বন্ধুত্ব।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বন্ধুত্ব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আমার কাছে মনে হয় এই পৃথিবীতে বন্ধুত্বের মতো এমন মধুর সম্পর্ক আর কোথাও হতে পারে না। আসলে এই পৃথিবীতে যত ধরনের সম্পর্ক রয়েছে সব সম্পর্কের মূলে রয়েছে এই বন্ধুত্বের সম্পর্ক। আর বন্ধুত্বের সম্পর্ক হল এমন এক সম্পর্ক যেখানে গোপনীয়তা বলে কিছুই থাকেনা। বন্ধুত্বের সম্পর্ক হল তুমি নিঃসন্দেহে তোমার সব মনের ব্যথা-বেদনা, সুখ-দুঃখ সব কথাই তুমি তার সাথে শেয়ার করতে পারো।


আসলে বন্ধুত্ব ছাড়া জীবনের সুখের মুহূর্তটা কখনো উপভোগ করা যায় না। আসলে দিনশেষে আমাদের ভালোলাগা, ভালোবাসা, কষ্টের কথা বন্ধুদের সাথে শেয়ার না করতে পারলে আমাদের মন কখনোই হালকা হয় না। আসলে বন্ধুত্ব হল একটা অনুভূতির নাম। এই পৃথিবীতে যারা বন্ধুহীন ভাবে চলাচল করে অর্থাৎ যাদের জীবনে বন্ধু নেই তাদের জীবনকে জীবন বলে না।


আমরা যেমন বিভিন্ন তরকারি খাই। সেইসব তরকারিতে তুমি যতই মসলা দাও না কেন কিন্তু শেষে যদি ওই তরকারিতে লবণ না দাও তাহলে তরকারির পুরো স্বাদটা নষ্ট হয়ে যায়। তেমনি বন্ধুত্ব হল এমন একটা জিনিস যা জীবনে না থাকলে জীবন কখনো মধু হতে পারে না। তাই জীবনকে আনন্দময় করতে হলে বন্ধুত্বটা আসলে খুব বেশি প্রয়োজন।


আর আমরা সবাই জানি যে, যার জীবনে বন্ধু নেই তার মত নিঃসঙ্গ মানুষ আর এই পৃথিবীতে একটাও নেই। আসলেই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক দেখতে পাই। কিন্তু সকল সম্পর্কের ভেতর বন্ধুত্বটা একটু আলাদা সম্পর্ক। আসলে আমার কাছে বন্ধু মানে আবেগ, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে মারামারি, আবার বন্ধু মানে বিপদে এগিয়ে আসা, আবার বন্ধু মানে হাজারো অভিমান নিয়ে একটা সম্পর্ক গড়ে ওঠা।


আমার কাছে বন্ধু বলতে এই পৃথিবীর সকল সম্পর্কের যোগফলকে মনে হয়। কারণ এই পৃথিবীতে এমন কোন সম্পর্ক নেই যেখানে বন্ধুত্বটা নেই। আর প্রতিটা সম্পর্ককেই এই বন্ধুত্বের সম্পর্ক অনেক রঙিন করে তোলে। আরে বন্ধু হল এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের আবেগের কথা শেয়ার করতে পারি। যেখানে দুঃখের কোন ছাপ থাকে না। বন্ধুদের কাছে নিজের মনের কথা শেয়ার করলে নিজের মনটা অনেক হালকা হয়ে ওঠে।


আসলে আমরা জন্মের পর থেকে মৃত্যু অব্দি পর্যন্ত বিভিন্ন বন্ধুদের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এই সামান্য জীবনে আমরা বিভিন্ন সময় বন্ধু নির্বাচন করতে অনেকটা ভুল করি। আসলে পৃথিবীতে বন্ধু নির্বাচন করাটা কিন্তু অতটা সহজ নয় যতটা আপনারা মনে করছেন। কারণ সঠিক বন্ধুর কাছে আপনি আপনার মনের দুর্বলতা, মনের কথা শেয়ার করলে আপনার ভালো হবে।


কিন্তু আপনি যদি আপনার দুর্বলতা অথবা আপনার কোন সমস্যা খারাপ বন্ধুর কাছে শেয়ার করেন তাহলে আপনার উপকারের থেকে অপকার আরো বেশি হবে। কারণ এই পৃথিবীতে খারাপ বন্ধুরা কখনো অন্য বন্ধুর উপকার করতে জানেনা বরং ক্ষতি তাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। আসলে আমাদের জীবনে বন্ধু নির্বাচনে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।


