অনু-কবিতা :- ১৪

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


smoke-258786_1280.jpg

সোর্স


কিছুদিন যাবত আকাশে মেঘের দেখা থাকলেও বৃষ্টি হচ্ছে না কিন্তু। আর এর ফলে পরিবেশের তাপমাত্রা আরো কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে। বাইরে বেরোনো একদম মুশকিল হয়ে গেছে। একটা ড্রেস একবারের বেশি আর পড়াই যাচ্ছে না। কারণ ঘামের জলে একটা ড্রেস একবার পড়লে সেটি পুরোই ভিজে যাচ্ছে। আর চারিদিকে লোডশেডিং দিন দিন তো বেড়েই চলেছে। বর্তমান দিনে মানুষের চলাফেরা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গরীব শ্রেণীর লোকেদের কাজ করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।


যারা দিনমজুর তাদের তো আর দেখতেই হচ্ছে না। এই গরমে হিট স্ট্রোক এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বহু লোক এই হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রতিদিন। প্রথম সারির লোকেরা একটু অনুভব করলেও পরবর্তী শ্রেণীর লোকেদের কষ্টের আর সীমা থাকছে না। সারাদিন কাজ করে বাড়িতে এসে শান্তিতে কেউ ঘুমাতেও পারছে না। এর ফলে ব্রেইন স্ট্রোকের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিন দিন।


পশু পাখিদের সংখ্যা এই গরমের ফলে দিন দিন কমে যাচ্ছে। এর প্রধান কারণ হলো এই গরমে প্রচুর পশু পাখি মারা যাচ্ছে। মানুষের এই কুকর্মের ফল ভুগতে হচ্ছে সকল পশু পাখিদের। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে। আর এর ফলে প্রাকৃতিক ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।


আগেকার সময়ে বাবা ঠাকুর দাদার কাছ থেকে শোনা যে তখন এতটা গরম ছিল না। ছিলনা এত দুর্যোগ। তখনকার পরিবেশ ছিল ঠান্ডা। আমরা ছোটবেলায় যে ছয় ঋতুর নাম শুনেছি তা এখন আর মনে হয় নেই। এখন আমার মনে হচ্ছে আমাদের পৃথিবীতে শুধুমাত্র তিনটি ঋতুই রয়েছে। একটি হচ্ছে গ্রীষ্ম একটি হচ্ছে বর্ষা আর অন্যটি হচ্ছে শীত। আর এখন এই ঋতুচক্র পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা প্রায়শই দেখতে পাই বর্ষাকালে কখনো বর্ষা থাকে না তখন তাকে গ্রীষ্মকাল আর শীতকালে বর্ষার প্রবেশ ঢোকে। শীত কালো মনে হয় দিন দিন পরিবর্তিত হয়ে গরমকালে পরিবর্তন হবে।


আমাদের জলবায়ু কতটা পরিবর্তন হচ্ছে তা কি আপনারা বুঝতে পারছেন। এখনো যদি বুঝতে না পারেন তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। শুধু দিন গুনতে হবে পৃথিবী ধ্বংসের। এছাড়া আমাদের পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড জলের নিচে চলে গেছে। এর প্রধান কারণ হলো এই অতিরিক্ত গরমে মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হচ্ছে এবং জলের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে সমুদ্রের জল উপচে পড়ছে বিভিন্ন ভূখণ্ডে এবং সেসব ভূখণ্ড বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।

এছাড়াও এই জল বৃদ্ধির কারণে বহু লোক গৃহহীন হয়ে পড়ছে এবং বহু লোক মারা যাচ্ছে। এর ফলে পৃথিবীতে ভূ-পৃষ্টের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এবং অল্প ভূপৃষ্ঠে বহু সংখ্যক লোক বসবাসের ফলে অতিরিক্ত গাছ কাটতে হচ্ছে। আর এই গাছ কাটার ফলে পরিবেশের তাপমাত্রা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে পরিবেশে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ। ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ। এছাড়াও হৃদরোগও দেখা দিচ্ছে। আর এর ফলে মারা যাচ্ছে বহু সংখ্যক লোক।


আমার পৃথিবীর সকল লোকের কাছে এই অনুরোধ যে আমাদের কাছে আর কিন্তু বেশি সময় নেই। আমাদের সামান্য ভুল দেখে আনতে পারে মহাবিপদ। তাই আর দেরি না করে পৃথিবীর সকল দেশের লোকের কাছে অনুরোধ বেশি বেশি করে গাছ লাগান। কারণ পৃথিবীর ধ্বংসের শেষ সীমানায় চলে এসেছে। আর এর ফলে আমাদের পরবর্তী প্রজন্ম এই পরিবেশে আর টিকে থাকতে পারবে না। তাই এখনই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশকে রক্ষা করুন।

০১


এই গরমে দেশের মানুষ,
করছে সবাই হাঁসফাঁস।
দেখ কেমন মজা লাগে,
বেশি করে আরো গাছ কাট।


জিভ বের করে কুকুরের মত,
রাস্তায় বেড়াবে ঘুরে।
কয়দিন পর মানুষ ভুলে,
ডাকবে কুকুর বলে।


সময় থাকতে শুধরে যাও,
বেশি বেশি করে গাছ লাগাও।
না হলে কপালে দুর্ভোগ আছে,
বেঁচে যদি থাকতে চাও।


০২


মেরু অঞ্চলের বরফ,
দিন দিন যাচ্ছে গলে।
সমুদ্রে জলের উচ্চতা যাচ্ছে বেড়ে,
মানুষ বাস করবে জলে।


ভেসে ভেসে মাছ ধরবে,
সবাই হয়ে যাবে জেলে।
বাঁচার জন্য পাবে না কিছুই,
মরবে সবাই অকালে।


ঘরে ঘরে এসি লাগাও,
ফলে বাড়বে পরিবেশের উষ্ণতা।
চাল আর জল দিয়ে ছাদে,
বিনা আগুনে সেদ্ধ হবে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

বাহ আপনি তো অনেক সুন্দর করে গরম নিয়ে দুটি অনু কবিতা লিখেছেন। আসলে আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালই লাগলো। ঠিক বলেছেন মধ্যবিত্ত লোকগুলো এই গরমে অনেক কষ্ট করতেছে। গরমের যেই তাপমাত্রা পড়তেছে এই কারণে অনেক লোক গরমের কারণে অসুস্থ হয়ে পড়তেছে। আপনি খুব সুন্দর করে অনু কবিতা দুটি লিখেছেন। অনেক সুন্দর অনু কবিতা দুইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রিয় দাদা, আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের অণু কবিতা গুলো আমার প্রত্যেক খুবই মন চায়। আসলে এখনো আমাদের হাতে অনেক সময় রয়েছে। আমরা ইচ্ছা করলে এখনো বেশি বেশি করে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে মনোরম করে গড়ে তুলতে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সময় থাকতে শুধরে যাও,
বেশি বেশি করে গাছ লাগাও।
না হলে কপালে দুর্ভোগ আছে,
বেঁচে যদি থাকতে চাও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66