি হয়। আসলে তারা সবসময় চেষ্টা করে কি করে আমাদের উপরের দিকে নিয়ে যাওয়া যায় এবং তাদের কোন কর্মকান্ডের জন্য আমরা যাতে কোন ধরনের কষ্ট না পায় সেদিকে তারা সব সময় খেয়াল রাখে। এছাড়াও একজন ভালো মানুষ আমাদেরকে সব সময় উৎসাহ দেয় যাতে করে আমরা জীবনে মানুষের মত মানুষ হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি।
আসলে এইসব কথা বিবেচনা করে আমাদের অবশ্যই জীবনে যত মানুষ নির্বাচন করতে হবে না কেন তার মধ্য থেকে ভালো মানুষগুলোকে আপন করে রাখতে হবে এবং খারাপ মানুষের থেকে সবসময় দূরে থাকতে হবে। কেননা খারাপ মানুষগুলো আপনার কখনো ভালো চায়না বরং সব সময় তারা আপনার ক্ষতি চায় এবং এর ফলে আপনি জীবনে কখনো সামনের দিকে এগোতে পারবেন না। এছাড়াও যারা জীবনে খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করে এবং খারাপ ভাবে চলাচল করার চেষ্টা করে তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের সর্বক্ষেত্রে তারা সবসময় পিছিয়ে থাকে। আর এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে আমাদের ভবিষ্যৎ জীবনের মানুষগুলোকে সঠিক শিক্ষা দিতে পারি এবং বর্তমান সময়ে যারা আমাদের পাশে রয়েছে তাদের নিয়ে সামনের দিকে হতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম দাদা। কারণ একটা কথা রয়েছে খারাপ গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই জীবনে বেশি বন্ধু প্রয়োজন নেই মাত্র কয়েকজন বন্ধু হলে হবে তারা হতে হবে প্রকৃত বন্ধু। যাদের মাধ্যমে সারাজীবন একটা আশা ভরসা এবং সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে চলা যাবে। আর যারা খারাপ তারা তো খারাপই তারা কখনোই তো ভালো আশা করা যায় না। জীবনের যেকোনো মুহূর্তে তারা ক্ষতির কারণ হতে পারে তাই তাদেরকে পরিহার করা একান্ত প্রয়োজন।
আমি অনেকদিন ধরে আপনার লেখাগুলো ফলো করি দাদা। যেখানে আপনি খুব সচেতন জ্ঞান দিয়ে সুন্দর কিছু কথা প্রকাশ করেন যেগুলো সত্যিই মনোমুগ্ধকর। যেখানে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকেন যেখানে মানুষকে সজাগ করে থাকেন। হ্যাঁ আমাদের জীবনে এমন ব্যক্তি প্রয়োজন যে ব্যক্তি একাধিক জন্য মাত্র কয়েকজন হতে হবে এবং সঠিক পথে চলা ব্যক্তি হতে হবে। যার দ্বারা ভালো কিছু আশা করা যায়।