অনু-কবিতা :- ৮৬

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব সময় আমাদের বিভিন্ন কাজ করতে হয়। আসলে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য নয়। কাজ করি আমরা একটু ভালোভাবে বসবাস করার জন্য। আসলে এই পৃথিবীতে জন্মের পর থেকে আমরা দেখেছি যে আমাদের মা-বাবা আমাদের একটু ভালো রাখার জন্য কত বেশি কঠোর পরিশ্রম করেছেন। আসলে তারা আমাদের মোটেও বুঝতে দেয়নি যে তাদের আমাদের জন্য এতটা বেশি কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আসলে আমরা যত বড় হতে থাকি ততই মা-বাবার পরিশ্রম আরো বাড়তে থাকে। কারণ ছোটবেলায় আমাদের চাহিদা কম থাকলেও যত বড় হতে থাকি ততই আমাদের চাহিদা দিন দিন বড় হতে থাকে। অর্থাৎ পরবর্তীতে আমরা স্কুল-কলেজের ফি দেওয়ার জন্য বাবা-মাকেও তাদের এক্সট্রা ডিউটি করতে হয়। আসলে এরপরে যখন আমরা চাকরির জন্য বাইরে ঘুরতে থাকি তখন আমরা বাবা-মার কষ্ট কিছুটা হলেও বুঝতে পারি।

কারণ বাবা মা আমাদের জন্য বাইরে ঘুরে ঘুরে এত পরিশ্রম করে এবং আমরা একটা কাজ পাওয়ার জন্য এখন আমাদেরও বাইরে এত বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে তা জানতে পেরে আমাদের তখন মনে খুব কষ্ট হয়। আসলে যখন আমরা একটা কাজ পেয়ে যাই তখন আমরা আর তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করি। আসলে এই পৃথিবীতে কাজ না করলে কেউ তোমাকে কখনোই ভালোবাসবে না। আর কাজ করলে দেখবে যে সকল কাজ তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আর এই পৃথিবীতে যারা অলস ব্যক্তি তারা কোন কাজ কখনোই করতে পারে না। কারণ কাজ করার মত মন মানসিকতা তাদের কখনোই থাকে না। আসলে ঘরে বসে বসে ভাবতে থাকলে কোন কাজ কখনো সম্পন্ন হয় না।

আর কোন কাজ যদি আমরা ভেবে চিন্তে করি তখন দেখবে যে ভেবেছিলাম এক আর কাজ করতে গিয়ে দেখি আর এক। এজন্য আমরা কাজ করতে করতে যদি সেই কাজ নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে সেই কাজ অনেক বেশি সহজ হবে। আসলে এই পৃথিবীতে এখন দক্ষ লোকের সংখ্যা অনেক বেশি। তাইতো এই দক্ষ লোকের প্রতিযোগিতায় আমাদের সব সময় টিকে থাকতে হবে। আসলে আমরা যদি সৎ এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ করি তাহলে আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারব। কারণ উন্নতি লাভ করার একটাই পথ হলো কঠোর পরিশ্রম করা। আর এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম কখনো করে না তারা কখনো উন্নতির মুখ দেখতে পারে না। অথবা তারা উঁচু স্থানে থাকলেও তারা ধীরে ধীরে নিচু স্থানের দিকে চলে আসে।


✠ ০১ ✠


বসে বসে দিবা স্বপ্ন দেখে যারা,
তাদের দ্বারা কোন কাজ হয় না।
পরিশ্রম যখন করতে হবে,
অলসতাকে ত্যাগ করা যায় না?


যারা অনেক বেশি পরিশ্রম করে,
তারা কখনো সময় নষ্ট করে না।
লগ্ন বুঝে যদি কাজ করতে হয়,
সে কাজ আর কখনো হবে না।


কাজকে যারা পৃথিবীতে ভালবাসে,
তারা কখনো কষ্টে থাকে না।
কষ্টকে তারা দূর করতে পারে,
সেই ক্ষমতা অলসদের থাকেনা।


✠ ০২ ✠


যতই চিন্তা ভাবনা করো না কেন তুমি,
কাজ না করলে কাজের সমাধান হবে না।
কোন কাজ পৃথিবীতে তুচ্ছ নয়,
সকল কাজের ফলাফলও এক না।


কঠিন কাজকে যারা ভয় পায়,
তাদের মনবল কখনো দৃঢ় না।
মনকে শক্ত করতে পারলে,
কোন কাজ আর কঠিন হবে না।


কাজ করলে মন ভাল থাকে,
মনে কোন খারাপ চিন্তা আসে না।
তাইতো সবাই মিলে শপথ করি,
ভালো কাজ ছাড়া কিছুই করবো না।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

আসলে ভাই বাবা মা কঠোর পরিশ্রম করে, আমাদের জন্য কাজ করে থাকে। আর এই বাবা-মার কাজ করার মুহূর্তগুলো আমরা বুঝতে পারি যখন বাইরে কাজ করতে যাই। যাই হোক আজকে আপনার অন কবিতা পড়ে অনেক ভালো লাগলো, ভাষাগুলো অসাধারণ ছিল

 2 months ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের অনেক কবিতা গুলো পড়ে ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

সমস্যা এইটাই হইছে দাদা। আমাদের এই উপমহাদেশে সময়ের সাথে মানুষ শিক্ষিত তো হয়েছে দক্ষ হয়েছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়েনি। আবার পরিশ্রম করার প্রতি আমাদের একটা অনীহা কাজ করে সবসময়। কিন্তু পরিশ্রম ছাড়া ত‍্যাগ ছাড়া কখনোই কিছু করা সম্ভব না। কবিতা টা দারুণ লিখেছেন দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

আপনি তো খুব সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা দুটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অলসতা করে কোনদিন কেউ সফলতা অর্জন করতে পারে নাই। তবে যারা কাজকে পৃথিবীতে ভালবাসে তারা কখনো কষ্ট করে না। তারা সফলতা অর্জন করতে পারে। তবে খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45