কাজের স্রোত। কবিতা নং :- ৯৭

in আমার বাংলা ব্লগ3 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে আমাদের এই জীবনের সময়কাল অনেক কম। কারণ আমরা কখনো টের পাইনা যে আমাদের এই সময়টা কত দ্রুত আমাকে জীবন থেকে চলে যায়। আর এই অল্প সময়ে জন্মগ্রহণ করে আমাদের এই পৃথিবীতে বহু দায়িত্ব-কর্তব্য থেকে যায়। আর এই দায়িত্ব কর্তব্য সবার দ্বারা সম্পূর্ণ করা সম্ভব হয় না। কারণ যেহেতু আমাদের হাতের সময় কম তাই এই অল্প সময়ে সকল কাজের সময়টা ভাগ করে নিতে হবে। আমরা ধরুন এই অল্প সময়ে যদি নিজেদের কাজকে ভাগ করে নিয়ে সকল কাজ করে যেতে পারি তাহলে আমাদের জীবনের প্রতিটা সময়ের মূল্য থাকবে এবং আমাদের জীবন সার্থক হবে। তাইতো জীবনের প্রতিটা মুহূর্তকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে।

আর এই কাজের স্রোত ধারায় সব সময় সবাই নিয়োজিত রাখতে হবে। এই ব্যস্ততার মাঝ থেকে আপনাদের নিজেদেরকে সকল কাজ খুঁজে নিতে হবে। আপনি যদি নিজের কাজ নিজে খুঁজে না নেন তাহলে কেউ আপনাকে এসে আপনার কাজটা কখনো খুঁজে দেবে না। কারণ এই পৃথিবীতে সবাই তার নিজ নিজ কাজে সব সময় ব্যস্ত থাকে। এছাড়াও আমরা যদি আমাদের স্থান ছেড়ে দিই তাহলে আমাদের সেই স্থান দখল করার জন্য আরো অনেক মানুষ বসে আছে। কারণ এই পৃথিবীতে এখন দক্ষ লোকের অভাব নেই। তাইতো প্রতিটা কাজ করার আগে একদিকে যেমন আমাদের মনোবল বৃদ্ধি করতে হবে তেমনি অন্যদিকে সেই কাজটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে।


এছাড়াও কোন কাজকে আমরা কখনোই ছোট বলে মনে করব না। আমাদের কাছে সকল কাজ সমান। আর যারা এই পৃথিবীতে কাজকে ছোট বড় করে দেখে তাদের দ্বারা কখনোই কোন কাজ সম্পন্ন হয় না। কারণ ছোট কাজও অনেক সময় বড় কাজের থেকেও অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়। বিশেষ করে কোন কাজকে কখনো তুচ্ছ করা যাবে না। আর যদি আমরা কাজ না করে অলসতায় দিন কাটাই তাহলে আমাদের দুঃখ আমরা নিজেরাই ডেকে আনব এবং এই দুঃখের থেকে আমাদের কেউ কখনো বাঁচাতে পারবে না। তাইতো অলস মন-মানসিকতা ত্যাগ করে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ভালো কাজে সব সময় মনোনিবেশ করতে হবে।


✠ কাজের স্রোত ✠


কাজ না করে বসে থাকলে,
কোনদিনও সে কাজ হয় না।
কাজের জন্য সবাইকে প্রথমে,
মনোবল ছাড়া কাজ হবে না।


মন দিয়ে যারা কাজ করে,
তারা কখনো ব্যর্থ হয় না।
অমনোযোগী হয়ে কাজ করলে,
সে কাজের ফল ভালো হয় না।


এই পৃথিবীতে কাজের সন্ধানে,
অনেক মানুষ ঘোরাঘুরি করে।
তাহলে ভাবুন কাজের অভাবে,
কত মানুষ না খেয়ে মরে।


প্রতিযোগিতার এই সমাজের মাঝে,
একবার যদি হেরে যাও জীবনে।
তোমার জায়গা অন্য দখল করবে,
সুযোগ পাবে না তুমি এই ভুবনে।


ধর্মে বলেছে কাজ করো,
ধর্মের নিয়ম কানুন মানার প্রয়োজন নেই।
যারা কাজ করে এই পৃথিবীতে,
ধর্ম থাকে তাদের সাথেই।


কর্মের ফল সবসময় মিষ্টি হয়,
কর্ম ছাড়া কোন গতি নাই।
তাইতো সবাই অকাজ রেখে,
ভালো কাজে মন দেই।


জীবনটা আমাদের ছোট হলেও,
কাজের পরিমাণটা অনেক বেশি।
অল্প সময়ে এত কাজ করে,
সবাইকে রাখতে হবে খুশি।


যারা সব সময় কাজ করে,
তাদের মন-মানসিকতা ভালো থাকে।
অলসতায় যারা দিন কাটায়,
তাদের দিন ভালো নাহি যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 months ago 

কথা ঠিক দাদা। মনে দিয়ে কাজ করলে তার ফল কখনো ব‍্যর্থ হয় না। এবং কাজে ফাঁকি দিলে তার ফল ভালোও হয় না। কথাটা একেবারে ঠিক। মানুষের জীবনে কাজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা মানুষের কাজই পরবর্তীতে তাকে পরিচয় করিয়ে দেয়। সেই কাজ হতে পারে ভালো অথবা খারাপ। কাজ কে যারা ছোট করে তারা সর্বদাই ভুল করে। সুন্দর লিখেছেন কবিতা টা দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56