চোর। কবিতা নং :- ১০১

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

বর্তমান সময়ে চোর ছাড়া আর কোথাও কিছু নেই। বিভিন্ন ধরনের মুখোশধারী চোর আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়। আসলে তারা চোর জেনেও তাদেরকে আমরা বেশি কিছু বলতে পারি না। কারণ তারা সমাজের শিক্ষিত লোক এবং উঁচু স্তরে থাকে। আমরা সবাই জানি যে মানুষ চোরবৃত্তি গ্রহণ করে অভাবে পড়ে। কারণ অভাব মেটাতে তারা বিভিন্ন চুরি করে কিন্তু সেই চুরির পরিমাণ অনেক সামান্য হয়ে থাকে। আসলে যারা অভাব ছাড়া চুরি করে তাদের চুরি করার ক্ষতির পরিমাণ অনেক বেশি থাকে। আর এইসব চোরদেরকে চোর বললে তারা আবার রাগ করে। একটা আশ্চর্য ব্যাপার চোরকে চোর বলা নাকি অন্যায়ের ব্যাপার। কারণ তারা আমাদের থেকে সমাজের অনেক উঁচু স্তরে বসে আছে।


আসলে এখন বর্তমান সময়ে আমরা বিভিন্ন খবর এবং পত্রিকা দেখলে বুঝতে পারি যে দেশে কিভাবে চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ভিতর সব থেকে শিক্ষিত চোরের সংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। আর শিক্ষিত চোর যেভাবে চুরি করে তা দেখে তাদেরকে কিন্তু চোর বলা অন্যায় হবে। কারণ তারা চোখের সামনে সব কিছু চুরি করে এবং সেই চুরিকে দেখেও আমরা কিছুই বলতে পারি না। কারণ তাদের কাছে সমাজে অনেক বড় ক্ষমতা আছে যা আমাদের কাছে নেই। এছাড়া বর্তমানে রাজনীতি ক্ষেত্রে দেখতে পারছি যে এক একজন ব্যক্তি খুব নিম্ন শ্রেণীর থেকে উঠে এসে আজ কোটি কোটি টাকার মালিক।



আসলে এভাবে চলতে থাকলে দেশ একদিন সর্বহারা হয়ে যাবে। আসলে দেশের প্রতিটা লোক যদি অনেক বেশি কঠোর হয় এবং এইসব চোরেদের বিরুদ্ধে একসাথে সবাই রুখে দাঁড়ায় তাহলে দেশ থেকে চোরের সংখ্যা যেমন কমে যাবে। তেমনি চুরি করতে গেলে সবার মনে ভয় চলে আসবে। আসলে সবাইকেই এই বিষয়ের সচেতন হতে হবে। কারণ এই দেশ শুধুমাত্র আমাদের নিজেদের নয়। তাই দেশ রক্ষার জন্য সবাইকে হাতে হাত মিলিয়ে এইসব শিক্ষিত চোরের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। না হলে আমরা এই মধ্যবিত্ত এবং নিচু শ্রেণীর লোকেরা একদম সর্বহারা হয়ে যাব। আর আমরা যদি এইসব লোকেদের একবার দমন করতে পারি, তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।


✠ চোর ✠


চুরি করে ধরা না পড়লে,
সেই বিদ্যা নাকি মহাবিদ্যা।
কত বড় চোর চুরি করে আজ,
তাকে নাকি সবাই করে শ্রদ্ধা।


চোরের রাজ্যে বাস করি আমরা,
যেদিকে তাকাই সেদিকে চোর।
কেউ তো আবার অভাবে চোর,
কেউ আবার সমাজের শিক্ষিত চোর।


অভাবে স্বভাব নষ্ট হয়,
তাইতো তারা নাকি চুরি করে।
কিন্তু সমাজে যাদের অভাব নেই,
চুরি করার কি প্রয়োজন তাদের।


এত টাকার পরেও তাদের,
আরো অনেক বেশি টাকার প্রয়োজন হয়।
এজন্য গরিব মানুষের কাছ থেকে,
সবকিছু তারা হাতিয়ে নেয়।


শিক্ষিত চোর বড়ই ভয়ংকর,
তাদের সহজে ধরা যায় না।
সামনে দিয়ে চুরি করে নেবে,
কিন্তু তাদের চোর বলা যাবে না।


রাজনীতির নামে চুরি করে যারা,
তারা কখনো মানুষের দুঃখ কষ্ট বোঝে না।
তাদের স্বার্থ সিদ্ধির জন্য,
মানুষের ক্ষতি করতে পিছুপা হাটে না।


তাদের জন্য সমাজের ক্ষতি,
দেশেরও ক্ষতি হয় সব সময়।
এরকম অমানুষ লোকেরা সব,
দেশ থেকে কেনো চলে না যায়।


সবাইকে সচেতন হতে হবে,
চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তাদের এই চুরির হাত থেকে,
দেশকে আমাদের বাঁচাতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া, বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে চোরের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। আসলে চোর অনেক ধরণের থাকে। এদের মধ্যেই অনেকে আমাদের সমাজের উঁচু উঁচু জায়গা গুলোতে বসে আছে। বাস্তব কিছু কথা বলেছেন। আর কবিতার প্রতিটি লাইন ভীষণ সুন্দর ছিল। দারুন ভাবে সাজিয়ে লিখেছেন কবিতাটি। পড়ে বেশ ভালো লাগলো।

 2 months ago 

ভালো লাগলো ভাইয়া আপনার লেখা এই সুন্দর কবিতা পড়ে। আপনি যে সচেতন মূলক একটি কবিতা লিখেছেন চোরকে কেন্দ্র করে। একটা দেশের উন্নতির বড় অন্তরায় এই চোর। তবে চোর সর্ব স্থানে বিরাজমান। অনেক সময় বিশ্বাস করে যাকে ভালো মনে করে সেও এমন খারাপের পরিচয় দেয়। তবে যাই হোক ভালো লাগলো আপনার কবিতা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65723.04
ETH 3470.30
USDT 1.00
SBD 2.45