অনু-কবিতা :- ১৫
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই মেঘলা আবহাওয়া মন চায় তোমায় নিয়ে হারিয়ে যাই। দূর আকাশের পানে আমি আর তুমি ভেসে ভেসে ঘুরে বেড়াই। আসলে হঠাৎ বৃষ্টিতে মন চায় তোমার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে। আসলে প্রিয় মানুষটির হাতে হাত রেখে দূরে কোথাও হারিয়ে যেতে আমাদের সবারই খুবই ইচ্ছে হয়। যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কেউ থাকবে না এই পৃথিবীতে আর। আসলে এমন ভাবনাই ভালবাসার মানুষদের মনে সব সময় উঁকি মারে। ভালোবাসার মানুষকে নিয়ে তার স্বপ্ন কখনোই শেষ হয় না।
কথায় আছে না, মানুষ কখনো খাবার জন্য মরে না। মানুষ মরে ভালবাসার জন্য। পৃথিবীতে সবারই ভালোবাসার দরকার। আসলে ছোটবেলা থেকে বাবা-মার ভালোবাসা আর বড় হওয়ার সাথে সাথে তাদের অনুপস্থিতিতে প্রিয়জন একমাত্র ব্যক্তি যে আমাদের ভালোবাসে বাকিটা জীবন। এই প্রিয়োজনই আমাদের বয়সের প্রধান সঙ্গী হয়। আসলে বয়স কালে স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন আগে মারা গেলে বাকি জনের কাছে এই পৃথিবী নরক মনে হয়।
বয়স কালে মানুষের অর্থ নেশা কোন প্রকার চাহিদা থাকে না। শুধু চাহিদা থাকে ভালোবাসা। আর এই ভালোবাসার ভরসা নিয়ে একজন ব্যক্তি তার শেষ জীবন টুকু পার করতে যায়। কথায় আছে না, সবার কপালে সুখ হয় না। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে যে কোন একজনের কপালে সুখ থাকে না। এই পৃথিবীতে যে কোন একজনকে আগে মৃত্যুবরণ করতে হবে। ফলে বাকি জনের জীবনে নেমে আসবে শূন্যতা।
আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে, মা-বাবার ভিতরে কেউ একজন আগে মারা গেলে বাকি জন কিন্তু তার সাথে সাথে পুরোটাই মারা যায় মনের দিক থেকে। আসলে দুজন ব্যক্তির ভিতরের ভালোবাসা বাইরের কেউ দিতে না পারলেও দুর থেকে অনুমান করতে পারে। এই পৃথিবীতে খুবই কম ভাগ্যবান লোক রয়েছে যারা একসাথে মারা গিয়েছে।
আর হঠাৎ বৃষ্টি দিনে প্রিয় মানুষটির কথা আরো বেশি মনে পড়ে। আসলে প্রিয় মানুষ দৈনন্দিন জীবনে যেসব কাজ করে একদিন এই প্রিয় মানুষের উপস্থিতিতে আমাদের কাছে ওই কাজগুলো যেন তার স্মৃতি মনে করিয়ে দেয়। কেউ যখন আমাকে খাইয়ে দেয় তখন আমার প্রিয়জনের কথা মনে পড়ে। কারণ প্রিয় যেন প্রিয় মানুষটিকে খাইয়ে দিতে।
আসলে প্রিয় মানুষটির স্মৃতি অতীতে জায়গায় গন্ধের মতো রমরম করে। তার ফেলে যাওয়া স্মৃতি আমাদের খুরে খুরে খায়। আসলে প্রতিটা কাজেই তার কথা মনে পড়ে। স্বয়নে স্বপনে তার স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় যেন প্রিয় মানুষটিকে আবার কাছে পেতাম তাহলে তাকে বুকে আগলে রেখে দিতাম। তাকে কখনো নিজের থেকে দূরে থাকতাম না।
প্রিয় মানুষকে নিয়ে আমাদের টেনশনের কোন শেষ নেই। কারণ তাকে দু চোখের আড়াল করলেই মনে হয় তাকে অনেক কাল দেখিনা। এছাড়াও আমাদের মনে সারা দেয় তার কোন বিপদ হলো কিনা। অবশ্য বেশি টেনশন করলে ভালোর থেকে খারাপের চিন্তাভাবনা বেশি আছে। আর ভালোবাসায় যদি রাগ অভিমান না থাকে তাহলে তাকে ভালোবাসা বলে না। আরে ভালোবাসায় যখন উত্থানপতন আসে তখনই ভালোবাসা সুষ্ঠু রূপে স্বীকৃতি পায় এই সমাজে।