ভালো বন্ধু আমাদের জীবনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ অংশ। তাই খারাপ বন্ধু নির্বাচনে আমাদের জীবনে মারাত্মক ক্ষতিও হতে পারে। তাইতো কথায় আছে, খারাপ বন্ধুর চেয়ে বন্ধু না থাকাটা অনেক বেশি ভালো। কিন্তু তবুও বর্তমান সময়ে অনেক বন্ধুরাই আছে যারা সবসময় অন্য বন্ধুদের সাহায্যের জন্য সব সময় এগিয়ে আসে। আসলে বন্ধুকে যে শিক্ষিত হতে হবে এমন কোন কথা নেই।


আমরা সাধারণত দেখতে পাই যে, শিক্ষিত বন্ধু অপেক্ষা অশিক্ষিত বন্ধুরাই বেশি সাহায্যে এগিয়ে আসে। কারণ এসব অশিক্ষিত বন্ধুদের ভিতরে এই উঁচু মন মানসিকতার নকল মূর্তি তাদের ভিতর দেখা যায় না। তারা বন্ধুত্ব মানে তারা বন্ধুর জন্য জীবন দেওয়াকেই মনে করে। আসলে পূর্বকাল অপেক্ষা বর্তমান সময়ের সাথে পার্থক্য করলে আমরা দেখতে পাই যে, বন্ধুত্বের মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে।


পূর্বে বন্ধুদের জন্য বন্ধুরা তাদের নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আমরা তো ছোটবেলা একটা গল্প শুনেছি যে, দুই বন্ধুর গল্প। সেখানে একটা উক্তি ছিল যে, সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তাইতো আমাদের জীবনে বন্ধুরা যদি আমাদের অসুবিধা সময় না সাহায্য করে তাহলে সেসব বন্ধুরা আমাদের জীবনে কখনো প্রকৃত বন্ধু হিসেবে বিবেচিত হতে পারে না।


আসলে আমাদের জীবন বন্ধু ছাড়া কখনোই চলে না। কোথাও ঘুরতে গেলে প্রথমে আমরা বন্ধুদের কথা মনে করি। কারণ বন্ধু ছাড়া কোন জায়গাতেই ঘোরাঘুরিতে কখনোই মজা হয় না। আসলে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় ঘুরতে গেলেও যদি বন্ধুবান্ধব তোমার সঙ্গে না থাকে তাহলে সেই ঘোরা কখনো মজা হয় না। আর তুমি যদি বাড়ির পাশে কোন একটা চেনা পরিচিত জায়গায় বন্ধুদের সাথে আড্ডা বা ঘুরতে যাও তাহলে সেখানে সবথেকে বেশি মজা হয়।


আসলে আমরা সবাই দেখতে পাই যে, আমাদের বাল্যকালের বন্ধুরা শিক্ষা জীবন শেষে হারিয়ে যায়। কারণ শিক্ষা জীবন শেষে সবাই তার ক্যারিয়ার গঠনের জন্য মনোযোগ দেন। আসলে যার সাথে সারাদিন কাটিয়েছিলাম, যাকে ছাড়া কোন কিছুই ভালো লাগেনা সেই সব বন্ধুদেরকেই ক্যারিয়ারের দিকে মন দিতে গিয়ে আমরা বেশিরভাগ সময় হারিয়ে ফেলি। আর এই ক্যারিয়ারে মন দিতে গিয়ে আমরা আস্তে আস্তে আমাদের এই সব বন্ধুদেরকে ভুলে যাই।


কিন্তু আসলে আমরা যতই ক্যারিয়ারের দিকে মনোযোগ দেই না কেন আমাদের ক্যারিয়ার গঠনে এসব বন্ধুদেরকে কিন্তু আমরা কখনোই মন থেকে মুছে ফেলতে পারি না। এইসব বন্ধুবান্ধব আমাদের শিরায় শিরায় সব সময় থেকে থাকে। তাদেরকে আমরা যতই চেষ্টা করি না কেন তারা আমাদের জীবন থেকে কখনোই মুছে যেতে পারে না।


আসলে বন্ধুত্ব জিনিসটা কখনোই টাকা-পয়সা, ধনী-গরিব দেখে হয় না। বন্ধুত্ব সৃষ্টি হয় ভালোলাগা থেকে ভালোবাসা থেকে। আরে বন্ধুত্ব স্থাপন হয় একে অপরের প্রতি বিশ্বাস থেকে। আর বন্ধুত্ব কখনোই পুরনো হয় না। আসলে এই বন্ধুত্ব যতদিন থাকুক না কেন এ বন্ধুত্বের সম্পর্কটা দিন দিন আরো মধুর থেকে মধুরতরও হতে থাকে। আসলে শত রাগ অভিমানের পরও পরিবারের মতো বন্ধুরা আমাদের যে কোন বিপদ থেকে আমাদের রক্ষা করে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

