বাংলাদেশ ভ্রমণ। পর্ব : ২২

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার বাংলাদেশ অন্যতম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। আশাকরি আপনাদের সবার খুব ভালো লাগবে।



IMG_20230104_070817.jpg


IMG_20230104_070754.jpg

তো বাংলাদেশের সময়টা আমাদের খুব ভালো কাটছিল। বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। নানা এক্সপেরিয়েন্স হচ্ছিল। এছাড়াও বাংলাদেশের অলিতে গলিতে যেসব ছোটখাটো দোকান রয়েছে সেসব দোকানের খাবার আমি টেস্ট করছিলাম। আসলে বাংলাদেশের এই অলিগলির খাবার আমার একটু বেশিই পছন্দ হয়েছে। তো এদিকে আমাদের ইন্ডিয়া যাওয়ার সময়ও চলে আসছে। তো ইন্ডিয়ায় আসার কিছু দিন আগে একটা প্ল্যান হলো যে, আমরা সবাই মিলে সিলেট ঘুরতে যাব।


IMG_20230104_072155.jpg


যাইহোক ব্যাপারটা তেমন আমি পাত্তা দিইনি। কারণ আমাদের হাতে সময় খুবই কম। এই কম সময়ের ভিতরে সিলেট গিয়ে ঘুরে আসার এনার্জিও আমার ছিল না। যাইহোক হঠাৎ করে একদিন কাকি বলল, দুইদিন পর আমরা সিলেট যাব সবাই মিলে। এদিকে আমার হাতের টাকা পয়সা অনেকটা কমে এসেছে। যাইহোক কাকির রিকোয়েস্ট আমি বললাম, ঠিক আছে চলো তাহলে সিলেট থেকে ঘুরে আসা যাক।


IMG_20230104_072449.jpg


আসলে সিলেট আমি এর আগে কখনো যাইনি। আর সিলেট নামটাও তেমন একটা শুনিনি। সিলেট শুধু ম্যাপেই দেখেছিলাম। কারণ আমাদের ভারতবর্ষের আসাম ত্রিপুরার পাশেই এই সিলেট অবস্থিত। যাইহোক মনে মনে প্রস্তুতি নিলাম সিলেট ভ্রমণের জন্য।

IMG_20230104_072829.jpg


এদিকে তো আমার গিন্নি খুবই এক্সাইটেড। কারণ কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে কেউ খুশি না হোক সে সব থেকে বেশি খুশি হয়। কারন আমার গিন্নি ঘুরতে খুবই ভালোবাসে। যাইহোক আমরা কিছু কেনাকাটা করে নিলাম। সময়টা শীতের সময় তো। তাই ভারী কোন শীতের জামা বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। যাইহোক গিন্নীকে নিয়ে মার্কেটে গেলাম তার জন্য একটা নতুন শীতের জামা কিনলাম।


IMG_20230104_072846.jpg


আসলে বাংলাদেশের পোশাকের দাম ইন্ডিয়া থেকে মনে হয় একটু কম এবং কোয়ালিটিও অনেকটা ভালো। যাইহোক সস্তার ভিতর শীতের জামাটি পেয়ে গেলাম।


IMG_20230104_073243.jpg


যাবার আগের দিন আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম। সময়টা তখন খুব শীতের। যাইহোক আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠলাম। কারণ সারাটা পথ আমরা একটা ভাড়া গাড়িতে যাব। সিলেট ঘুরতে যাওয়ার সময় সর্বক্ষণ এই গাড়িটি আমাদের সাথে থাকবে। সকালে উঠে হাতমুখ ধুয়ে আমি রেডি হয়ে নিলাম। কিন্তু এদিকে আমার গিন্নির রেডি হতে অনেক সময় লেগে গেছে।


IMG_20230104_075639.jpg


IMG_20230104_080507.jpg


যাইহোক আমরা ঘুরতে যাব এজন্য আগের দিন কিছু শুকনো খাবার কিনে নিয়ে এসেছিলাম। কারন অনেক দূরে জার্নি করতে হবে আমাদের। প্রায় পৌঁছাতে পৌছাতে আমাদের রাত হয়ে যাবে।


IMG_20230104_080518.jpg


তো সবকিছু গাড়িতে তুলে আমি গাড়ির সামনে বসলাম। আসলে তখন রাস্তা অনেক কুয়াশা ছিল। যেতে যেতে আমি যেহেতু গাড়ির সামনে ছিলাম তাই রাস্তার সামনের দৃশ্য আমি আমার ক্যামেরায় বন্দি করতে শুরু করলাম।


IMG_20230104_080544.jpg


IMG_20230104_080615.jpg


সামনে যতগুলো পোস্ট থাকে অর্থাৎ দূরত্ব লেখা থাকে যে সব ব্যানার গুলোতে সেই ব্যানাগুলো ছবিও আমি তুলতে শুরু করলাম। আমাদের অবশ্য ঢাকা দিয়েই সিলেট যেতে হবে। তাই আমি হিসাব করতে শুরু করলাম আর সামনে কতদূর আছে। মোটামুটি দূরত্ব হিসেব করে আমি সময়টা বের করতে শুরু করলাম।


IMG_20230104_082152.jpg


তো কিছুক্ষণ পর আমরা গোপালগঞ্জ জেলা অতিক্রম করলাম। গোপালগঞ্জে জেলা অতিক্রম করতে প্রায় আমাদের এক ঘন্টা সময় লেগেছিল।


IMG_20230104_082311.jpg
ক্যামেরা পরিচিতি : HUAWEI
ক্যামেরা মডেল : BKK-AL 10
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 09/11/2022


তো এই ছিল আজ আমার পোস্ট। আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

বাংলাদেশ ভ্রমণের অনেকগুলো পর্ব আজ আপনি একের পর এক আমাদের মাঝে শেয়ার করে চলেছেন। আপনার এই ভ্রমণের প্রত্যেকটা পর্ব কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বাইরের দেশ থেকে এসে বাংলাদেশের এত সুন্দর গুন আকৃতি এবং দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন তা দেখে তো আমি মুগ্ধ। খুবই ভালো লাগে আপনার এই সুন্দর পোস্ট গুলো। অসংখ্য ধন্যবাদ ভাইজান। আশা করি পরবর্তীতে আরো অনেক কিছু করবেন।

 last year 

আসলে মনে হয় বাংলাদেশে অনেক কিছু দেখার আছে। আর বাংলাদেশের কিছু কিছু দৃশ্য সত্যিই মুগ্ধকর।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62499.32
ETH 2450.41
USDT 1.00
SBD 2.66