০১
জীবনের এই শেষ ক্ষনে
তোমাকে চাই আন মনে।
তুমি আমার বহু আপন,
হারিয়ে যাই আমরা পলাশ বনে।
এই পৃথিবীতে তুমি আমি,
থাকবো আমরা দুজনে।
থাকবেনা কেউ আমাদের মাঝে,
হারিয়ে যাবো গহীন বনে।
তোমার কোলে মাথা রেখে,
ঘুমাতে চাই শান্তির ঘুম।
তুমি আমার পাশে থাকলে,
মন আমার আর থাকবে না ব্যাকুল।
০২
হঠাৎ করে বৃষ্টি এলে,
ভিজবো আমরা দুজনে।
তোমার ঠোঁটের বৃষ্টির ফোঁটা,
মুক্ত মানিক হিরে ঝরে।
মেঘের মতো ভেসে বেড়াবো,
সারা আকাশ জুড়ে।
বৃষ্টি হয়ে ঝরবো দুজন,
আকাশ হতে এই ত্রিভূবনে।
বাতাস হয়ে ছড়িয়ে যাব,
তোমার মনের গহীন বনে।
যতই বাঁধা আসুক না আর,
আটকাতে আর পারবে না আমারে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল। আপনার কবিতাটা পড়ে আমি মুগ্ধ হয়েছি। আসলে অনেক সুন্দর কবিতা পোস্ট করেছেন এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আসলে সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কবিতা নিয়ে আসার জন্য।
আপনার কবিতাগুলো সব সময় খুবই সুন্দর হয়। আপনি সব সময় খুবই সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার চেষ্টা করেন, যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বাবা মায়ের মধ্যে কেউ একজন যদি মারা যায়, তাহলে ওপর জন মনের দিক থেকে মারা যায়। দূরে থাকলে একে অপরের ভালোবাসা বোঝা যায়। আপনার লেখা একগুচ্ছ কবিতা বেশ উপভোগ করে পড়লাম। অসাধারণ ছিল আপনার লেখা কবিতা গুলো।
আসলে আমরাও একদিন হয়তোবা এরকম কষ্টের সম্মুখীন হতে হবে। কারণ পৃথিবীতে সবাই একসাথে যেতে পারেনা।
অনু কবিতা আমার খুবই প্রিয়। যদিও অনু কবিতার যে অনুপ্রেরণা পেয়েছি সেটি আমাদের দাদার কাছ থেকে এবং হাফিজ ভাইয়ের কাছ থেকে।ধন্যবাদ খুব চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
আসলে মনের ভাব প্রকাশের জন্য অনেক সময় বড় কবিতার প্রয়োজন হয় না। ছোট ছোট কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।
সত্যি ভাইয়া মানুষ খাবারের জন্য মরে না মানুষ একাকীতে এবং ভালোবাসাহীন হয়ে তিলে তিলে মৃত্যুবরণ করে। সত্যি দাদা আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। আপনি যেমন ভালো ফটোগ্রাফি করেন তেমনি ভালো কবিতা লিখেন। অনেক ভালো লাগলো আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে।
আপু আপনি আমাকে সব সময়ই উৎসাহ করেন আমার সকল পোস্ট নিয়ে। আসলে আপনাদের উৎসের জন্যই আমি নতুন নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে সক্ষম হই। ধন্যবাদ আপু আমাকে সব সময় সাপোর্ট করার জন্য।
দাদা, আপনার লেখা আজকের দুইটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা অন্য কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আসলে প্রিয় মানুষের সাথে হঠাৎ বৃষ্টিতে ভেজার মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ। আপনার লেখা দুই নাম্বার অণু কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটু অনু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে প্রিয়জনকে নিয়ে লেখা কবিতার কোন শেষ নেই। কারণ প্রিয়জনকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা সীমাহীন।