মানুষ তো আজ আর নেইকো মানুষ।

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে এই লাইনটি আমি একটা গানের থেকে পেয়েছিলাম। আর যখন গানটি শুনছিলাম তখন গানটির সাথে বর্তমান সময়ের পুরোটা মিলে যায়। কেননা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে মানুষগুলো খুবই স্বার্থপর। আসলে তারা নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছু কখনোই বুঝতে চেষ্টা করেন এবং বোঝেও না। আসলে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে যদি মানুষ এই স্বার্থপরের মত চলাচল করে তাহলে মানুষ কখনো সেই উঁচু পর্যায়ে আর অবস্থান করতে পারবে না। এই পৃথিবীতে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব হয়। আর সেই মানুষ যদি স্বার্থপরের মত চারিদিক ঘুরে বেড়ায় তাহলে মানুষের প্রতি মানুষের কোন ভালবাসা কখনোই থাকবে না। আসলে মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা না থাকে তাহলে এই পৃথিবীতে আমরা একসাথে বসবাস করার কোন মানে নেই। আসলে আমাদের কাছে এখন দুনিয়াটা স্বার্থপর মনে হয়।


বর্তমান সময়ে ভাই বোন কেউ কখনো আপন নয়। কেননা বর্তমান সময়ে মানুষের কথাই তো বাদ দিলাম। নিজের ভাই-বোনরা এখন মিলেমিশে একইসঙ্গে সংসার করতে পারেনা। তাহলে তারা কি করে বাইরের মানুষের সঙ্গে মিলেমিশে একসাথে বসবাস করবে। আসলে এই জিনিসটা চিন্তা করলেই আমাদের খুব কষ্ট হয়। যারা নিজেদের রক্তের সাথে বেইমানি করে তারা পার্শ্ববর্তী লোকের সাথে বেঈমানি করবে না এমন কোন কথা নেই। আসলে এসব মানুষ সবসময় স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। তারা কখনো অন্যের ভালো চায়না। শুধুমাত্র নিজের ভালো হলেই তারা সব সময় খুশি থাকে এবং অন্যের যদি ক্ষতি হয় তাহলে তারা আরো বেশি খুশি হয়। আসলে তাদের ভিতরে দিন দিন মনুষ্যত্ববোধক লোভ পেয়ে যাচ্ছে। আসলে মানুষের আচরণ এমন কখনো ভাবা যায় না।


আসলে বর্তমানে আমরা পৃথিবীর কোথাও প্রকৃত ভালোবাসা খুঁজে পাই না। কেননা প্রতিটা ভালোবাসার ভিতর আমরা সবসময় স্বার্থপরতা খুঁজে পাই। আপনার কাছে যতক্ষণ একটা মানুষের স্বার্থ থাকবে ততক্ষণ আপনাকে সেই মানুষটা ভালোবাসবে এবং আপনার যত্ন নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেদিন আপনার কাছ থেকে তার স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবেন তার আসল রূপ এবং তার আসল আচরণ। আসলে স্বার্থের জন্য মানুষ কত কিনা করতে পারে। আর একবার স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষটিকে আর কখনো চেনা যায় না। আসলে মানুষ এত নিচুতে নামতে পারে তা আমরা মোটেও কল্পনাও করতে পারিনা। এছাড়াও আমরা দেখি যে এই সমাজে তাদের বেশি অর্থ রয়েছে তাদের সবাই সমদার করে। এছাড়াও তাদেরকে সবাই দেখলে সম্মান করে। আর তাদেরকে ভালোবাসার প্রধান কারণ হলো তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে।


আসলে আমাদের প্রকৃতি কখনো আমাদের এই স্বার্থপরতা হতে শেখায় নি। কেননা প্রকৃতি শিখিয়েছে মানুষকে কিভাবে ভালবাসতে হবে এবং কিভাবে একে অপরকে আগলে রাখতে হবে। আসলে এই প্রকৃতি যেমন আমাদের সবাইকে আগলে রাখে ঠিক তেমনি আমরাও সেই প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে সবাইকে আগলে রাখার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা স্বার্থপরের মত চলতে থাকি তাহলে আমরা প্রকৃতির কাছ থেকে কি শিক্ষা নিলাম তা আমরা কখনো অন্যের কাছে প্রকাশ করতে পারবো না। আসলে আমরা যদি পরিবারের কেউ সব সময় খারাপ কাজ করে তখন লোকজন আমাকে বলবে যে ও পরিবারের কাছ থেকে খারাপ শিক্ষা নিয়েছে। যদিও পরিবারের লোকগুলো সবসময় আমাদের ভালো শিক্ষা দেয় কিন্তু তাদের সব শিক্ষাগুলো তখন নিমিষেই ব্যর্থ হয়ে যাবে।


আসলে আমাদের সবাইকে এই স্বার্থপরের মন-মানসিকতা ত্যাগ করে একজন ভালো মানুষ হিসেবে নিজেদেরকে বিবেচিত করতে হবে। কেননা আমরা যদি স্বার্থপর হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বার্থপর হবে এবং তারাও মানুষের মতো মানুষ হবে না কখনো। আর জীবনে যারা মানুষের মত মানুষ হতে পারে না তারা কোন জায়গায় গিয়ে কোনরূপ সুখ শান্তি লাভ করতে পারে না। আসলে স্বার্থপরের জীবন কখনো জীবন নয়। অন্যকে ভালোবেসে তাকে নিয়ে সমাজের কল্যাণে সবসময় কাজ করাকেই কিন্তু আসল শান্তি বলে। তাইতো আমরা পরিবারের সকল লোকগুলোকে সবসময় সময় দেবো এবং দেশের মানুষকে ভালোবাসবো। আসলে আমরা কিন্তু ভালোবাসার মাধ্যমে সব কিছুই পরিবর্তন করে দিতে পারি। আসলে আমরা কি করে এসেছি সেই কথা ভেবে আর লাভ নেই। আজ আমাদের অবশ্যই পরিবর্তন হতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

দারুন লিখেছেন দাদা। কিন্তু সমস্যা হলো আমরা কি করে এখন স্বার্থ ত্যাগ করবো। যেখানে আমরা স্বার্থের জন্য আপন ভাই কে ঠকাতে পিছ পা হই না। আমার তো মনে হয় মানুষের মধ্যেই এখন মানবতা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানুষের বিবেক আর বুদ্ধি। ধন্যবাদ সুন্দর করে লিখে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। এ জাতীয় রাইটিংগুলো আমার খুবই ভালো লাগে। কারণ এখানে জন সচেতনতা সৃষ্টি করা যায়। বেশ ভালো লাগলো। এখন শুধু মানুষ রূপে মানুষ রয়েছে কিন্তু কার্যকারী তেমন মানুষ নেই। যার মাঝে প্রকৃত মানুষের দেখা মিলবে।

 2 months ago 

কথাগুলো একেবারে ঠিক বলেছেন দাদা। মানুষ মানুষকে সাহায্য করবে একসঙ্গে মিলেমিশে থাকবে এমনটা হওয়াই দরকার ছিল। কিন্তু এমন একটা অবস্থা এখন মানুষ মানুষ কে এড়িয়ে যেতে পারলে বাঁচে। অবস্থা টা ক্রমেই খারাপ হচ্ছে। মানুষের মধ্যে আর সেই মিল ভালোবাসা এখন আর পাওয়া যায় না। দারুণ লিখেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.030
BTC 60602.44
ETH 2617.13
USDT 1.00
SBD 2.61