আপনি চমৎকার একটি টপিক নিয়ে লিখেছেন। হ্যাঁ একমাত্র বন্ধুর সাথেই আপনার সুখ দুঃখ সহ সব গোপন কথা শেয়ার করতে পারবেন যেটা চাইলেই অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন না। তবে এ কথাও সত্য যে আপনার প্রকৃত বন্ধু তার সাথেই আপনি এই সুখ দুঃখের কথা বা আপনার দুর্বলতা শেয়ার করতে পারবেন। তবে অবশ্যই আপনার ভালো বন্ধুকেই এই বিষয়গুলো অবগত করতে পারবেন কারণ খারাপ বন্ধুরা যে কোন সময় আপনার দুর্বলতাকে কাজে লাগাতে পারে।

 last year 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্টটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা পড়ে খুবই ভালো লাগলো। আসলে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার কোন শেষ নেই। এর বন্ধন চিরন্তন।সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি মানুষ তার বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত।অথাৎ তার কিষ্টি, কালচার, আচার, ব্যবহার সবকিছু। তাই বন্ধুর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।কারন আরেকটি প্রচলিত কথা আছে -

সত সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাষ।



অসংখ্য ধন্যবাদ ভাইয়া,বন্ধুত্বের বিষয়টি এত সুন্দর ভাবে পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রত্যেকটা মানুষের বন্ধু রয়েছে। আর বন্ধু ছাড়া কেউ চলতে পারে না। সবচেয়ে ছোট কালের বন্ধু পরম বন্ধু। যে সব সময় পাশে থাকে। সময় পরিবর্তনের সাথে সাথে হয়তো বা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যায়। হয়তোবা আগে যেভাবে সময় দেয়া হতো সেভাবে সময় দেওয়া হয় না। কিন্তু বন্ধুর জায়গায় বন্ধু ঠিকই থেকে যায়। ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

বন্ধুত্ব কিন্তু বেশ কঠিন একটি বিষয়। বন্ধু ছাড়া জীবন অচল। তবে ভালো বন্ধু হলে তো আর কথাই নেই। বন্ধু যদি প্রকৃত হয় তাহলে জীবন হয় সুন্দর আর সাফল্য মন্ডিত। আর বন্ধু যদি খারাপ হয় তাহলে তো হলো কাজ জীবন হবে ফানা ফানা।

 last year 

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা চিন্তা করি। তাহলে বয়স বেদে অনেক বন্ধুর আগমন ঘটে আমাদের জীবনে। কিন্তু বন্ধুত্ব থাকা খুবই জরুরি আমাদের জীবনের জন্য। তাহলে জীবনের ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করা যায়। এছাড়া অনেক সময় পরামর্শ নেওয়া যায়। যদি খারাপ বন্ধুর পাল্লায় পড়েন তাহলে জীবনটা একদম বরবাদ হয়ে যায়। তাদের কাছে যদি কোন গোপনীয় কথা শেয়ার করা হয়। তাহলে সে কথা গুলো সবার সাথে বলে ফেলে। এছাড়া বিশ্বাসঘাতকতা করেন। তাই জীবনে বন্ধু যেমন দরকার তেমনি বন্ধ নির্বাচনে ও সচেতন হওয়া দরকার।

 last year 

বন্ধুত্ব নিয়ে অনেক কথা শেয়ার করলেন অনেক উদাহরণ দিয়েছেন প্রতিটা কথা এবং উদাহরণ যেটা প্রতিটা মানুষের জীবনের অনেক বড় একটি বাস্তবতা। কারণ বন্ধুত্ব ছাড়া জীবনের পরিপূর্ণতা পায় না জীবনের সেরা মুহূর্তগুলোই কাটানো হয় বন্ধুদের সাথে। সেই সোনালী দিন সেই সুন্দর মুহূর্ত সবাই চায় ফিরে পেতে। এক সময় দেখা গেছে নিজের জীবন জীবিকার তাগিদে বন্ধুগুলো থেকে অনেক দূরে থাকতে হয় আবার যখন তাদের সাথে সম্পৃক্ত হতে পারি তখন জীবনের একটা পরিপূর্ণতা ফিরে পাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44