অনু-কবিতা :- ৫৫

in আমার বাংলা ব্লগ9 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



বর্তমান সময়ে এসে আমরা সবাই বুঝতে পারছি যে, আমাদের শৈশবকালটা কত মধুর ছিল। আসলে শৈশবকালের স্মৃতি এখন মনে পড়লে সত্যিই আমাদের মনটা যেন কেঁদে ওঠে। এছাড়াও শৈশবের স্মৃতিগুলো আমাদের মন থেকে কখনোই মুছে যায় না। বর্তমান সময়ে অনেক স্মৃতি আমাদের জীবন থেকে মুছে গেলেও আপনি কিন্তু আপনার শৈশবের স্মৃতি জীবন থেকে কখনোই মুছে ফেলতে পারবেন না। কারণ শৈশব জীবনে যেসব স্মৃতিগুলো ঘটে তা সব সময় মধুর হয়। এছাড়াও শৈশবকালে মা বাবার জন্য আমাদের জীবনটা কিন্তু আরো বেশি মধুর হয়েছিল। আমরা বুঝতে পারি এখন মা-বাবা কাছে না থাকলে আমাদের জীবনটা কত কঠিন।


এছাড়াও যাদের জীবনে অর্থাৎ শৈশবকালে যারা তার মা-বাবাকে কাছে পায়নি তাদের কাছে শৈশব কলটা কিন্তু কখনোই মধুর ছিল না। কারণ তাদের কাছে তখন পৃথিবীটা বড়ই কঠিন ছিল। মা-বাবার কাছে থাকলে এই পৃথিবীর সকল বাঁধা আমাদের কখনোই আটকাতে পারে না। আর যাদের জীবনে মা বাবা না থাকে তাদের কাছে এইসব বাঁধা যেন পাহাড় সমান হয়ে দাঁড়ায়। তাদের জন্য এই পৃথিবীটা মধুময় হয় না। আসলে শৈশব জীবনের আমাদের অনেক ছোট ছোট বন্ধু-বান্ধব ছিল। যাদের কথা আমরা কখনোই ভুলতে পারিনা। আসলে তাদের স্মৃতি আমাদের সারা জীবন থেকে যায়। শৈশবকালের পরে যেসব বন্ধু-বান্ধব হয় তারা অনেকেই থাকে আবার অনেকেই আমাদের স্মৃতির পাতা থেকে মুছে যায়।


আসলে যারা শৈশবকালটাকে পুরো উপভোগ করতে পেরেছে তাদের কাছে বর্তমান সময়ে সুন্দর মুহূর্তগুলো কখনোই ভালো লাগেনা। এছাড়াও যেসব গরীব পরিবারের সন্তান রয়েছে তাদের কাছে কিন্তু শৈশব কালটা ততটা মধুর হয় না। কারণ তাদের শৈশব কালটা পুরোটাই অভাব অনটনের ভিতর দিয়ে কাটাতে হয়। একদিকে তাদের ক্ষুধার জ্বালা অন্যদিকে তাদের সুষ্ঠু চিকিৎসার অভাব। এইসব অভাবের ভিতর দিয়ে তারা তাদের সুন্দর সময়টা কখনোই আনন্দ উল্লাসে কাটাতে পারে না। তাইতো সেসব গরিব পরিবারের কাছে তাদের শৈশব কালটা মনে হয় যেন নরক যন্ত্রণা। আসলে একটা সময়ে আমাদের শুধু স্মৃতি থেকে যায়। আর আমরা সেই সব শৈশবের স্মৃতি মনে পড়ে বর্তমান সময়ে আনন্দে থাকার চেষ্টা করি।


✠ ০১ ✠


শৈশবকালের মত সময়,
এখন তো আর পাওয়া যায় না।
কত শান্তি ছিল শৈশবে,
কোন চিন্তা ছিল না ভাই।


খেতাম আমরা মায়ের দুধ,
ঘুরে বেড়াতাম সারাবেলা।
বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম,
আনন্দে কাটাতাম সারা বেলা।


জীবনের কোন চিন্তা ছিল না,
ছিল না কোন অভাব।
মায়ের আদর ছিল সব সময়,
সবাই আনন্দের দিন কাটাতাম।


✠ ০২ ✠


যখন আমরা বড় হলাম,
কত দায়িত্ব চাপলো কাঁধে।
এখন আমরা বুঝতে পারছি,
মা বাবা কি ছিল আমাদের।


মা বাবার সাথে থাকলে সব সময়,
কোন বাঁধা আসতো না জীবনে।
জীবনটা অনেক সহজ ছিল,
মা বাবার আশ্রয়ে ছিলাম যত দিনে।


মা বাবা ছাড়া এই পৃথিবী,
বড়ই যে কঠিন মনে হয়।
মা বাবার অভাব বুঝতে পারছি,
মা বাবা তো আর পাশে নাই।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 9 months ago 

আপনি সবসময় অনেক ভালো কবিতা লেখেন। আজকের অনু কবিতাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আসলেই শৈশবের সময় অনেক বেশি ভালো ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 9 months ago 

আশা করি দাদা ভালো আছেন? আপনার অনু-কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে সত্যি শৈশবে কাটানো মুহূর্ত জীবনে শ্রেষ্ঠ সময়। শৈশবে কাটানো অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায় হৃদয়ের মাঝে। সত্যি ভাই বড় হওয়ার সাথ সাথে অনেক দায়িত্ব কাঁধে আসে। এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 months ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ২য় কবিতাটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো গভীরতা অনেক। তবে শৈশবের স্মৃতিগুলো মানুষের মনে বড় হলে সব সময় মনে পড়ে। আর দায়িত্ব এত বড় মানুষের কাঁদে যখন আসে তখন বোঝা যায়। এই নিয়ে আপনি অনেক সুন্দর করে দুটো অনু কবিতা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59987.83
ETH 2418.78
USDT 1.00
SBD 2.41