আশা। কবিতা নং :- ৯৮

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

কথায় আছে না, আশায় মরে চাষা। কিন্তু আশা যদি আমাদের না থাকতো তাহলে আমরা জীবনে কোন কিছুই করতে পারতাম না। আর এই আশা জীবনে ছিল বলে আমরা অনেক অসাধ্য কাজকে সাধন করতে পেরেছি। আসলে আশা আমাদের মনের মনবল বৃদ্ধি করতে সাহায্য করে। পৃথিবীতে কোন কিছুর যদি মানুষের চাহিদা না থাকতো তাহলে পৃথিবী এত সামনের দিকে এগিয়ে যেতে পারত না। আসলে এই পৃথিবীতে সবার মনে কোন না কোন আশা সারা জীবন থেকে যায়। এই আশা কারো জীবনে পূরণ হয় আবার কোন আশা সারা জীবনে কখনো পূরণ হয় না। জীবনে এমন কিছু আশা করা উচিত যা আমরা পূরণ করতে পারব।

আসলে মানুষ তার চাহিদার থেকে বড় আশা নিয়ে যদি বেঁচে থাকে তাহলে হয়তোবা সেই আশা গুলো জীবনে কখনো পূরণ হয় না। মানুষের সাধ্য অনুযায়ী সবকিছু আশা করা উচিত। এমন কিছু আশা করা উচিত নয় যা তার দ্বারা জীবনে কখনো পাওয়া সম্ভব হবে। আসলে পৃথিবীতে এক ধরনের মানুষের আশা এক এক ধরনের হয়ে থাকে। গরীব শ্রেণীর লোকেরা সবসময় আশায় থাকে যে কিভাবে তাদের দিনগুলো ভালো যাবে এবং কিভাবে তারা তিন বেলা একটু খাবার তাদের মুখে জুটবে। এছাড়াও তাদের আশা থাকে তারা যেন তাদের পরিবারকে নিয়ে একটু সুখে থাকে এবং একটা ছোট্ট ঘরের ভিতরে তারা আরাম আয়েশের দিন কাটাতে পারে।



আবার মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের আশা আরেক ধরনের হয়ে থাকে। আসলে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে কারণ তারা নিজেদের কষ্ট অন্যকে শেয়ার করতে পারেনা। তাদের আশা থাকে তারা তাদের সংসারটাকে একটু উন্নত ধরনের চালানোর জন্য। তাদের যেসব চাহিদা থাকে সেসব চাহিদা তারা কখনো পূরণ করতে না পারলেও তারা সবসময় চেষ্টা চালিয়ে যায় যে কি করে এইসব চাহিদা আমাদের জীবনে পূরণ করা যায়। তারা না পারে অন্যের কাছে সাহায্যের হাত বাড়াতে আবার না পরে জীবনে একটা ভালো পরিবারের মতো তাদের দিন যাপন করতে। আর এভাবে তারা আশায় আশায় তাদের জন্মের পর জন্ম পার হয়ে যায়।

আর এই পৃথিবীতে ধনী লোকের মনে হয় যে কোন আশা নেই। কথাটা কিন্তু সম্পূর্ণই ভুল। কারণ এই ধনী লোকেদের জীবনে সব কিছু পূরণ হলেও তাদের একটু আশা থাকে তারা তাদের পরিবারকে নিয়ে একটু সুখে দিনযাপন করবে। কারণ এই ধনী পরিবারের লোকের শুধুমাত্র এই একটা আশা ছাড়া আর কোন আশা কখনো অপূরণ থাকেনা। কারণ ধনী লোকেদের প্রচুর অর্থ থাকলেও তাদের জীবনে কখনো সুখ থাকে না। যেটা অন্যান্য দুই শ্রেণীর মানুষের জীবনে সুখ থাকলেও অন্যান্য কিছু থাকে না। আমার মনে হয় যে যাদের প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে তাদের জীবনের সুখের অভাব। আর যাদের জীবনে অর্থ সম্পত্তি তেমন একটা নেই কিন্তু তাদের জীবনের সুখ থাকে অফুরন্ত।


✠ আশা ✠


এই জীবনে আশা সবার,
হয়তোবা পুরনো হয় না।
আশা কত ছিল মনে,
অপূরণ হয়ে রয়েছে জীবনে।


আশায় মানুষ ঘর বাঁধে,
সেই ঘর ভেঙে চুরে হয় চুরমার।
আসা যত ছিল মনের থেকে,
কিছুই তো থাকলো না জীবনে আর।


চাষীদের স্বপ্ন ছিল মনে,
সোনার ফসল তারা ঘরে তোলে।
হঠাৎ করে একদম হাওয়াতে,
সবকিছু যেন গেল উড়ে।


আশা থাকে সবার জীবনে,
জীবনে তারা উন্নতি করবে।
সব আশা পূরণ না হলেও,
কিছু আশা পূরণ হল এই জীবনে।


আশা ছিল মনের মানুষ নিয়ে,
বাঁধবো ঘর এই ভুবনে।
মনের মানুষ দিল ফাঁকি,
আশা জীবনে মারে উকি।


আশায় মানুষ স্বপ্ন দেখে,
কত কিছু ভাবে এই মনে।
স্বপ্ন যখন গেল ভেঙে,
মনটা গেল খারাপ হয়ে।


আশা ছাড়া এই জীবনে মানুষ,
কোন কিছু করতে পারেনা।
আশায় মন বেঁধে তারা,
সামনের দিকে এগিয়ে চলে।


আশা পূরণ না হলেও,
চেষ্টায় সব সময় থাকতে হবে।
চেষ্টায় যদি ব্যর্থ হও,
তবুও আশা ছাড়া না যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

মানুষ বেঁচে থাকলে বিভিন্ন প্রকার স্বপ্ন নিয়ে জীবন সাজাতে চাই। কিন্তু সকলের জীবনের সকল স্বপ্ন সব সময় পূরণ হয় না। আজকে আপনি ঠিক তেমনি অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি করে আমার অনেক অনেক ভালো লেগেছে। আশা করব এভাবে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করবেন আপনি।

 2 months ago 

মানুষের বুক ভরা আশা থাকে। যদিও সেটি পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা উপরওয়ালাই ভালো জানেন। তবুও মানুষ স্বপ্ন দেখতে ভয় পায় না। অনবরত স্বপ্ন দেখতেই থাকে।যাই হোক দাদা খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জীবনে আশা এবং স্বপ্ন না থাকলে কোন কিছুই করা সম্ভব হতো না। তাই জীবনে এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো। ‌ বরাবরের মতোই দারুন লিখেছেন। লাইনগুলো বেশ চমৎকার হয়েছে। ‌ ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আশা। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। মানুষ রঙিন স্বপ্ন দেখে যায়। এবং তার স্বপ্নগুলো বাস্তবায়নের আশায় থাকে। তবে সে জানে না তার আশাগুলো পূরণ হবে কিনা। তারপরও এক বুক আশা নিয়ে সবাই বাঁচে। অনেক ধন্যবাদ দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69135.35
ETH 3742.65
USDT 1.00
SBD 3.67